ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা(২০২০-২১) নিয়ে যত প্রশ্ন? ( Addmission Test All Public University 2020-2021 )

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা(২০২০-২১) নিয়ে যত প্রশ্ন?

১। মোট কত নম্বরের পরীক্ষা হবে?

উত্তর : ১০০ নম্বর ( গতবছর ২০০ নম্বরের ছিল)

২। লিখিত নম্বর ৫০ নাকি ৩০ নম্বর ?

উত্তর : ৪০ নম্বর লিখিত  ( গতবছর ৪৫ নম্বর ছিল)

৩। এমসিকিউ  নম্বর ৫০ নাকি ৩০ নম্বর ?

উত্তর : ৪০ নম্বর ( গতবছর ৭৫ নম্বর ছিল)

৪। এসএসসি+ এইচএসসি   জিপিএ এর উপর কতো নম্বর?

উত্তর : ২০ নম্বর ( গতবছর ৮০ নম্বর ছিল)

 SSC GPA কে দ্বার গুণ করবে + HSC GPA কে দ্বারা গুণ করবে ( ১০+১০)  = ২০।

৫। এবার পরীক্ষার কেন্দ্র কোথায় হবে?

উত্তর : বিভাগের বিভাগীয় শহরে

৬। কোন বিষয় থেকে কতো নম্বর বরাদ্দ থাকবে?

উত্তর : বিস্তারিত এখনও জানানো হয়নি।

৭। আবেদনের যোগ্যতা কি পরিবর্তন করতে পারে?

উত্তর : এমন সিদ্ধান্ত হয়নি

কি কি বই অবশ্যই পড়তে হবে দেখো : _

) " বাংলা পাওয়ার " বইটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। বাংলার জন্য " বাংলা পাওয়ার "   MCQ + WRITTEN সম্বলিত বেস্ট বই।

) ইংরেজির জন্য " English Power " বইটা পড়বা। এই বইটি না পড়লে তোমার ইংরেজির প্রিপারেশন অসম্পূর্ণ থেকে যাবে৷ Written + MCQ এর জন্য ইংরেজির বেস্ট বই " English Power"

৪০% নাম্বার পেলে পাশ অর্থাৎ ৮০ তে মোট ৩২ পেলে পাশ। নেগেটিভ মার্কিং আছে।

সিট কমানোর প্রস্তাব এসেছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিট তোমার টার্গেট?

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা(২০২০-২১) নিয়ে যত প্রশ্ন? ( Addmission Test All Public University 2020-2021 ) ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা(২০২০-২১) নিয়ে যত প্রশ্ন? ( Addmission Test All Public University 2020-2021 ) Reviewed by NINDOOK LIFE on December 04, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.