Results for Facebook status

চাইলেই তো প্রতিশোধ নিতে পারতাম!💔 - কিন্তু তার মুখের হাসিটা আমার কাছে ভীষন দামী!❤

September 06, 2020

  চাইলেই তো প্রতিশোধ নিতে পারতাম!💔 - কিন্তু তার মুখের হাসিটা আমার কাছে ভীষন দামী!❤

পৃথিবীর সবচেয়ে জটিল অংকের নাম "জীবন"। যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে।
 

পেন্সিলে আঁকা ছবি পছন্দ না হলে রাবার দিয়ে ঘসে তুলে ফেলা যায়।অপছন্দের কথা মুছে ফেলার কোন ব্যবস্থা নেই।


"সব আনন্দের সঙ্গে যেমন কষ্ট মিশে থাক,

 সব কষ্টের মধ্যেও তেমনি কিছু আনন্দ থাকে।"


- নির্ঘুম রাত কাটানো মানুষগুলোই জানে.!🙂

- রাতগুলো কত দীর্ঘ হয়.!💔🥀


প্রকৃত স্বামী তো সেই, যে এক বউয়ের কষ্ট দেখে, আরেকটা বউ ঘরে আনে।


প্রেম হলো ভার্সিটিতে চান্স পাবার মতো, 
 যে একবার চান্স পায় সে সবখানে চান্স পায়, 
 যে চান্স পায় না সে কোথাও চান্স পায় না....


একটু কষ্ট হলেও একা 
চলতে শিথো কারন যাকে 
ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো ।
 সে কিন্তু তোমাকে ছাড়া
 ঠিকি চলতে পারবে 
এটাই বাস্তবতা , আর এটাই সত্যি ।


আসলেই জীবনটা মাটির চুলার মতন..
 বাঁশ একটা শেষ না হতেই আরেকটা রেডি😭😭


দুইটা নয়,চারটি নয়,ছয়টা নয়
      দশ-টা করে প্রেম করুন
          মোটকথা
 ঘরে ঘরে ভালোপাসা পৌছে দিতে হবে🤣🤣


কিছু রাত কেটে যায় স্বপ্ন বিহীন.. কিছু
আশা ভেঙ্গে যায় নীরবে.. কিছু
স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে.. কিছু মানুষ
দুরে হারায় কিছু না বলে..😭😭!!


আসলে জীবনটাকে রঙিন করে রাঙাতে কোন রঙ তুলির প্রয়োজন হয় না,
প্রয়োজন হয় একজন ভালো সঙ্গীর।


- একদিন আমি এমন ভাবে হারিয়ে যাবো.!🙂

- তুমি Sorry বলার সুযোগটাও হয়তো পাবে নাহ.!💔


- ঝগড়ার পর যে প্রথমে কথা বলে😇

- সে নির্লজ্জ না তার কাছে সম্পর্কটার মূল্য বেশি.!🌸💝


- যে খানে নিজের মূল্য নেই!😶
 
- সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম!


তোমাকে কাছে পাওয়ার থেকেও হারানোর ভয়টা বেশি

- তাই নিজের থেকেও বেশি খেয়াল রাখি!😇❤


- চাইলেই তো প্রতিশোধ নিতে পারতাম!💔

- কিন্তু তার মুখের হাসিটা আমার কাছে ভীষন দামী!❤


- চাইলেই তো প্রতিশোধ নিতে পারতাম!💔

- কিন্তু তার মুখের হাসিটা আমার কাছে ভীষন দামী!❤


- এই "শহরে" আপন বলে শুধু নিজের "ছায়া"!😶


- ঝগড়ার পর যে প্রথমে কথা বলে😇

- সে নির্লজ্জ না তার কাছে সম্পর্কটার মূল্য বেশি❤
চাইলেই তো প্রতিশোধ নিতে পারতাম!💔 - কিন্তু তার মুখের হাসিটা আমার কাছে ভীষন দামী!❤  চাইলেই তো প্রতিশোধ নিতে পারতাম!💔 - কিন্তু তার মুখের হাসিটা আমার কাছে ভীষন দামী!❤ Reviewed by NINDOOK LIFE on September 06, 2020 Rating: 5

আজ রাস্তায় নামার পর পরই সেনাবাহিনীর হাতে পড়লাম। আমি স্যারকে সালাম দিয়ে দৌড় দিয়ে চলে এলাম।।

April 02, 2020
আজ রাস্তায় নামার পর পরই সেনাবাহিনীর হাতে পড়লাম।  আমি স্যারকে সালাম দিয়ে দৌড় দিয়ে চলে এলাম।।




আজ রাস্তায় নামার পর পরই সেনাবাহিনীর হাতে পড়লাম।
আমার পাশে আরো পাঁচজন কে ধরল।
ওরাও আমার মতো বেরিয়েছিল, তবে আমার অপরিচিত ছিল।

আমাদের ছয়জনকে একপাশে এনে পাশাপাশি লাইন ধরে দাঁড় করানো হলো।
আমি দুর্ভাগ্যক্রমে সবার শেষে পড়ে গেলাম।
বড় একটা লাঠি নিয়ে গ্রুপ প্রধান লাইনের ১ম জনের সামনে এলেন। লাঠিতে হাত দিয়ে মালিশ করতে করতেই, সেদিকে তাকিয়ে প্রথম জনকে জিজ্ঞাসা করলেন,"তুই রাস্তায় কেন নেমেছিস, এই কারফিউতে?"
সে আমতা আমতা করে বলল," স্যার! আমি ছাত্রলীগ! তাই নেমেছি!"
"কি ছাত্রলীগ? " বলেই, স্যার দিলেন আগাগোড়ায় মাইর। আমরা সবাই নিচের দিকে তাকিয়ে আছি। শুধু কানে বেচারার ছাত্রলীগের শব্দ আসতে লাগল," ওমাগো, ও আল্লাহ গো, ও আব্বা গো, আমি কছম আর ছাত্রলীগ করুম না!"
এই শব্দগুলো শুনে আমি ঢুক গিলতে থাকলাম।
আধাঘন্টা মারার পর, এবার এম্বুলেন্স এসে তাকে নিয়ে গেল।
এবার, এলো লাইনের ২য় জনের কাছে।
তাকে স্যার জিজ্ঞাসা করলেন,"তুমি কেন এসেছো!"
সে কাঁদতে কাঁদতে বলল," স্যার! আমার দাদা অসুস্থ, তাই ওষুধ নিতে এসেছি।"
স্যার বললেন," মশকরার করার জায়গা পাওনা? ওষুধের দোকান তো অনেক আগেই ফেলে এসেছিস।"
"মিথ্যা কথা" আর বলবি বলেই স্যার উড়াধুড়া মাইর দিতে থাকলেন।
কানে শুধু তার আর্তচিৎকার কানে আসতে লাগল।
সে চিল্লাতে লাগল," ও দাদা, ও দাদী, ও নানা, ও নানী বলে!"
পরে তাকে ২০ মিনিট ধরে মেরে কোমড় ভেঙ্গে ঘাড় ধরে পিছনে আরেক লাথি মেরে তাড়িয়ে দিলো।
এবার, এলো স্যার ৩য় জনের কাছে।
ওর কাছে আসতেই সে স্যারের পা ধরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলো। বলল," আমি আর জীবনেও আমি রাস্তায় আসমু না। আমার ভুল হইছে। আমার চৌদ্দগোষ্ঠিও আর আসবেনা। আমারে মাফ কইরা দেন!"
স্যার" আজ এলি কেন?" এটা বলেই কিল ঘুষি মারতে লাগলেন। চেহারার ১০ মিনিটে আলু কয়েকটা বানিয়ে ছেড়ে দিলেন।
এবার এলেন,৪র্থ জনের কাছে।
সে কি বলবে, কার নাম নিবে, এগুলো ভেবেই অজ্ঞান হয়ে পড়ে গেল।
তাকে এম্বুল্যান্স করে হাসপাতালে পাঠানো হলো।
আমি মনে মনে ভাবলাম আমাকে জিজ্ঞাসা করলেই বলব, আমার করোনা ভাইরাস। কিন্তু আমাকে অবাক করে দিয়ে আমার পাশের জন বলে দিলো," স্যার! আমার করোনা ভাইরাস। তাই আইডিসিআর এ যাইতেছিলাম।"
স্যার তাকে জিজ্ঞাসা করলেন," কীভাবে বুঝলা তোমার করোনা ভাইরাস।
সে ভয়ে উল্টা বলে দিলো, বলল, " স্যার! আমার দুইদিন ডায়রিয়া! তাই বুঝছি।"
স্যার, একমিনিট "থ" হয়ে দাঁড়িয়ে থাকার পর,
এবার লাঠি সব গুলো একত্র করে তারে পিঠাতে লাগলেন। তাকে শেষে আইসোলেশনে পাঠিয়ে দিলেন।
এবার, আমার সামনে এলেন আমি কি বলব, সব তো আমার পূর্বের বক্তা বলে ও করে দিয়ে গেছে। আবার না বললেও বেশী মাইর খেতে হবে।
তাই আমি কিছু না ভেবেই আমি বললাম," স্যার! আমি নেটওয়ার্কের জন্য রাস্তায় নামছি। একটা ইমার্জেন্সি ফোন দিতে হবে, তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। আপনি যা করার করতে পারেন!
স্যার, কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর, তিনি লাঠি গুলো রেখে, আমার কাঁধে হাত দিয়ে বললেন," তুমি কি robi ইউজ করো?"
আমি বললাম," জ্বী স্যার।"
স্যার, বললেন, " তুমি যেতে পারো। কারণ এটা আমিও ইউজ করি। হারামজাদার সিম, যদি বাসায় একটু নেটওয়ার্ক থাকত।
দোকান খুললে gp সিম নিয়ে নিবো।
যাও বাবা।"
আমি স্যারকে সালাম দিয়ে দৌড় দিয়ে চলে এলাম।।

আজ রাস্তায় নামার পর পরই সেনাবাহিনীর হাতে পড়লাম। আমি স্যারকে সালাম দিয়ে দৌড় দিয়ে চলে এলাম।। আজ রাস্তায় নামার পর পরই সেনাবাহিনীর হাতে পড়লাম।  আমি স্যারকে সালাম দিয়ে দৌড় দিয়ে চলে এলাম।। Reviewed by NINDOOK LIFE on April 02, 2020 Rating: 5

কি পেয়েছেন তার থেকে যাকে অনেক বেশি ভালবেসেছেন?

March 13, 2020

কি পেয়েছেন তার থেকে যাকে অনেক বেশি ভালবেসেছেন
কি পেয়েছেন তার থেকে যাকে অনেক বেশি ভালবেসেছেন?




কি পেয়েছেন তার থেকে যাকে অনেক বেশি ভালবেসেছেন



সিঙ্গেল ছেলেদের বলছি😐

সিঙ্গেল থাকতে লজ্জা করে না?



সিঙ্গেল মেয়েদের বলছি😐

সিঙ্গেল থাকতে লজ্জা করে না?



ঠেলা ঠেলি করবেন না

যে আগে প্রেপোজ করবে তাকেই এক্সপেক্ট করবো?




কি পেয়েছেন তার থেকে যাকে অনেক বেশি ভালবেসেছেন? কি পেয়েছেন তার থেকে যাকে অনেক বেশি ভালবেসেছেন? Reviewed by NINDOOK LIFE on March 13, 2020 Rating: 5

জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ

December 13, 2019
1.
জীবন নিয়ে গল্প লেখা
অনেক সহজ👈👉
কিন্তু👎
গল্পের মত করে জীবন
সাজানো অনেক কঠিন

2.
ওরা কারা 😮
- যারা রুটি বানাতে গিয়ে বিভিন্ন
দেশের 😟
- মানচিত্র বানিয়ে ফেলে 😳

3.
- গবেষণায় প্রমাণিত🤔🐸
-৩৩ টা শয়তানের সমান হয়
পরিবারের বড় মেয়ে🥴🤣

4.
রঙিন কাপড়ে মোড়ানো মৃতদের🗣গল্পকি__
__পৌছাইনা প্রভুর দেশে।

5.
প্রেম তো কপালে নেই,😓
একটু ছ্যাকা খাওয়ার ইচ্ছে ছিলো সেটাও কি জুটবো না!🐸

6.
- তুমি পাঞ্জাবি পইড়া দাঁড়ায় থাইকো😇
- আমি চুম্মা দিয়া দৌড় দিবো🙈😘
মেয়েদের যা কাজ😋🐸

7.
~ মাঝরাতের বোবা কান্না আর চোখ বেয়ে পড়া জল গুলো🙂
~ কখনো মিথ্যে হয়না😓💔
কখনো কি এমন করে কান্না করেছেন??

