শিরোনামঃ ১৯ টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা। ( Addmission Test All Public University 2020-2021 )
🔴শিরোনামঃ ১৯ টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা।
🔴প্রতিক্রিয়াঃ একটা পরীক্ষা খারাপ হলেই তো সব গেল!
🔴আমার মতামতঃ ভার্সিটি এডমিশনের ইতিহাসে এরচেয়ে বড় যুগান্তকারী সিদ্ধান্ত আর হতে পারে।
চোখ বুঝে বিশ্বাস করে নাও, শুধু তুমি নয়, প্রতিটি শিক্ষার্থীর জন্য সেরা সিদ্ধান্ত এটি।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় অধিকাংশ ভাগ শিক্ষার্থীই নিম্নবিত্ত পরিবারের সন্তান। যাদের কাছে দুবেলা পেট পুরে খাওয়াই চ্যালেঞ্জ, সেখানে ভর্তি পরীক্ষার ফর্ম সহ যাবতীয় খরচ বহন যেন কাটাঘায়ে নুন।
একেকটা ভার্সিটির একটা ইউনিটের ফর্মের দাম ৮শ,হাজার, ১২শ, ১৬শ করে। সেই সাথে ভর্তি মৌসুমে যাতায়াত আর থাকা-খাওয়ার ৩ গুন বাড়তি খরচ।
যা বহন করে সবার পক্ষে কাঙ্ক্ষিত সব ভার্সিটিতে এক্সাম দেয়া সম্ভব হয় না।ফলাফল ধনী ও গরীবের মধ্যে একটা বৈষম্য থেকে যায়।
নারী শিক্ষার্থীদের বেলায় বৈষম্যটা আরও বেশি। পরিবার গুলো মেয়েদের দূরে ফর্ম তুলে দিতে চায় না।ফর্ম তুললেও নানা অজুহাতে এক্সাম দিতে যাওয়া হয় না।কারন কোন বাবা-মাই তার মেয়েকে একা ছাড়তে সাহস পায় না।
এতে করে হাতে গোনা কয়েকটায় এক্সাম দিয়েই ক্ষান্ত থাকতে হয়। ফলাফল বিশ্ববিদ্যালয় গুলোতে নারী শিক্ষার্থীরা পিছিয়ে।
কিন্তু এখন আর সেই সুযোগ নেই।
এখন তুমি যেকটাতে এক্সাম দিবা, বাকীরাও সেকটাতেই দেবে। আর থাকবে না কোন আর্থিক বৈষম্য, থাকবে না কোন চাপ। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড।
টেকনাফ থেকে তেতুলিয়া আর দৌড়াতে হবে না। নিজ জেলাতে কিংবা বিভাগে বসেই প্রতিটি ভার্সিটির জন্য এক্সাম দিতে পারবা।
যারা এডমিশম দিয়েছে, তাদের কাছে জেনে নিও কতটা কষ্ট এই এক্সাম দিতে যাওয়াটা।
⭕এবার আসি তোমার অভিযোগের জায়গায়।
দেখ, কিছু পেতে হলে কিছু স্যাকরিফাইস করতে হয়।
বড় লাভের জন্য ছোট লাভ ত্যাগ দেয়ায় কোন ক্ষতি নেই।বরং ওতেই উপকার।
১মবারেই নিজের সর্বোচ্চটা দাও। ইনসাল্লাহ মেধা থাকলে চান্স হবে।যদি খারাপ হয়, তবে ভেবে নিবে ভাগ্যে ছিল না।
কারণ প্রতিটি গুরুত্বপূর্ণ এক্সামে সুযোগ একবারই হয়।হোক সেটা বোর্ড এক্সাম কিংবা বিসিএস।
No comments: