মেহজাবিন চৌধুরীর ভিডিওয়ে যা বললেন!

মেহজাবিন চৌধুরী 
মেহজাবিন চৌধুরী জন্ম: ১৯ এপ্রিল ১৯৯১ বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী। তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। এবং অনেক ব্যস্ত রয়েছেন বিভিন্ন কাজ নিয়ে।

মেহজাবিন চৌধুরী :- বাংলাদেশের একজন খুবি জনপ্রিয়, মেধাবী অভিনেত্রী সুপরিচিত এবং নিয়মিত একজন শিল্পী। নিজের কাজ আর ভালো অভিনয় দিয়ে হাজার লক্ষ  মানুষের মন জয় করেছেন। মেহজাবিন চৌধুরী মুলত নতুন নতুন চরিত্রে অভিনয় করতে ভালো বাসেন। উনার রয়েছে হাজার লক্ষ ভক্ত,

 মেহজাবিন চৌধুরীর অভিনয় জীবন
লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯' প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন অভিনীত জীবনের প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত 'তুমি থাকো সিন্ধুপারে'। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এই কাজটি তাকে এনে দিয়েছে আকাশ ছোয়া জনপ্রিয়তা এরপর তিনি একে একে কাজ করেন 'মাঝে মাঝে তব দেখা পাই', 'কল সেন্টার', 'মেয়ে শুধু তোমার জন্য', 'আজও ভালোবাসি মনে মনে', 'হাসো আন লিমিটেডসহ' বেশকিছু নাটকে। ২০১৩ তে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক 'অপেক্ষার ফটোগ্রাফি' ছিল মেহজাবীন এর জন্য বড় একটি টার্নিং পয়েন্ট। ঈদুল আযহা ২০১৭-এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বড় ছেলে'তে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী। দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবীন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত এই নাটকটি। ২০২০ সালে এই অভিনেত্রী নাম লিখিয়েছেন গল্পকার হিসেবে। 'থার্ড আই' তার লেখা প্রথম নাটকের গল্প।

মেহজাবিন চৌধুরী প্রাথমিক জীবন
মেহজাবিনের পৈতৃক নিবাস চট্টগ্রামে। শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে। মেহজাবিন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং এর ছাত্রী ছিলেন। ও লেভেলে পড়াশুনা করার সময় তিনি লাক্স সুন্দরী নির্বাচিত হন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়।

মেহজাবিন চৌধুরীর নাটকের তালিকা
তুমি থাকো সিন্ধুপারে
অপেক্ষার ফটোগ্রাফি (২০১৩)
ওধরা
চেনা হয়ে যায় অচেনা
আনলিমেটেড হাসো
মনের মত মন
তুলা রাশির ছেলে (২০১৩)
অবশেষে অন্য কিছু
তুমি রবীন্দ্রনাথের অমিত নও
গরু যখন গুরু
চক্র
টিয়ার শেষ পর্ব
মেট্রো পলিটন বিভ্রম
তবুও অপেক্ষায়
কট বিহাইন্ড
একটি পূর্ব পরিকল্পিত বিবাহ
জামাই ধরা
দরজা খোলা ছিল
ভুল ঠিকানায় যাত্রা
আমি কার
একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প (২০১৪)
ব্রেক আপ ব্রেক ডাউন
শূন্যতার বৃত্তে
একটি অসমাপ্ত ভালবাসা
মেঘলা
বউ বদল
কমন ডায়ালগ
রিটার্ন
ফিল্ম মানিয়া
ব্লাক কফি
ভন্দ জামাই
স্বপ্নিল
দ্যা ক্লথ
ক্রেডিট কার্ড
ব্লাক রোজ
আজ ১০ই আগস্ট
ফ্রেন্ডশিপ লাভ সামথিং মোর
মনের মত মন
ভালবাসায় বাধা
প্রেম (২০১৫)
ফটো ফ্রেম
ব্লাইন্ড ডেট
বিহবল দিশেহারা
নীল রৌদ্রের ঘ্রাণ (২০১৬) 
বড় ছেলে (২০১৭)
ব্যাচ ২৭
ছেলেটি অবন্তীকে ভালোবেসেছিল (২০১৭)
হাই হিল (২০১৭)
তোমার জন্য মন (২০১৭)
অনামিকার নীল উপাধ্যায়
যাতনা কাহারে বলে
ভালবাসি আজো
বাইকম্যান
বেকার (২০১৭)
এপিটাপ (২০১৭
বেস্ট ফ্রেন্ড (২০১৮)
পরিচয়
সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না
খেয়ালী আমি হেয়ালী তুমি
তুমি যদি বল
তোর ভাবী
দোসর
অনিকেত সন্ধ্যা
ঘুরে দাড়ানোর গল্প
নীরবতা
সুর সতিন
ফেরার পথ নেই
নিঃশব্দে সুর
নীল আবরণ 
জলসাঘর
অমিত্রাক্ষর
কেন
নির্বাসন
চেনা অচেনা
মরীচিকা
ক্যান্ডি ক্রাশ
সুর বিবাগী
দ্বিতীয় যাত্রার আগে
বুকের বা পাশে
বেয়াইনসাব (২০১৯)
বেটার হাল্ফ (২০১৯)
মন বদল(২০১৯)
তুমি আমারই (২০১৯)
ব্ল্যাক ডায়মন্ড (২০১৯)
চাপাবাজ (২০২০)
ইরিনা (২০১৯)
ভাইরাল গার্ল (২০২০)
আলো (২০২১)
প্লাস ফোর পয়েন্ট ফাইভ (২০২১) 
বন্ধু

