এবারের ডেঙ্গুতে তাপমাত্রা ১০১ ডিগ্রি, র্যাশ দেখা যায়না, রক্তক্ষরণও হয়না। হাড়ে বা শরীরের সংযোগস্থলে ব্যথাও হয়না।ফলে অনেকে বুঝতেই পারেন না যে তিনি ডেঙ্গু আক্রান্ত।তাই গুরুত্ব দেন না।
জ্বর চলে যাওয়ার পরে প্লাটিলেট ভেঙ্গে ব্লাডপ্রেসার কমে কলাপস করে। জ্বরের সাথে বমি ও লুজ মোশনও ডেঙ্গুর লক্ষণ।''ফলে এবার মৃত্যুর হার বেশি।
এবারের ডেঙ্গু হেমোরেজিক নয়, শকড সিনড্রম ।তাই পরামর্শ অল্প বা বেশি যেকেনো মাত্রার জ্বর হলেও দ্রুত রেজিস্ট্যারড চিকিৎসকের কাছে যেতে হবে। অপেক্ষা করা চলবে না।
আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন।
ডেঙ্গু_জ্বর_প্রসঙ্গ
 
        Reviewed by NINDOOK LIFE 
        on 
        
July 22, 2019
 
        Rating: 
      
 
        Reviewed by NINDOOK LIFE 
        on 
        
July 22, 2019
 
        Rating: 

R8
ReplyDelete