8.
পৃথিবীতে -এমন- কিছু -জীবন্তলাশ - আছে -যারা -নিজের- ভিতরের -যন্ত্রনা -কাউকে -বুঝাতে -পারে -না.... 😞😞
" -জীবন্ত লাশ- "

9.
নাম বলার দরকার নেই 💝
সত্যি করে বলো 😍
তুমি কি কাউকে মিস
করছো 😥😔

10.
~ভালোবাসার শহরে একতরফা ভালোবাসা টাই খুব বেশি🥀

11.
-প্রাচীনকালে মানুষ অনেক দিন বেঁচে থাকতো, কারণ তখন লেখাপড়া ছিল না 🐸

12.
আজ যতো পারো অবহেলা কর
কালকে যদি না পাও

13.
Bf :- জান আমাকে বিয়া করবা😍
Gf :- আমার আম্মু কে গিয়া বলো😉
Bf :- আন্টি আমাকে বিয়া করবেন🐸🙊

14.
Teacher: কিরে স্কুলে আসতে এতো দেরি কেন হল? 😴
Student: রাস্তায় সেইনবোর্ডে লেখা ছিল সামনে স্কুল আসতে চলুন সেজন্য😕

15.
- অতি বাচাল মানুষ টাও তার প্রিয় মানুষের অবহেলায় 😥
- চুপ হয়ে যায় 💔🥀

16.
এখন আর আগের মত ঘুম হয়না__
__কারণ রাতটা যে কেটে যায় তোকে ভাবতে ভাবতে!!!😥😢

17.
যে মানুষটি একদিনে হাজার বার কল করত কথা না বলে একমিনিট থাকতে পারত না, ,,,,,,,সে মানুষটি আজ কথা না বলে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে

18.
_প্রতি রাতে কোথায়ও না কোথায় বৃষ্টি হয়,,,,,💭💭সেটা বাহিরে না,,,,!!!
_জীবন্তলাশদের চোখ,,😭😭😭😭

19.
- যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে💔
- মানুষের ব্যবহার পশুর মত হয়ে যায়😟
- এটাই বাস্তবতা

20.
তুমি ততটুকুই ভালো থেকো,
যতটুকু ভালো তুমি আমার সাথে ছিলে।

21.
ভেবো না তোমাকে ভুলে গেছি😑
এখনো,,,,
প্রতি রাতে তুমাকে আর তুমার টাকলু জামাইকে
গালি দিয়ে তারপর ঘুমাই 🤬🤭

22.
-এমন কোনো লক্ষী মেয়ে আছো যে বিয়ের পরে😌
-শাশুরিকে নিজের মায়ের মতো ভালোবাসবে 😍

23.
হায়রে স্যার😎!!
~ক্লাসে মেয়েরা হাসলে সেটা দুস্টামি😡
~আর ছেলেরা হাসলে সেটা বেয়াদবি😒

24.
- যেসব মেয়েরা বড় বড় নখ
রাখে💅
- বুঝতে হবে তাদের চুলকানি রোগ
আছে...🙋🙆

25.
-তাকে বলে দিও,,😊
-আমি আজও নিজেকে লুকিয়ে🤡🤡
-তাকে এখনো অনেক ভালোবাসি💔🙂

26.
ততটুকু দিতে নেই,
যতটুকু দিলে- অচেনা মিছিলে
হারাবে নিজেকেই।
কিছুটা নিজেরও থাক,
নিখোঁজ খবর-ছাপা পত্রিকা,
ঠিকানাটা খুঁজে পাক।
ততটুকু হোক দেনা,
যতটুকু হলে, ফিরে আসবার
পথটুকু থাকে চেনা।


27.
~ এখন জীবন আমাদেরকে প্রশ্ন করে ...!
~ কোথায় গেল তোর সেই প্রিয় মানুষটা যে একটা সময় আমার চেয়ে ও বেশি প্রিয় ছিল ..

28.
বর্তমান সময়ে ভালবাসার সংজ্ঞা হলো টাকা আর শরীর ঘিরে, টাকা আছে তো ভালবাসা আছে আর শরীরটাকে উপভোগ করা। টাকা নাই তো সেখানে ভালবাসাও নাই আর শরীরের চাহিদা মিঠে গেছে তো ভালবাসাও শেষ। সত্যিকারে মন এবং হৃদয় দিয়ে এখন আর ভালোবাসা হয় না….

29.
একমাত্র তারাই হাত তুলুন
যাদের ১৪ ফেব্রুয়ারিতে একটা
ঘাসফুলও😊
দেওয়ার মতো কেউ নাই😟

30.
নিজেকে কখনো অসুন্দর
ভাবা ঠিক না!!😞
কারণ আল্লাহর সৃষ্টি কখনো
অসুন্দর হয় না!!🙂
জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ Reviewed by NINDOOK LIFE on December 13, 2019 Rating: 5

ছোটবেলায় যারা কুকুরের প্রেমে ডিল মারতো

December 09, 2019
আজ সপ্নে দেখছি আরেক জনের বউ👸 নিয়া পালাইতেছি।😎
যাই হোক বউটা 👸 কিন্তু দেখতে #হেব্বি ছিল।😛😜😂

2.
৩ জন রিকশাতে উঠলে সবসময় আমাকেই উপরে বসতে হয়😒
এটাই হলো মধ্যবিত্ততা🐸

3.
- দুর্বল নেট😥
- রিলেশনের জন্য ক্ষতিকর😢
- ইহা সন্দেহ সৃষ্টি করে🤔

4.
I Wish
আমার বেস্টুর যেন এক ডজন
বাচ্চা হয়....!!😂

5.
সিরিয়াস টাইমে ও আমার হাসি পায়😂😂

6.
পাগল হয়ে যাবোরে আমি, পাগল হয়ে যাবো😜

7.
Mon kharap thakly ki koro?
Me: tahiri ar dailog sune 😁

8.
অভিনন্দন🤗
আপনার চ্যাট লিস্টের প্রথম ব্যক্তির
সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে🙄

9.
সুখী মানুষগুলা কখনো রাত জাগেনা
~রাত জাগে "ভাল আছি" বলা মুখোশ পরা মানুষগুলা💔

10.
-Love React ইজ আলগা পিরিত😪😪
-HaHa React ইজ ভালোবাসা😌😌🐸

11.
মোবাইলে প্রিয় মানুষটির নাম্বার কি দিয়ে Save করা📱📱

12.
Bf কে বর ভাবা
আর
হারপিক এর বোতল কে জুস ভাবা এক কথা

13.
সেহেরীর আগে🙄
মা-বাবার ভয়ে ঘুমের ভং ধরে থাকাও একটাহ ট্যালেন্ট😐

14.
ammu: তুই যে কোনো কাজ করস না জামাই বাড়ি গেলে ভাত পাবি??
me: ঠিকি বলছ আমারো ভাত খেতে ভালো লাগে না,,বিরিয়ানী খাবো।

15.
ছোটবেলায় যারা কুকুরের প্রেমে
ডিল মারতো.!🐸
আজ তারা কুকুরের অভিশাপে
Single.!🤓🤣

16.
- লুইচ্চা.!🐸
- অনেক বড় লুইচ্চা.!🙈
- যারা সিনিয়র আপুর সাথে প্রেম
করতে চায়.!🤣

17.
-Mention A Friend 😂
-যে কি না প্রেম করার জন্য লাফালাফি করতাছে 😇

18.
জনি সিন্স বাংলাদেশে জন্মায়লে নাম হইতো সাকিল 😑

19.
লজ্জার কিছু নাই...
আপনি এখন কত টাকার মালিক'
আমি ৫০০....💵

20.
👉এর মধ্যে কোন খবরটা শুনলে আপনি
অনেক বেশি খুশি হবেন।
১-- মোবাইলে কলরেট ১ টাকা ঘন্টা।😇
২-- লটারীতে ৫ লক্ষ টাকা পাইছেন।😶
৩-- পৃথিবীতে আর মশা নাই।😱
৪-- যদি শুনেন পুলিশের গুলিতে দুই নায়ক নিহত।😈
৫-- সারা দিন ইন্টারনেট সংযোগ ফ্রি পাইছেন।😎
৬-- বলিউডের কোন নায়ক বা নায়িকা আপনাকে বিয়ে করবে।😅
৭--কাল থেকে সারা বিশ্ব ইসলাম মোতাবেক চলবে।💚
৮-- আপনার পছন্দের টিম বিশ্বকাপ জিতেছে।😍
৯ -- পরীক্ষা নামক যন্ত্রণা পৃথিবীতে নেই।😱
১০-- আপনার পছন্দের মানুষের সাথে আপনার
বিয়ে হয়ে গেছে।
১১-- পছন্দের দেশটিতে যাওয়ার সুযোগ পেলেন।
যে কোন ১টি বলবেন।😇



ছোটবেলায় যারা কুকুরের প্রেমে ডিল মারতো ছোটবেলায় যারা কুকুরের প্রেমে ডিল মারতো Reviewed by NINDOOK LIFE on December 09, 2019 Rating: 5

~লাশটা পচেঁ গেলে😪

December 04, 2019
1. আবেগ নয়
বিবেগ দিয় বলুন😇😇😇
সত্যি কি কাউকে কখনো
ভালোবেসে কেঁদেছেন😭😭
সাধারন একজন মানুষ

2. Singer হওয়ার জন্য কোন Telent লাগে না,..
একটা বড়-সরো ছ্যাকাই যথেএকটা বড়-সরো ছ্যাকাই যথেষ্ট,,,

3. জীবনটা তে আনন্দ খোজার মতো সময় নেই যে......😣😣😣
কারণ দুঃখ কে সময় দিতে হয়😯😯😯

4. আমি খুব হাসতে চাই কিন্তু হাসবো কিসের জন্যে তা ভেবে আবার মন খারাপ হয়.....

5. -ভালো থাকিস তুই অন্যের আদরে🌼
-আমি নাহয় ভালো থাকবো নেশার জোয়ারে🔥

6. জীবন্তলাশ দের কাছে
প্রশ্ন :-
প্রেম না করেও কি
সুখে থাকা যায়?

7. 😉 I Wish😕
সবার রিলেশনে যেন ভেঙ্গে টুকরো
টুকরো হয়ে যায়।।

8.
- প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে,😥
- রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না!💔

9. -আমার মন খারাপের গল্প গুলো..!😔📓
-তার কাছে চার লাইনের কবিতা মাত্র..!🙂📜

10.
-i can proudly say😋🔥
- আজ পর্যন্ত কোন মেয়ে কে অসম্মান আর টিজ করি নাই😊

11. শুধু মাত্র মায়ের ভালোবাসার মধ্যেই ❤️🤱
কখনো breakup শব্দ টা থাকে না 😍😊
কি সত্যি বললাম তো 🗣️

12. আমি ভালো আছি কথাটা একমাত্র তুমি বাদে সবাই বিশ্বাস করবে

13. কি ‌লাভ ‌হলো ‌সুখ ‌খুঁজতে ‌গিয়ে ‌যদি ‌কষ্টই ‌পেলাম ‌কি ‌লাভ ‌মিথ্
যে‌ ‌বিপল ‌চেষ্টা ‌করে ‌যদি ‌চলেই ‌যাবে ‌জানি ‌‌এই ‌অনুভূতিগুলো‌ ‌‌তোমার ‌কান ‌অবধি ‌পৌছাবে ‌না
 ‌কারন ‌যার ‌কাছে ‌ভালবাসার ‌দাম ‌নেই ‌তার ‌কাছে ‌ভালোবাসার ‌অনুভুতির ‌আশা ‌করা ‌ ‌এতো ‌মাটিতে
‌বসে ‌আকাশের ‌চাঁদ‌ ‌ধরার ‌মতো ‌অবাস্তব ‌সপ্ন ‌ছাড়া ‌আর ‌কিছুই ‌নয়""""

14. মনটা সবার ভালো হলেও ‌...
কপালটা ভালো হয় না..!

15.
~লাশটা পচেঁ গেলে😪
~সবচেয়ে বেশি ভালোবাসার মানুষটাও
~নাক চেপে দূরে সরে যাবে💔👌

16. ~ ভালো থাকুক পৃথিবীর ওইসব মানুষগুলা 😶
~ যারা নিজে ভালো থাকার জন্য 😐
~ অন্যের ভালো থাকাটা কেড়ে নেয়... 😥

