♦সাধারণজ্ঞানের আসর♦
১. প্রশ্ন : ’ডমিনো’ তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
উত্তর: দক্ষিণ- পূর্ব এশিয়া
২. প্রশ্ন : ‘গ্লাসনস্তনীতি’ কোন দেশে চালু হয়েছিল?
উত্তর: সাবেক সভিয়েত ইউনিয়ন
৩. প্রশ্ন : কার্টাগেনা প্রোটোকল হচ্ছে –
উত্তর: জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
৪. প্রশ্ন : ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত
হয়?
উত্তর: ৪
৫. প্রশ্ন : Anti ballistic Missile System চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তর: ১৯৭২
৬. প্রশ্ন : NPT স্বাক্ষরিত হয় কোন সংকটকে কেন্দ্র
করে?
উত্তর: কিউবা সংকট
৭. প্রশ্ন : START (I) চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তর: ১৯৯১
৮. প্রশ্ন : START (II) সাক্ষরিত হয় কত সালে?
উত্তর: ১৯৯৩
৯. প্রশ্ন : তুলনামুলক সুবিধা (Comparative Advantage) এর প্রবক্তা--
উত্তর: ডেভিড রিকারডো
১০. প্রশ্ন : European Economic Community (EEC) এর প্রতিষ্ঠাকালীন সদস্য নয়--
উত্তর: স্পেন
১১. প্রশ্ন : কোন চুক্তির মাধ্যমে European Union
(EU) গড়ে উঠে?
উত্তর: ম্যাসট্রিক্ট চুক্তি
১২. প্রশ্ন : 'স্থিতিশীল বিনিময় হার' এর লক্ষ্যে কাজ
করে--
উত্তর: আন্তর্জাতিক মুদ্রা তহবিল
১৩. প্রশ্ন : বহুজাতিক কোম্পানির মুখপাত্র হিসেবে
পরিচিত--
উত্তর: ইকোনমিস্ট
১৪. প্রশ্ন : বিশ্বের বৃহত্তম এনজিও--
উত্তর: ব্র্যাক
১৫. প্রশ্ন : কোন চুক্তির মাধ্যমে ইউরোপে ' ত্রিশ
বছরের যুদ্ধ' এর অবশান ঘটে?
উত্তর: ওয়েস্ট ফেলিয়ান চুক্তি
১৬. প্রশ্ন : কোনটি আন্তর্জাতিক ব্যবস্থায় রাষ্ট্রবহির্ভূত
সবচেয়ে গুরুতপূর্ণ?
উত্তর: বহুজাতিক সংস্থা
১৭. প্রশ্ন : কোনটি অন্তঃরাষ্ট্রীয় সংস্থা নয়?
উত্তর: FBI
১৮. প্রশ্ন : GATT এর প্রথম রাউন্ড--
উত্তর: জেনেভা রাউন্ড
১৯. প্রশ্ন : GATT এর শেষ রাউন্ড--
উত্তর: জেনেভা-উরুগুয়ে রাউন্ড
২০. প্রশ্ন : বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর সৃষ্টের
প্রস্তাবক--
উত্তর: জন জ্যাকসন
২১. প্রশ্ন : বিশ্ব বাণিজ্য সংস্থার কোন মন্ত্রীসম্মেলন ভেস্তে যায়?
উত্তর: সিয়াটল
২২. প্রশ্ন : সিল্ক রোড কোন দুটি সাম্রাজ্যের মধ্যে
সংযোগ স্থাপন করেছিলেন?
উত্তর: টেনিক ও রোমান সাম্রাজ্য
২৩. প্রশ্ন : পুঁজিবাদের জন্ম হয় কোন দেশে?
উত্তর: যুক্তরাজ্য
২৪. প্রশ্ন : শিল্প বিপ্লবের কারণ--
উত্তর: শ্রমের উচ্চ মূল্য
২৫. প্রশ্ন : আফিম যুদ্ধ সংঘটিত হয় কোন দুটি দেশের
মধ্যে?
উত্তর: চীন-ইংল্যান্ড
২৬. প্রশ্ন : SALT-I স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তর: ১৯৭২
২৭. প্রশ্ন : SALT-2 স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তর: ১৯৭৯
২৮. প্রশ্ন : উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমানা রেখা
উত্তর: ৩৮ ডিগ্রী অক্ষ রেখা
২৯. প্রশ্ন : কিউবা সংকট এর সময়কাল--
উত্তর: ১৯৬২
৩০. প্রশ্ন : বার্লিন দেয়াল নির্মিত হয় কত সালে?
