Results for Funny status

Funny Status In Bangla

June 18, 2020
Funny Status In Bangla 
Funny Status In Bangla


11.   হঠাৎ বাসায় কলিংবেল। গৃহকর্তী গেলেন দরজা খুলতে। খুলেই তিনি অবাক,
এক কাজের বুয়া টাইপের মহিলা দাড়ায় আছে দরজায়।

গৃহকর্তীঃ কে আপনি..?
মহিলাঃ আপা, আমি আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট এর সুমাইয়া কুলসুম। গত কালকে আপনি একটা স্ট্যাটাস দিলেন না, যে আপনার বাসার কাজের বুয়া চলে গেছে, তাই সেটা দেখার পর আমি আমার আগের বাড়ির কাজ ছেড়ে আপনার বাড়ি চলে আইলাম। কারণ হাজার হলেও আপনি আমার ফ্রেন্ড। এখন থেকে আমি আপনার বাড়িতেই কাজ করুম। আর একসাথে ফেসবুক ইউজ করুম। রাজি আছেন তো..?
গৃহকর্তীঃ বাসার ঠিকানা কথায় পাইলা..?
মহিলাঃ জি আপা, আপনার ছেলে দিছে, আবার আমার মাইয়ার ফেসবুক ফ্রেন্ড


  2.  টিভিতে হাসির কিছু দেখলে
রিমোটে হাহা রিয়েক্ট খুঁজি

  3.     জ্ঞান হলো জাঙ্গিয়ার মতো
থাকা টা জরুরী .....
দেখানো টা নয় ........ ॥🙊🙊

  4.   অনেক মেয়ে "মুলা" দিয়ে করে,
আবার অনেক মেয়ে "গাজর" দিয়ে ও করে,
আবার অনেক মেয়ে "শষা" দিয়ে ও করে।
আবার সব কিছু একসাথে দিয়ে ও করে।
কি করে জানো ??
.
.
.
.
.
.
.
.
আরে সালাদ তৈরী করে


5.  একটি অসাধারণ সুন্দরী যুবতী
একটা ওষুধের দোকানের সামনে
চুপ করে দাঁড়িয়ে ছিল।
মনে হচ্ছিল যেন সে দোকানের
ভীড় কমার অপেক্ষায় ছিল।
দোকানের মালিক তার দিকে
বেশ সন্দেহের দৃষ্টিতে
তাকাচ্ছিল মাঝে মাঝে।
ভাবছিল, সে এমন কিছু জিনিষ
কিনতে এসেছে সেটা নিতান্ত
গোপনীয়। কারুর সামনে সে বলতে
বোধহয় লজ্জা বোধ করছে।
ভেবেই যাচ্ছে আর নিজেও
চাইছে যেন ভীড়টা তাড়াতাড়ি
কমে যায়।
ওষুধের বিক্রী কমে কমুক, সুন্দরী
যুবতীটির কী প্রয়োজন আর সেটা
সে মেটাতে পারবে কিনা, সেই
ভেবেই তার হাঁকপাকানি
অবস্থা।
যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর
পর অবশেষে দোকানটা একটু
ফাঁকা হল।
কোন গ্রাহকই আর ছিলনা।
মেয়েটি দোকানে ঢুকল আর
মালিককে একটু আস্তে ঈশারায়
ডাকল, একেবারে মৃদু সুরে সলজ্জ
ভঙ্গীতে একটা কাগজ দোকান-
মালিকের দিকে এগিয়ে দিল আর
অতি সুরেলা ভঙ্গীতে, প্রায়
ফিসফিস করে বলল,
.
কাকু, আমার না........আমার না
.......কি যে বলি.......
আমার না এক ডাক্তারের সঙ্গে
বিয়ে পাকা হয়ে গেছে। আর আজ
না ওনার প্রথম চিঠি পেয়েছি।
ডাক্তারদের হাতের লেখা তো
আপনারাই পড়তে পারেন, তাই
একটু এটা পড়ে শোনাবেন..? আমি
কিচ্ছু বুঝতে পারছিনা কাকু।


6. বল্টু তার গার্লফ্রেন্ড
.
.
.

গার্লফ্রেন্ড : প্লিজ... আমাকে মাফ
করেদিও
জানু , আজ আমি তোমাকে একটাকথা
বলতে চাই।
.
বল্টু ভাই : হ্যাঁ সুইটহার্ট, বলো বলো
,কি বলতে চাও...??
.
গার্লফ্রেন্ড : আমি তোমার কাছে
কিছু গোপন করছি। আসলে হয়েছে কি....
. অন্য একজনের সাথে আমার বিয়ে ঠিক
হয়ে গেছে, সামনে সপ্তাহে আমাদের
বিয়ে।
আমি তোমার সাথে এতটা সময়
একসাথে
কাটিয়েছি, ফেসবুকে কতো কতো কথা
বলেছি, কতো সিনেমা দেখেছি,
ডেটিং করেছি, শপিং করেছি, আর....
.
বল্টু ভাই : ব্যাস, ডার্লিং...ব্যাস
তুমি দেখছি আমাকে emotional করেই

ছাড়বে... এটা কোনো ব্যাপারই না,
চলো.....
.
.
.
আজ আমিও তোমার সাথে আমার
বউ আর বাচ্চাদের পরিচয় করিয়ে

দিই...



Funny Status In Bangla Funny Status In Bangla Reviewed by NINDOOK LIFE on June 18, 2020 Rating: 5

জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ

December 13, 2019
1.
জীবন নিয়ে গল্প লেখা
অনেক সহজ👈👉
কিন্তু👎
গল্পের মত করে জীবন
সাজানো অনেক কঠিন

2.
ওরা কারা 😮
- যারা রুটি বানাতে গিয়ে বিভিন্ন
দেশের 😟
- মানচিত্র বানিয়ে ফেলে 😳

3.
- গবেষণায় প্রমাণিত🤔🐸
-৩৩ টা শয়তানের সমান হয়
পরিবারের বড় মেয়ে🥴🤣

4.
রঙিন কাপড়ে মোড়ানো মৃতদের🗣গল্পকি__
__পৌছাইনা প্রভুর দেশে।

5.
প্রেম তো কপালে নেই,😓
একটু ছ্যাকা খাওয়ার ইচ্ছে ছিলো সেটাও কি জুটবো না!🐸

6.
- তুমি পাঞ্জাবি পইড়া দাঁড়ায় থাইকো😇
- আমি চুম্মা দিয়া দৌড় দিবো🙈😘
মেয়েদের যা কাজ😋🐸

7.
~ মাঝরাতের বোবা কান্না আর চোখ বেয়ে পড়া জল গুলো🙂
~ কখনো মিথ্যে হয়না😓💔
কখনো কি এমন করে কান্না করেছেন??

8.
পৃথিবীতে -এমন- কিছু -জীবন্তলাশ - আছে -যারা -নিজের- ভিতরের -যন্ত্রনা -কাউকে -বুঝাতে -পারে -না.... 😞😞
" -জীবন্ত লাশ- "

9.
নাম বলার দরকার নেই 💝
সত্যি করে বলো 😍
তুমি কি কাউকে মিস
করছো 😥😔

10.
~ভালোবাসার শহরে একতরফা ভালোবাসা টাই খুব বেশি🥀

11.
-প্রাচীনকালে মানুষ অনেক দিন বেঁচে থাকতো, কারণ তখন লেখাপড়া ছিল না 🐸

12.
আজ যতো পারো অবহেলা কর
কালকে যদি না পাও

13.
Bf :- জান আমাকে বিয়া করবা😍
Gf :- আমার আম্মু কে গিয়া বলো😉
Bf :- আন্টি আমাকে বিয়া করবেন🐸🙊

14.
Teacher: কিরে স্কুলে আসতে এতো দেরি কেন হল? 😴
Student: রাস্তায় সেইনবোর্ডে লেখা ছিল সামনে স্কুল আসতে চলুন সেজন্য😕

15.
- অতি বাচাল মানুষ টাও তার প্রিয় মানুষের অবহেলায় 😥
- চুপ হয়ে যায় 💔🥀

16.
এখন আর আগের মত ঘুম হয়না__
__কারণ রাতটা যে কেটে যায় তোকে ভাবতে ভাবতে!!!😥😢

17.
যে মানুষটি একদিনে হাজার বার কল করত কথা না বলে একমিনিট থাকতে পারত না, ,,,,,,,সে মানুষটি আজ কথা না বলে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে

18.
_প্রতি রাতে কোথায়ও না কোথায় বৃষ্টি হয়,,,,,💭💭সেটা বাহিরে না,,,,!!!
_জীবন্তলাশদের চোখ,,😭😭😭😭

19.
- যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে💔
- মানুষের ব্যবহার পশুর মত হয়ে যায়😟
- এটাই বাস্তবতা

20.
তুমি ততটুকুই ভালো থেকো,
যতটুকু ভালো তুমি আমার সাথে ছিলে।

21.
ভেবো না তোমাকে ভুলে গেছি😑
এখনো,,,,
প্রতি রাতে তুমাকে আর তুমার টাকলু জামাইকে
গালি দিয়ে তারপর ঘুমাই 🤬🤭

22.
-এমন কোনো লক্ষী মেয়ে আছো যে বিয়ের পরে😌
-শাশুরিকে নিজের মায়ের মতো ভালোবাসবে 😍

23.
হায়রে স্যার😎!!
~ক্লাসে মেয়েরা হাসলে সেটা দুস্টামি😡
~আর ছেলেরা হাসলে সেটা বেয়াদবি😒

24.
- যেসব মেয়েরা বড় বড় নখ
রাখে💅
- বুঝতে হবে তাদের চুলকানি রোগ
আছে...🙋🙆

25.
-তাকে বলে দিও,,😊
-আমি আজও নিজেকে লুকিয়ে🤡🤡
-তাকে এখনো অনেক ভালোবাসি💔🙂

26.
ততটুকু দিতে নেই,
যতটুকু দিলে- অচেনা মিছিলে
হারাবে নিজেকেই।
কিছুটা নিজেরও থাক,
নিখোঁজ খবর-ছাপা পত্রিকা,
ঠিকানাটা খুঁজে পাক।
ততটুকু হোক দেনা,
যতটুকু হলে, ফিরে আসবার
পথটুকু থাকে চেনা।


27.
~ এখন জীবন আমাদেরকে প্রশ্ন করে ...!
~ কোথায় গেল তোর সেই প্রিয় মানুষটা যে একটা সময় আমার চেয়ে ও বেশি প্রিয় ছিল ..

28.
বর্তমান সময়ে ভালবাসার সংজ্ঞা হলো টাকা আর শরীর ঘিরে, টাকা আছে তো ভালবাসা আছে আর শরীরটাকে উপভোগ করা। টাকা নাই তো সেখানে ভালবাসাও নাই আর শরীরের চাহিদা মিঠে গেছে তো ভালবাসাও শেষ। সত্যিকারে মন এবং হৃদয় দিয়ে এখন আর ভালোবাসা হয় না….

29.
একমাত্র তারাই হাত তুলুন
যাদের ১৪ ফেব্রুয়ারিতে একটা
ঘাসফুলও😊
দেওয়ার মতো কেউ নাই😟

30.
নিজেকে কখনো অসুন্দর
ভাবা ঠিক না!!😞
কারণ আল্লাহর সৃষ্টি কখনো
অসুন্দর হয় না!!🙂
জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ Reviewed by NINDOOK LIFE on December 13, 2019 Rating: 5

বছরের_সেরা_গল্প

December 09, 2019
সেক্স না করলে কি বাচ্চা হয় আপনারা বলুন কোনো এক বিচিত্র কারণে আমার বউএর ধারণা কোনো ছেলে এবং মেয়ের মধ্যে পারস্পারিক হাত ধরা, চুমু খাওয়া এবং সেক্স করা খুবই বাজে ও জঘন্য ব্যাপার। এককথায় পাপ, কঠিন পাপ। শুধুমাত্র খারাপ মেয়েরাই এসব করে, ভালো মেয়েরা কোনোদিন করেনা। আর এই থিওরি যে শুধুমাত্র বিয়ের আগে প্রযোজ্য তা না, বিয়ের পরেও প্রযোজ্য।
.
বাসর রাতে আমি হাত ধরতে গেলে বউ ঝটকা দিয়ে সরে গেলো। বললো, 'সোহাইল, এসব না প্লিজ।'
আমি ভাবলাম, মাত্র বিয়ে হলো। এখনি এসব করা ঠিকও না। তাকে টাইম দেয়া উচিত।
সুতরাং সেদিনের মত আমি হাত ধরা থেকে বিরত থাকলাম। সারারাত গল্প করলাম, একজন আরেকজনের সম্পর্কে জানলাম, আমি ওকে পয়সা গায়েব করে দেয়ার ম্যাজিকটা দেখালাম, ও আমাকে, 'ভালোবেসে সখী নিভৃত যতনে, আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে' গানটা গেয়ে শোনালো। অপূর্ব কণ্ঠ।
রিয়েলাইজ করলাম, আমি আসলেই ভীষণ লাকি!
.
আরো কয়েকদিন আমি ওকে স্পর্শ করার চেষ্টা করলাম না। বেচারি আরেকটু ইজি হোক। একজন আরেকজনকে আগে ভালোভাবে চিনি, বুঝি, পরিচিত হই। বউ হওয়ার আগে সূচি আমার বন্ধু হোক।
উল্লেখ্য, ওর নাম সূচি।
.
তো ফাইনালি বিয়ের এক সপ্তাহ পর আমি ওকে খুব আস্তে আস্তে জড়িয়ে ধরে ক্লোজ হওয়ার চেষ্টা করলাম। শুরুতে গালে চুমু খেতে গেলাম। সূচি ছোটখাটো একটা চিৎকার দিয়ে আমাকে প্রচন্ড ধাক্কা দিলো। আমি আরেকটু হলেই খাট থেকে পড়ে যাচ্ছিলাম। ও আমার দিকে তীব্র ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বললো, 'ছিঃ সোহাইল, ছি! আমি তোমাকে ভালো ভাবছিলাম, তুমি এতো খারাপ?'
'কি এমন করলাম আমি, আশ্চর্য! তুমি আমার বউ, বলে ওর দিকে আবার আগাতে গেলে ও পেছনে সরে গেলো। বললো, 'দেখ, আর একটু আগালে আমি চিৎকার করে লোক ডাকতে বাধ্য হবো।'
ভয় পেয়ে পেছনে সরে গেলাম। বললাম, 'আচ্ছা তুমি আগে শান্ত হও। আমি কিছু করতেছিনা।'
ও তাও মোটামুটি খাটের একবারে কর্ণারে গিয়ে দেয়ালের সাথে সেটে আছে। চোখের দৃষ্টিতে প্রচন্ড ভয় আর ঘৃণা।
আরো কিছুক্ষণ পর অনেক কষ্টে ওকে একটু শান্ত করলাম। সহজ হয়ে কথাবার্তা বলার পর ও যা জানালো তা শুনে এই ছাব্বিশ বছরের জীবনে সবচাইতে বেশি অবাক হলাম আমি।
.
সূচি, আমার বিয়ে করা বউ। সে মনে করে ছেলে মেয়েদের এইসব হাত ধরা, চুমু খাওয়া, গায়ে হাত দেয়া, সেক্স করা সবই পাপ কাজ। খুব খারাপ মেয়েরা এইসব করে। যারা এসব করে, সমাজের চোখে তারা ঘৃণিত, তারা পাপি।
আমি জিজ্ঞেস করলাম, 'তুমি কিভাবে জানলে?'