17.
- রাত ১২টা বাজলে তারিখ বদলায়..🙂
- আর মানুষগুলো বদলায় স্বার্থ শেষ হলে..😖💔

18. তুমি হয়তো আজ খুব খুশি🤗🙃তাকে নিয়ে । আমি আজ দুংখি তোমাকে হারিয়ে 😭😭😔

19. ~আগের চেয়ে অনেক চুপচাপ
হয়ে গেছি
~এর পর হঠাৎ করেই একদিন হারিয়ে যাবো🙂

20. স্মৃতি হলো এক প্রকারের ক্ষত, যা কখনোই শুকায় না!” 💔

21. কতোনা ভালো হতো তুই আসতি যদি ফিরে!!!
স্বপ্ন দিয়ে মোরা এই ভালোবাসার নিড়ে,,আজিবন হয়ে রইতাম আমি তোর কৃতদাশ,ইহোকালটাই করে দিতাম তোর জান্নাতে বসোবাস,,এখন এমনি করে পুজো এমনি করেই দেবো অন্য কোন দেবিকে,,তার চেয়ে ভালো ছিল তুই নিজ হাতে খুন করে যেতি আমাকে

22. কাঁদতে তো সেই শিখিয়ে ছিল যে একদিন বলেছিল হাসলে তোমাকে অনেক ভালো লাগে

23. কখনোও কি এমন হয়ছিল
সারা রাত কান্না করতে করতে
ভোর হয়েগেছে???😭😭😭
💔💔💔

24. চলে গিয়ে বুজিয়ে দিলি🌺
কিছু মানুষের ঠাই অন্তরে নয়😥
- অবহেলায় হয়🌼

25. আমি তো আছি তুমি তো নাই তাই পাগল হয়ে ঘুরে বেড়া

26.
মানুষ কখনোই প্রেম ভালোবাসাকে ঘৃণা করতে পারে না বরং ঘৃণা তাদেরকেই করে যারা প্রেম ভালোবাসার নামে মানুষকে ধোকাঁ দেয় মানুষের বিশ্বাসকে ভেঙ্গে চুরমার করে।
প্রেম ভালোবাসা সেতো মহা পবিত্র মহান আর আমরাই শুধু বিশ্বাসঘাতক ধোকাঁবাজ।

27.
_ জীবনে যাকে কখনো পাওয়া হবে না ..!
_ নিয়তি তার সাথেই সম্পর্কটা জড়িয়ে দেয় .

28. এতো যত্ন করে কাঁদানোর জন্য
প্রিয়ো মানুষগুলোকে নোবেল
পুরষ্কার দেওয়া উচিৎ 😩

29. বাহ,,
আমি তোমাকে ভালোবাসতে শিখাইলাম
আর তুমি ঘৃণা করতে শিখলে....
তুমি তো দেখি হিসেবে ও কাঁচা ....
🤣🤣😅😅😅😂😂

30.
জীবন্ত লাশ গুলা কই?
আপনাদের খবর তো কেউ নেয় না,
আসেন আমরা জীবন্ত লাশ গুলা আজকে আড্ডা দেই

31. মৃত্যু শব্দটা কারো কাছে খুব ভয়ংকর
আবার কারো কাছে মুক্তির উপায়।।।।

32.
-হতাশ হয়ো না!😍
-আল্লাহ তোমাকে এতো বেশি
দিবেন!😊
-যা কল্পনাও করতে পারবেনা!

33. --মনে পড়ে তোমাকে
যখন চারপাশে পরিচিত মুখের ভিড়ে তুমি নেই😂
--মনে পড়ে তোমাকে
যখন ঘুম আসেনা
তোমার কথা স্মৃতি হয়ে ধমনী শিরায় বহে....😁😁
--ভালবাসার আলিংগন দিয়ে বিষাদে পোড়ালে
কোথায় হারালে? --কেন হারালে?😎


34. হারাবো কি,‼️
ভালোবাসাই তো পেলাম না।🚫
ভালোবাসতে ও ভয় হয় আজ কাল,🤐
চারিদিকে এতো অভিনয়।
এতো মিথ্যা, এতো স্বারথপরতা।
আমি আজ ক্লান্ত, সত্যিই ক্লান্ত।
কষ্টটাকে ও ক্লান্ত মনে হচ্ছে....!!


