♦স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ♦ ( addmission test all public university 2020-2021 )

স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়

🍁ঢাবিয়ান হতে চাইলে মনোযোগ দিয়ে পোস্টটা পড়ো 🍁

 

🎁 ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা(২০২০-২১) নিয়ে যত প্রশ্ন????

🌺মোট কত নম্বরের পরীক্ষা হবে?

🌳উত্তর : ১০০ নম্বর ( গতবছর ২০০ নম্বরের ছিল)

🌺লিখিত নম্বর ৫০ নাকি ৩০ নম্বর ?

🌳উত্তর : ৪০ নম্বর লিখিত  ( গতবছর ৪৫ নম্বর ছিল)

.

🌺এমসিকিউ  নম্বর ৫০ নাকি ৩০ নম্বর ?

🌳উত্তর : ৪০ নম্বর ( গতবছর ৭৫ নম্বর ছিল)

 

 

🌺এসএসসি+ এইচএসসি   জিপিএ এর উপর কতো নম্বর?

🌳উত্তর : ২০ নম্বর ( গতবছর ৮০ নম্বর ছিল)

 

 SSC GPA কে দ্বার গুণ করবে + HSC GPA কে দ্বারা গুণ করবে ( ১০+১০)  = ২০।

 

🌺এবার পরীক্ষার কেন্দ্র কোথায় হবে?

🌳উত্তর : বিভাগের বিভাগীয় শহরে

🌺কোন বিষয় থেকে কতো নম্বর বরাদ্দ থাকবে?

🌳উত্তর : বিস্তারিত এখনও জানানো হয়নি।

🌺আবেদনের যোগ্যতা কি পরিবর্তন করতে পারে?

🌳উত্তর : এমন সিদ্ধান্ত হয়নি

🌎কি কি বই অবশ্যই পড়তে হবে দেখো :

🎲#বাংলার জন্য সংগ্রহ করবে #Bangla_power

ঢাবিতে যেহেতু লিখিত পরিক্ষা হবে। সুতরাং বুঝতেই পারছো তোমাদের কেমন বই Choose করতে হবে।যেহেতু বলা হয়েছে ঢাবিতে টেক্সট বইয়ের উপর জোর দিতে হবে। তাই তোমরা  #Bangla_Power সংগ্রহ করবে। একটি মাত্র বই দিয়ে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দিতে পারবে।

🎲#ইংরেজি নিয়ে সবাই দুশ্চিন্তার মধ্যে থাকে। তাও আবার ঢাবিতে লিখিত পরিক্ষা। বেশির ভাগ ছাত্র ছাত্রী হতাশ। ভাইয়া কি পড়বো কি লিখবো মাথায় আসছে না। তাই আমি বলি ভাই উল্টো পাল্টা বই না কিনে  একটি বই অনুসরণ করো। আমি বলবো তোমরা #English_Power  কিনে নাও। সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার জন্য ইউনিক বই।

🎲 #Vocabulary  সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় আসবে।এটা সবার কাছেই বিরক্তিকর মনে হয়। কিন্তু সত্যি কথা হচ্ছে সব বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় ভোকাবুলারি আসবেই ১০০%।তাই কম সময়ের মধ্য ভোকাবুলারি জব্দ করতে #ইউনিক_Admission_Vocabulary সংগ্রহ করবে।

🎲 #জিকের জন্য অত্যাবশকীয় বই #Gk_Power  বর্তমানে জিকের জন্য এটিই বাজারের সেরা বই।শতভাগ কমন পড়বেই ইনশাআল্লাহ। বাজারে আর কোনো বই এতো সহজ এবং সুন্দর ভাবে লিখা আছে কিনা আমার জানা নেই। তোমরা বই খুললেই পার্থক্য বুঝতে পারবে। আপডেট তথ্য পাওয়ার জন্য সংগ্রহ করবে #সাম্প্রতিক_ক্যাপ্টেন.

🌎 ৪০% নাম্বার পেলে পাশ অর্থাৎ ৮০ তে মোট ৩২ পেলে পাশ। নেগেটিভ মার্কিং আছে।

🌎 সিট কমানোর প্রস্তাব এসেছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

🌎 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিট তোমার টার্গেট??

♦স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ♦ ( addmission test all public university 2020-2021 ) ♦স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ♦ ( addmission test all public university 2020-2021 ) Reviewed by NINDOOK LIFE on December 03, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.