উত্তর: ১৯৬১
৩১. প্রশ্ন : ইউরো মূদ্রার সর্বত্র প্রচলন ঘটে--
উত্তর: ২০০২ সালের ১ জানুয়ারি
৩২. প্রশ্ন : যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে সেনা
প্রত্যাহার করে নেয় কত সালে?
উত্তর: ১৯৭৫
৩৩. প্রশ্ন : ভিয়েতনাম কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর: ফ্রান্স
৩৪. প্রশ্ন : কোন সম্মেলনের মাধ্যমে
ভিয়েতনামকে দ্বিখণ্ডিত করা হয়?
উত্তর: জেনেভা
৩৫. প্রশ্ন : পৃথিবীর প্রথম আইন বিষয়ক গ্রন্থ রচনা
করেন-
উত্তর: হাম্মুরাবি
৩৬. প্রশ্ন : এশিয়ার প্রথম পশ্চিমা যন্ত্রশিল্পের সূচনা
করে-
উত্তর: জাপান
৩৭. প্রশ্ন : উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কবে
বিভক্ত হয়?
উত্তর: ১৯৪৫
৩৮. প্রশ্ন : জাতিসংঘের প্রাক্তন মহা সচিব উ থান্ট কোন
দেশের কূটনীতিক?
উত্তর: মিয়ানমার
৩৯. প্রশ্ন : আন্তঃরাস্ট্রীয় ক্ষমতা সম্পর্ক বজায় রাখার
জন্য কোন দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যায়?
উত্তর: পোল্যান্ড
৪০. প্রশ্ন : স্পেনে গৃহযুদ্ধ শুরু হয় কত সালে?
উত্তর: ১৯৩৬
৪১. প্রশ্ন : আন্তর্জাতিক শক্তিসাম্য বজায় রাখার জন্য
অধ্যাপক Martin Wright কয়টি ধারণা প্রবর্তন করেন?
উত্তর: ৯
৪২. প্রশ্ন : বাংলাদেশ কততম দেশ হিসেবে CTBT চুক্তি
স্বাক্ষর করে?
উত্তর: ১২৯
৪৩. প্রশ্ন : বাংলাদেশ পরিবেশ বিষয়ক বাসেল
কনভেনশন সমর্থন করে কত সালে?
উত্তর: ১৯৯৩
৪৪. প্রশ্ন : বাংলা উপমহাদেশের প্রথম কূটনীতিক কৌটিল্য কোন সম্রাটের উপদেষ্টা ছিলেন?
উত্তর: চন্দ্রগুপ্ত
৪৫. প্রশ্ন : কিয়োটা প্রটোকল চুক্তি কত সালে
স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৯৭
৪৬. প্রশ্ন : বিশ্ব পরিবেশ কাঠামো UNEF এর সদর
দপ্তর কোথায়?
উত্তর: কেনিয়া
৪৭. প্রশ্ন : BIMSTEC এর সদর দপ্তর কোথায়?
উত্তর: বাংলাদেশ
৪৮. প্রশ্ন : CIRDAP এর সদর দপ্তর কোথায়?
উত্তর: চামেলী হাউজ, ঢাকা
৪৯. প্রশ্ন : নিম্নের কোন সংগঠন দুইবার নোবেল
পুরষ্কার লাভ করে?
উত্তর: UNHCR
৫০. প্রশ্ন : BBC কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর: যুক্তরাজ্য
৫১. প্রশ্ন : জাতিসংঘের প্রথম উপন্যাসের নাম-
উত্তর: মেরি ইন দা কেভ অফ দ্যা লায়ন
৫২. প্রশ্ন : ২০১৭ সালে ১২তম সাফ ফুটবল কোথায়
অনুষ্ঠিত হবে?
উত্তর: বাংলাদেশ
৫৩. প্রশ্ন : AIIB এর প্রস্থাবক কোন দেশ?
উত্তর: চীন
৫৪. প্রশ্ন : বর্তমান বিশ্বে মোট প্রাকৃতিক ঐতিহ্য
কতটি?
উত্তর: ১৯৭
৫৫. প্রশ্ন : ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের
সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?
উত্তর: ভারত ও পাকিস্তান
৫৬. প্রশ্ন : মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী
সেনাবাহিনী নেই?
উত্তর: কোস্টারিকা
৫৭. প্রশ্ন : বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
উত্তর: জিমি কার্টার
৫৮. প্রশ্ন : রাসায়নিক অস্ত্র চুক্তি নুমো (Chemical
Weapons Convention) কোন সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৯৩
৫৯. প্রশ্ন : নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?
উত্তর: সল্ট-২ চুক্তি (SALT-2)
No comments: