ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা(২০২০-২১) নিয়ে যত প্রশ্ন? ( Addmission Test All Public University 2020-2021 )
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা(২০২০-২১) নিয়ে যত প্রশ্ন?
১। মোট কত নম্বরের পরীক্ষা হবে?
উত্তর : ১০০ নম্বর ( গতবছর ২০০ নম্বরের ছিল)
২। লিখিত নম্বর ৫০ নাকি ৩০ নম্বর ?
উত্তর : ৪০ নম্বর লিখিত ( গতবছর ৪৫ নম্বর ছিল)
৩। এমসিকিউ নম্বর ৫০ নাকি ৩০ নম্বর ?
উত্তর : ৪০ নম্বর ( গতবছর ৭৫ নম্বর ছিল)
৪। এসএসসি+ এইচএসসি জিপিএ এর উপর কতো নম্বর?
উত্তর : ২০ নম্বর ( গতবছর ৮০ নম্বর ছিল)
SSC GPA কে ২ দ্বার গুণ করবে + HSC GPA কে ২ দ্বারা গুণ করবে ( ১০+১০) = ২০।
৫। এবার পরীক্ষার কেন্দ্র কোথায় হবে?
উত্তর : ৮ বিভাগের বিভাগীয় শহরে
৬। কোন বিষয় থেকে কতো নম্বর বরাদ্দ থাকবে?
উত্তর : বিস্তারিত এখনও জানানো হয়নি।
৭। আবেদনের যোগ্যতা কি পরিবর্তন করতে পারে?
উত্তর : এমন সিদ্ধান্ত হয়নি
কি কি বই অবশ্যই পড়তে হবে দেখো : _
১) " বাংলা পাওয়ার " বইটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। বাংলার জন্য " বাংলা পাওয়ার " MCQ + WRITTEN সম্বলিত বেস্ট বই।
২) ইংরেজির জন্য " English Power " বইটা পড়বা। এই বইটি না পড়লে তোমার ইংরেজির প্রিপারেশন অসম্পূর্ণ ই থেকে যাবে৷ Written + MCQ এর জন্য ইংরেজির বেস্ট বই " English Power"
৪০% নাম্বার পেলে পাশ অর্থাৎ ৮০ তে মোট ৩২ পেলে পাশ। নেগেটিভ মার্কিং আছে।
সিট কমানোর প্রস্তাব এসেছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিট তোমার টার্গেট?
No comments: