What a Blogger Site-ব্লগার সাইট কি?

 What a Blogger Site-ব্লগার সাইট কি?

ব্লগার সাইট মুলত একটি লেখালেখি করার সাইট আমাদের পৃথিবীতে অনেক মানুষ আছেন।  যারা কিনা লেখতে অনেক পছন্দ ওহ ভালবাসেন? আর নতুন নতুন কিছু করার চেষ্টা করেন? মুলত লেখালেখি করাটাকেই ব্লগার বলা হয়।
 
 
এখন সারাবিশ্বে কোটি কোটি মানুষ প্রতিদিন কয়েকশত বার ওয়েবসাইট দেখছে?
 আর না জানা
 প্রশ্নের উত্তর জানছে এই ওয়েবসাইট সাইটের মাধ্যমে।
 হাজার হাজার মানুষ হাজার একটা বিষয়
 নিয়ে সার্চ করে অনেক, আপনি যদি কোন বিষয়ের ভালো
 কিছু ধারণা থাকে তাহলে সেই বিষয়ের উপর একটি ওয়েবসাইট খুলুন 
তাহলে ভালো কিছু করতে পারবেন।

এখন ফ্রীতে অনেক ওয়েবসাইট সাইট আছে যাদের মাধ্যমে আপনি ওহ আপনার জন্য 
আর আপনার পছন্দের একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন? 

আর আমাকে যদি জিজ্ঞাসা করা হয় কোনটা ভালো হবে? তাহলে 
আমি বলবো সবই গুলিই ভাল 
কিন্তু ব্লগার সাইটের কাজ কর তাহলে আগামীতে কি করতে পারবে? 

ব্লগার সাইটটি মুলত হলো একটি ওয়েবসাইট সাইট যার মাধ্যমে 
আপনি আপনার জন্য একটি
 খুব সুন্দর আর পছন্দের একটি সাইট তৈরি করতে পারবে তাও 
আবার একদম বিনামূল্যে। কিছুই কিনতে বা কিছুই পেমেন্ট যারা। 


এই ব্লগার সাইটের অনেক উপকার আছে যেমন আপনি চাইলেই
 মাত্র ১২-১৫ পোস্ট করেই Google Adsense 
ওর জন্য আবেদন করতে পারবেন? 

আর সব সময় মাথ্যায় রাখতে হবে যে? পোস্ট গুলি 
একটু বড় করার আর ভালভাবে সাজিয়ে লেখার
 আর সাইটের পেজে সুন্দর করে গুজিয়ে রাখার? 

এমন করে যদি প্রতিদিন ১-৩ করে পোস্ট করতে 
পারেন তাহলে একটাদিন গিয়ে দেখবেন 
আপনার ভাল টাকা আসছে এই সাইট থেকে।

কিভাবে ব্লগার সাইট খোলতে হয়?
What a Blogger Site-ব্লগার সাইট কি? What a Blogger Site-ব্লগার সাইট কি? Reviewed by NINDOOK LIFE on September 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.