কিংবা ইউটিউবের বিনিময়ে চাই আলিফ লায়লা।

 কিংবা ইউটিউবের বিনিময়ে চাই আলিফ লায়লা।

ফেসবুকের বিনিময়ে জ্যোৎস্না রাতে পুরো পরিবার বসে গল্প করা সন্ধ্যেগুলো ফেরত চাই। কিংবা ইউটিউবের বিনিময়ে চাই শুক্রবার বিকেলের ফ্যামিলি প্যাকেজ বাংলা সিনেমা - আলিফ লায়লা।

 

মেসেন্জারের টুংটাং ফেরত দিয়ে বলি, প্রিয় কিছু চিঠি পাঠাও প্রিয় কিছু ঠিকানা থেকে। কিছু প্রেমপত্র আসুক। বলিউড - হলিউড বিনিময়ে নানী - দাদীর বলা ভূতের গল্পগুলো ফেরত চাই। 

 

স্রষ্টাকে বলি তুমি ফেমিনিজম ফেরত নিয়ে, সংসারে সংসারে ফের ঘরের লক্ষ্মী পাঠাও। বেবিসিটার - চাইল্ড কেয়ার ফেরত নিয়ে, পুরোদস্তুর মা পাঠাও। বৃদ্ধাশ্রম ফেরত নিয়ে, যৌথ পরিবার পাঠাও। 

 

পেটিস - বার্গার - পিজ্জার বিনিময়ে টিফিনে খাওয়া দুটাকার সিঙ্গারার সুখ পাঠাও। ইলেকট্রিসিটির বদলে না হয় হারিকেন - হাতপাখা পাঠাও, তবুও সবাই একসাথে বারান্দায় বসে হাওয়া খাক - চাঁদ দেখুক - বৃষ্টি দেখুক - গল্প করুক। 

 

 হৈমন্তী - বিলাসী - মাধবীলতা - লাবণ্যদের ফেরত দিয়ে আলিয়া - আনুশকা - আলিশা কাথবার্ট সব নিয়ে যাও।  

 

সম্পর্কের গতি নিয়ে যাও স্রষ্টা, স্থিতি ফেরত দাও। আধুনিকতা নিয়ে যাও, শালীনতা ফেরত দাও। 

কিংবা ইউটিউবের বিনিময়ে চাই আলিফ লায়লা। কিংবা ইউটিউবের বিনিময়ে চাই আলিফ লায়লা। Reviewed by NINDOOK LIFE on September 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.