ও বললো, 'আমি ছোট না সোহাইল। সব জানি। আমাদের বাড়িওয়ালার বাসার কাজের মেয়ে আর ড্রাইভার একবার এইসব করতে গিয়ে ধরা খাইছিলো। এলাকার সবাই তাদেরকে মাইর দিয়ে বাসা থেকে বের করে দিছে। মহল্লার আরেক বড় আপু, তমা আপু তার প্রেমিকের সাথে এগুলা করে বলে লোকজন কিভাবে যেন জেনে গেছিলো৷ সবাই ছি ছি করতো। বলতো তমা বাজে মেয়ে। আমার আম্মু উনার সাথে মিশতে বারণ করেছিলো। আমি জানি এগুলা খারাপ ছেলে মেয়ের কাজ। ভালোরা এগুলা করেনা। আর আমি সারাজীবন ভালো থাকতে চাই।'
'আই হ্যাভ বিন ইটেন, স্বগোতক্তি করলাম। বউ জিজ্ঞেস করলো, মানে কি এর। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, 'খাইছে আমারে।'
.
আমি বোঝানোর চেষ্টা করলাম, 'আরে গাধা মেয়ে, তোমার কথা ঠিক আছে। আমাদের দেশে সেক্স করা কঠিন পাপ ঠিক, এমনকি যারা এটা করে সমাজের চোখে তারা খারাপ মেয়ে, এটাও ঠিক। কিন্তু সবই বিয়ের আগে সেক্স করলে, বিয়ের পরে না।'
সূচি চোখমুখ শক্ত করে বললো, 'গাধা আমি না সোহাইল, গাধা তুমি। বিয়ের আগে যেটা পাপ, বিয়ের পরও সেটা পাপই হয়৷ তোমার কথা ঠিক ধরলে তো তাইলে বিয়ের আগে চুরি করলে পুলিশ ধরবে, বিয়ের পর করলে ধরবে না। বিয়ের আগে খুন করলে ফাসি হবে, বিয়ের পর খুন করলে মাফ, তাইনা? এরকম যুক্তি হাজারটা দেয়া যাবে। পাপ কাজ সবসময়ই পাপ। সেটা বিয়ের আগে হোক বা পরে, ছোটবেলায় হোক বা বুড়ো বয়সে, দেশে হোক বা বিদেশে, পাপ পাপই! বুঝছো?'
.
অকাট্য যুক্তি, এর পরে আর বলার কিছু থাকে না। তারপরও আমি বললাম, 'দেখ সূচি বিয়ের পর সবাই এটা করে। তোমার আব্বু আম্মুও করে।'
- হোয়াট! সোহাইল তুমি এটা কিভাবে বললা? সূচি প্রচন্ড রেগে গেল। আমার আব্বু আম্মুকে নিয়ে বাজে কথা বলতে তোমার একটুও বাধলো না? ছি! আমি জাস্ট ভাবতে পারছি না তুমি আমার ফ্যামিলি নিয়ে এইভাবে ভাবো। আমার আর এক মুহুর্ত তোমার সাথে থাকা সম্ভব না।'
স্যরি টরি বলে অনেক কষ্টে বোঝানো লাগলো যে আমি ঐভাবে মিন করে বলিনি। সূচি কাদো কাদো গলায় বললো, 'আর কোনোদিন আমার আব্বু আম্মু নিয়ে বাজে কথা বললে আমি আর জীবনেও তোমার সাথে কথা বলবো না।'
আমি শেষ চেষ্টা করলাম, 'আচ্ছা সেক্স না করলে বাচ্চা কিভাবে হবে? তুমি চাওনা আমাদের ছোট্ট কিউট গুলুগুলু একটা বেবি হোক? তার জন্যও এগুলা করা লাগে।'
সূচি অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বললো, 'আমাকে উল্টাপাল্টা বুঝানোর চেষ্টা কইরো না প্লিজ। বিয়ে করলে কয়েক বছর পর এমনিতেই বাচ্চা হয়। আমার আব্বু আম্মু তোমার আব্বু আম্মু তো এগুলা করেনাই তো তাদের বাচ্চা হয়নি? আমরা হইনি? এমনকি আমার দাদু বিশাল হুজুর। তিনবার হজ্ব করছে। উনারও বাচ্চা হইছে। উনি তো কোনো পাপ কাজ করবে না। করবে বলো?'
