একজন_ছেলে_হয়ে_বলতে_বাধ্য_ হলাম
অদ্ভুত এক সমাজ আমাদের। স্বামীর হাতে মার খাবেন শ্বশুড় শ্বাশুড়ি এসে বলবে তুমি কেমন মেয়ে ! জানোই তো ওর মাথা গরম, রাগের সময় তর্ক করো কেনো ?
নিজের বাবা মাকে বলবেন ? একটু মানিয়ে চল, স্বামী মারুক কাটুক ওটাই তোর ঘর। স্বামীর মারকে মার বলেনা শাসন বলে।
পাড়া প্রতিবেশীরা এসে মিন মিনিয়ে বলবে, মহিলার নিশ্চয় কোন সমস্যা আছে নইলে কেউ এত মার খায় নাকি!
আসেন প্রেমের কথা বলি। যখন প্রেম করেছিলেন তখন সে ছিল স্বর্গের অপ্সরী। ব্রেক আপ করেছেন ?
আরে এই মেয়েতো একটা প্রস্টেটিউট! না জানি আমার আগের কত ছেলের সাথে সম্পর্ক ছিল!
ব্রেকাপের পর আপনি হয়ে যাবেন সচেতন আর মেয়েটা সেকেন্ড হ্যান্ড!
বউকে যখন মেজাজ দেবেন তখন আপনি পুরুষ সিংহ আর যখন নরম গলায় ডাকবেন তখন আঁচল ধরা বিড়াল!
বিয়ে দেওয়ালে ঘটক আর পুরোহিতের লাভ, ডিভোর্স করালে উকিলের লাভ। আপনার লাভটা কি সমাজ ঠিক করে দেবে ?
সংসারটা আপনার। বৌ টাও আপনার । যে মেয়েটাকে বৌ করে ঘরে তুলে এনেছেন তার দিকে তাকান , আপনি বাজার করলে সে খায়। আপনার বাবাকে বাবা বলে মাকে মা বলে। বিপদে আপদে আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক আজীবন পাশে পাবেন আপনার সেই বউকেই । তাই সেই বউটাকে ভালো রাখার দায়িত্ব আপনার, সমাজের না.......😢😢
"স্ত্রীর গায়ে হাত তুলোনা,তাদের কে তোমার গোলাম না অর্ধাঙ্গিনী করে তৈরী করা হয়েছে" (রাসুলুল্লাহ সাঃ)!!
অদ্ভুত এক সমাজ আমাদের। স্বামীর হাতে মার খাবেন শ্বশুড় শ্বাশুড়ি এসে বলবে তুমি কেমন মেয়ে ! জানোই তো ওর মাথা গরম, রাগের সময় তর্ক করো কেনো ?
নিজের বাবা মাকে বলবেন ? একটু মানিয়ে চল, স্বামী মারুক কাটুক ওটাই তোর ঘর। স্বামীর মারকে মার বলেনা শাসন বলে।
পাড়া প্রতিবেশীরা এসে মিন মিনিয়ে বলবে, মহিলার নিশ্চয় কোন সমস্যা আছে নইলে কেউ এত মার খায় নাকি!
আসেন প্রেমের কথা বলি। যখন প্রেম করেছিলেন তখন সে ছিল স্বর্গের অপ্সরী। ব্রেক আপ করেছেন ?
আরে এই মেয়েতো একটা প্রস্টেটিউট! না জানি আমার আগের কত ছেলের সাথে সম্পর্ক ছিল!
ব্রেকাপের পর আপনি হয়ে যাবেন সচেতন আর মেয়েটা সেকেন্ড হ্যান্ড!
বউকে যখন মেজাজ দেবেন তখন আপনি পুরুষ সিংহ আর যখন নরম গলায় ডাকবেন তখন আঁচল ধরা বিড়াল!
বিয়ে দেওয়ালে ঘটক আর পুরোহিতের লাভ, ডিভোর্স করালে উকিলের লাভ। আপনার লাভটা কি সমাজ ঠিক করে দেবে ?
সংসারটা আপনার। বৌ টাও আপনার । যে মেয়েটাকে বৌ করে ঘরে তুলে এনেছেন তার দিকে তাকান , আপনি বাজার করলে সে খায়। আপনার বাবাকে বাবা বলে মাকে মা বলে। বিপদে আপদে আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক আজীবন পাশে পাবেন আপনার সেই বউকেই । তাই সেই বউটাকে ভালো রাখার দায়িত্ব আপনার, সমাজের না.......😢😢
"স্ত্রীর গায়ে হাত তুলোনা,তাদের কে তোমার গোলাম না অর্ধাঙ্গিনী করে তৈরী করা হয়েছে" (রাসুলুল্লাহ সাঃ)!!
একজন_ছেলে_হয়ে_বলতে_বাধ্য_হলাম
Reviewed by NINDOOK LIFE
on
December 13, 2019
Rating:
Akdom thik kotha bolche, Amon kore Jodi sobai bujtoh tahole amader Pritibita around sundor Tomo hoto
ReplyDelete