মেহজাবিন চৌধুরীর ধারাবাহিক নাটক
ধান্দা
ইউনিভার্সিটি
অ্যাবনরমাল

মেহজাবিন চৌধুরীর সমালোচনা 
২০২১ সালের ঈদুর আজহায় মেহজাবীন চৌধুরী এবং আরফান নিশো অভিনীত নাটক ঘটনা সত্য নিয়ে চরম বিতর্ক জন্ম হয়েছে। রুবেল হাসান নির্মিত এ নাটকে বিশেষ শিশু বা স্পেশাল চাইল্ডদের বাবা-মায়ের 'পাপ কর্মের ফল' বলে ভুল বার্তা দেওয়ার অভিযোগ ওঠে।  নাটকটি চ্যানেল আইতে সম্প্রচারিত হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে স্ট্রিমিং হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে নাটকটি নিয়ে সমালোচনা হয় এবং তুমুল আপত্তি উঠেছে। একাধিক সংগঠনও প্রতিবাদ জানায়। এ ঘটনায় মেহজাবীন চৌধুরীসহ সিএমভির পুরো টিম দুঃখ প্রকাশ করে। পরে নাটকটি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়।

মেহজাবিন চৌধুরীর একটি গোপন ভিডিও এতি মধ্যে ইন্টারনেট জগতে ভাইরাল হয়েছে, যা দেখে সবাই মেহজাবিন বলে বলছে মেহজাবিনের বক্তরা, এটা কতটা সত্য বা আজও মিথ্যে কিনা সেটা নিয়ে কোন কথা বলেন নি, এই তারকা

এই কয়েক সেকেন্ডের ভিডিও আজ পুরো দেশ জাতিকে কাপাচ্ছে এই ভিডিও নিয়ে রয়েছে মেহজাবিন বক্তদের হাজারো কৌতুহল তাই ভিডিও শোয়ার করা!

সবাই কমেন্ট করে জানাবেন এটা কি আজও মেহজাবিন কিনা।
এর সবাই Follow Me তে ক্লিক করে Follow হয়ে থাকেন, তাতে আমাদের পরবর্তী আপডেট সবার আগে আপনি পাবেন ধন্যবাদ
মেহজাবিন চৌধুরীর ভিডিওয়ে যা বললেন! মেহজাবিন চৌধুরীর ভিডিওয়ে যা বললেন! Reviewed by NINDOOK LIFE on September 17, 2019 Rating: 5

2 comments:

  1. Hasi ta Mahjabiner lagche,dudh o Mehjabeener lagch, chuk gulo dekhle full discission dewa jeto, yes ki na .

    ReplyDelete
  2. However,jei howk na kno purushta she kintu ekta tatka meye kaise...
    Amr khub irsha hoitase tar proti...

    ReplyDelete

Powered by Blogger.