35. ভালোবাসা পাওয়ার ভাগ্য সবার থাকে না !!
হয়তো আমার ভাগ্য নেই !!
তবে বেশি কষ্ট কি জানো ?
তোমাকে এতটাই বেশি ভালবেসেছি
যা তুমি আজও বুঝলে না !!
আর আমি হারিয়েছি তাকে যে
আমাকে ভালোবাসেনা,
কিন্তু সে হারালো এমন একজন কে,
যে তাকে তার জীবনের চাইতে
বেশি ভালোবাসে।


36.
যোজন খানিক দুরত্বে আজকাল আপনার বসবাস-
অনুশোচনা নেই, নেই আক্ষেপ শুধু প্রগাঢ় দীর্ঘশ্বাস।
বর্ষার মেঘ কাটে, ফুরোয় কালো মেঘেদের ঘনঘটা
ভরা নদীও শুকোয় বুঝি-
আমার ঠিক জানা নেই, চোখ বুঝতেই লাগে তীব্র আলোকচ্ছটা
অথচ, আমি ম্লান হওয়া জ্যোৎস্না খুঁজি।

মেঘশূণ্য নীলচে আকাশ, পড়ন্ত বিকাল-
আকাশে ধূসর কিছু মেঘ, শুধু আপনার তীব্র আকাল।
হাতের কর গুণে হিসেব করি আমি,
আচ্ছা, কতদিন হয়নি দেখা?
একযুগ? শতাব্দীভর নাকি অনন্তকাল? আমি ভুলে-
গিয়েছি। এখন বিরাজমান শুধু বিচ্ছেদের সুক্ষ রেখা।

37.
💔💔কিছু হারাবার ভয়ে কিছু চাইনি💔💔
💔💔আর কিছু চাইনি বলেই কিছু পাইনি💔

38. প্রেম চলাকালীন
জীবন্তলাশ ঢুকছেন
নাকি ব্রেকআপ হওয়ার পর

39. ভালোবাসার মানুষটাকে ভালো বাসিনা বলে ফিরিয়ে দেওয়াই যে কষ্ট_
তা আত্তহত্তার চেয়ে কম কিছু নয়।

40. তুমি অন্য মানুষের সাথে গিয়ে ছবি তুলতে চাও কেন। তুমি তোমার নিজের জীবনকে এমন ভাবে গঠন করো যানি তোমার কাছে আসে মানুষ ছবি তুলতে

41. hate আমিও করতে পারি
ভালোবাসি তো তাই hate করতে পারিনা
sms না দিয়ে আমিও থাকতে পারি
ভালোবাসি তো তাই বেহায়ার মতো বার বার sms করি
ignore আমিও করতে পারি
ভালোবাসি তো তাই ignore করা টা হয় না..
সময় মানুষ কে অনেক বদলে দেয় but তোমার প্রতি আমার ভালোবাসা টা কখনো বদলায় নি বদলাবে না… 


42. ~আগের চেয়ে অনেক চুপচাপ
হয়ে গেছি
~এর পর হঠাৎ করেই একদিন হারিয়ে যাবো🙂


43. ঘুমের ঔষুধ গুলোই জানে,,
জীবন্ত লাশ গুলোকে ঘুমানোর কতটা কঠিন😔😔

44. কোনোদিনও বলবেন না সে আমাকে ছেড়ে কোনো দিনও যাবে না।
কারণ মানুষ বদলাইতে দুই মিনিট ও লাগে না।

45. ধুমপানও অভ্যাসের ব্যাপার। অভ্যাস না থাকলে সিগারেটের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসবে। আবার যারা অভ্যস্ত তারা পাগল হয়ে থাকে এই ধোঁয়াটার জন্য 🙂🙂

46.
শূন্যতা যে শহরের প্রতিটা মানুষকে গ্রাস করেছে... 😯
আমি সেই শহর থেকেই এসেছি 😪

47. আইজ যদি কিস্তিতে বউ পাওয়া যেত😢😢
তাহলে দেশে এত সিংগেল পোলা থাকত নাহ😍😍

48.
প্রিয় মানুষটা যখন দুরে চলে যায়...💔
— ঠিক তখনই বুঝা যায় সে মানুষটা হৃদয়ের কতোটা জায়গা জুড়ে আছে...😢 😥
— সর্বদা সব সময়ই ভালো ভালো থাকুক সবার প্রতিটা প্রিয় মানুষ...💞 💘

49. মনের হাজারো না বলা কথাগুলো
ফোনের ব্যাক বাটনের জন্য না বলাই রয়ে যায়।।

50. তোকে ছাড়া ফেইসবুকেও অসহায় লাগে । কিন্তু কি করমু বল, তুইতো আমার নাগালের বাইরে ।

Click This আরও দেখুন...


~লাশটা পচেঁ গেলে😪 ~লাশটা পচেঁ গেলে😪 Reviewed by NINDOOK LIFE on December 04, 2019 Rating: 5
Powered by Blogger.