মনে থাকবে?

মনে থাকবে কথাটি তখনি আসে যখন প্রিয় মানুষটিকে পেয়েও হারিয়ে ফেলি। চোখের পানি ফেলে হাজারও অভিশাপ দিয়ে নিমিষেই আমার চোখের সামনের থেকে চলে যায়, আর যেতে যেতে বলে আল্লাহ যেন তোর ওই মুখটা আমায় কখনোই না দেখায়। কিন্তু তার পিছনের গল্পটা পুরোটাই বিপরীত কেউ ইচ্ছে করেই তার থেকে বেশি ভালবাসার প্রিয় মানুষকে ছেড়ে দেয় না, হারিয়ে যেতে দেয় না, বিশ্বাস করো পরিস্থিতি আর বাস্তবতা হারাতে দেয়, তোমায় ভালবাসি না এমন একটা বড় মিথ্যে কথা বলতে শিক্ষায়। আমি চাইলেই হয়তো তোমাকে পালিয়ে বিয়ে করতে পারতাম, বা বিয়েও করতে পারতাম কিন্তু তুমি কখনোই সুখী হতে পারতে না কারন আমি যে আজও বেকার আর তোমার বাবা যে ছেলে ঠিক করেছে সেই ছেলে সমাজের দশ জনের মধ্যে একজন ভালো চাকরী করে ভালো টাকা পায়, তোমার কোনকিছুই অপুর্ণতা রাখবে না। তোমায় অনেক হ্যাপি রাখবে, এখন তুমি বলতে পারো এই কথাগুলি আমায় ভালোভাবে বললেই তো পারতা এতটা কষ্ট দিয়ে বলার কি ছিলো, কিন্তু সত্যি এটাই তখন তোমায় যতই ভালো ভাবে বুঝাই না কেন তুমি কখনোই বুঝতে চাইতা না বা বুঝতে না।


নে থাকবে?
____আরণ্যক বসু
পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো
মনে থাকবে?

মনে থাকবে?

বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে
শীতলপাটি বিছিয়ে দেব;
সন্ধে হলে বসবো দু’জন।
একটা দুটো খসবে তারা
হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,
কান্ত কবির গান গাইবে
তখন আমি চুপটি ক’রে দুচোখ ভ’রে থাকবো চেয়ে…
মনে থাকবে?
এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
মনে থাকবে?
আমি হবো উড়নচন্ডি
এবং খানিক উস্কোখুস্কো
এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব
তুমি কাঁদলে গভীর সুখে
এক নিমেষে সবটুকু জল শুষে নেব
মনে থাকবে?
পরের জন্মে কবি হবো
তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো।
তোমার অমন ওষ্ঠ নিয়ে
নাকছাবি আর নূপুর নিয়ে
গান বানিয়ে__
মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো…
মনে থাকবে?
আর যা কিছু হই বা না হই
পরের জন্মে তিতাস হবো
দোল মঞ্চের আবীর হবো
শিউলিতলার দুর্বো হবো
শরৎকালের আকাশ দেখার__
অনন্তনীল সকাল হবো;
এসব কিছু হই বা না হই
তোমার প্রথম পুরুষ হবো
মনে থাকবে?
পরের জন্মে তুমিও হবে
নীল পাহাড়ের পাগলা-ঝোরা
গাঁয়ের পোষাক ছুড়ে ফেলে
তৃপ্ত আমার অবগাহন।
সারা শরীর ভ’রে তোমার হীরকচূর্ণ ভালোবাসা।
তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল।
আমার অনেক কথা ছিল
এ জন্মে তা যায়না বলা
বুকে অনেক শব্দ ছিল__
সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক
কাব্য করে বলা গেল না!
এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে
পরের জন্মে মানুষ হবো
তোমার ভালোবাসা পেলে
মানুষ হবোই__ মিলিয়ে নিও!
পরের জন্মে তোমায় নিয়ে…
বলতে ভীষণ লজ্জা করছে
ভীষণ ভীষণ লজ্জা করছে
পরের জন্মে তোমায় নিয়ে…
মনে থাকবে?
আবৃতিঃ শোয়েব আল হাসান।
মনে থাকবে? মনে থাকবে? Reviewed by NINDOOK LIFE on March 12, 2019 Rating: 5

3 comments:

Powered by Blogger.