.
আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। কি আর বলবো!
.
এভাবেই আরো বেশ কিছুদিন চলে গেলো। খাই, ঘুমাই আর দুজনে গল্প করি। বউ শুধু বলে, 'ডেইলি রাতে ইদানিং বাথরুমে গিয়ে তোমার এতো টাইম লাগে কেন?'
এই আরকি, আমি আমতা আমতা করি।
.
মাঝে কিছুদিন বউকে বোল্ড সিন আছে এরকম সিনেমা দেখানোর ট্রাই করেছিলাম। দুজনে একসাথে দেখতাম। কিন্তু প্রথমদিন ঐসব সিন আসলেই বউ নাউজুবিল্লাহ বলে ল্যাপটপ অফ করে দিছে। বলেছে, 'এইসব করা যেমন পাপ, দেখাও তেমন পাপ। কঠিন গুনাহ।'
তারপর থেকে আর আমার সাথে সিনেমাও দেখে না। আমাকেও দেখতে দেয় না। হুমকি দিছে, 'আর কোনোদিন এমন সিনেমা দেখলে আমি আব্বু আম্মুরে বলে দিব তুমি কত খারাপ। আমার সাথে এইসব করার চেষ্টা করেছিলে তাও বলব। আমার এক আঙ্কেল পুলিশের এসপি। আমাকে ভীষণ ভালোবাসেন। কলেজে থাকতে এক ছেলে আমাকে লাভ লেটার দিছিলো জানার পর তাকে তিন মাসের জেল খাটাইছেন। তোমার ব্যাপারে উনি জানলে তোমাকে কি করবে আমি তার কোনো গ্যারান্টি দিতে পারতেছিনা।'
.
আমি বুঝে উঠিনা, আমার কি ভয় পাওয়া উচিত? নিজের বউএর গায়ে হাত দিতে যাওয়ার অপরাধে প্রথম জেল খাটা মানুষ বুঝি আমিই হবো। সবই কপাল।
.
শেষমেশ আমি আমার সাধ্যের মধ্যে সব চেষ্টাই করেছি। এমনিতেই আমি খুব লাজুক। অনার্স পড়াকালীনও ভাবতাম ফার্মেসিতে গিয়ে কনডম চাইলে দোকানদার আমাকে আটকায় রেখে পুলিশে ফোন দিবে। তবে আমার বউ যে আরো অন্য লেভেলের হবে তা কে জানতো! শুনেছি ভাবী সম্প্রদায় নাকি বউদের এইসব বিষয়ে শিক্ষা দিতে পারে। কনভিন্স করাতে পারে। কিন্তু ভাবীদেরকে এইটুকু বলার সাহসও আমার নাই। আমি বলতে না পারলে কি হবে, ঠিকই কানাঘুষা শুনি, 'সোহাইল নাকি বৌমাকে আজেবাজে ইঙ্গিত করে।'
নিজের বউকে বাজে ইঙ্গিত, এই কষ্ট আমি কোথায় রাখবো। বিয়ের বছরখানেক পার হয়ে গেছে। মুরব্বীরা জিজ্ঞেস করে, 'কি ব্যাপার? নাতি নাতনির মুখ দেখবো কবে?'
আমি কিছু বলিনা। বউ লাজুক হেসে বলে, 'আল্লাহ দিলে হবে।'
আমি মনে মনে বলি, 'হ, বালডা হবে।'
.
আরো বেশ কিছুদিন পর একটা আশার আলো দেখতে পাই। বউএর এক বেস্ট ফ্রেন্ড আছে রুপা নাম৷ সে বিবাহিত। দুজনে ঘন্টার পর ঘন্টা কথা বলে ফোনে। খুব খাতির। আমি রিয়েলাইজ করি সূচিকে যদি কেউ এই ব্যাপারে বুঝায়ে রাজি করতে পারে তো সে একমাত্র রুপাই। সূচির ফোন থেকে গোপনে নাম্বার নিয়ে একদিন কল দেই।
পরিচয় শুনে রুপা খুব খুশি হয়। বলে, 'আরে ভাইয়া কি খবর আপনার? সূচির মুখে আপনার কথা অনেক শুনেছি। ভালো আছেন?'
- জ্বী আলহামদুলিল্লাহ।
- তারপর কি মনে করে?
আমি আমতা আমতা করে বলি, 'আসলে ব্যাপারটা আপনার বেস্টফ্রেন্ডকে নিয়ে। বিয়ের এতোদিন হয়ে গেল কিন্তু এখনো সূচি আমাকে ওর গায়ে স্পর্শ করতেও দেয় না। অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ!'
আমার কথা শুনে মুহুর্তেই রুপার গলার স্বর চেঞ্জ হয়ে যায়। সে শীতল কণ্ঠে বলে, 'ছি ভাইয়া, আপনিও এরকম? আপনাকে অন্তত ভালো ভাবছিলাম। ভাবছিলাম আপনি সবুজের মত না। পাপ কাজ থেকে দূরে থাকেন। সবুজ আমার বর। ও প্রতিরাতেই আমার সাথে এইসব খারাপ জিনিস করার ট্রাই করে। বহু কষ্টে নিজেকে সেফ করি আমি। ফ্যামিলির মুখের দিকে তাকায়ে কাউকে কিছু বলিনা যে তাদের আদরের জামাই আসলে কত অশ্লীল একটা মানুষ। আমি ভাবছিলাম সূচি হয়তো সুখে আছে। কিন্তু বুঝলাম এই জেনারেশনের সব ছেলেরাই এক। আপনি আর আমাকে ফোন দিবেন না কোনোদিন। বাই।'
.
হোয়াট দ্যা ফুচকা, এইটা আমি কি শুনলাম। হাইরে কপাল! যেমন বউ তেমন বান্ধবী। এরা ছোটবেলা থেকে কি খেয়ে মানুষ হইছে। আল্লাহ! সবুজ নামের ছেলেটার প্রতিও আমার খুব আফসোস হয়। তার কষ্ট তো বুঝি আমি৷ ভাবলাম তার সাথে দেখা করবো। অন্তত একজন আরেকজনের সমব্যাথী তো হতে পারবো।
.
কাজের চাপে ভুলে যাই। একদিন শুনি অফিসে কে যেন দেখা করতে আসছে। লম্বা সুন্দরমত একটা ছেলে এসে বলে, 'ভাই আমাকে চিনবেন না। আমি সবুজ। আপনার বউএর বন্ধবী রুপার বর।'
আমি তারে হোটেলে নিয়ে গিয়ে কাচ্চি খাওয়াই। বলি, 'ভাইরে বুকে আসেন। আমার অবস্থাও আপনার মতই।'
সে আমারে জড়ায় ধরে বলে, 'বিশ্বাস করেন ভাই। বিয়ের তিনবছরে এই প্রথম কাউরে হাগ করলাম।'
দেখি তার চোখে জল টলমল করতেছে। আহারে বেচারা!
.
আমার আর সবুজ ভাইয়ের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়৷ আমরা অফিস শেষে একসাথে আড্ডা দেই। সুখ দুঃখের গল্প করি। চা সিগারেট খাই। তারপর দুজনে ফার্মেসির সামনে গিয়ে অনেক্ষন দাঁড়ায় থাকি। মানুষ লাজুক মুখে কনডম কিনে নিয়ে যায়। আমরা দীর্ঘশ্বাস ছেড়ে পাশের কসমেটিকসের দোকানে গিয়ে ঢুকি। লোশন আর টিস্যুপেপার কিনে বাসায় ফিরি।
.
একদিন সবুজ বলে, 'ভাই, এর চাইতে বোধহয় গে হলেই ভালো ছিলো।'
আমি রাগ করি, 'ছি, এইসব কি বলেন?'
অনেক্ষণ পর আবার নিজেই বলি, 'হ ভাই, আসলেই। আপনার কথা ঠিক। কিন্তু কি আর করা। দূর্ভাগ্যবশত আমরা তো আর গে হয়ে জন্মাইনাই।'
.
আমাদের বিয়ের চার বছর হয়ে গেছে। বাচ্চা হয়না বলে সবাই টেনশন করতেছে। একদিন দেখি সূচি কি একটা ভেজষ ঔষধ খাচ্ছে। আমি জিজ্ঞেস করায় বললো, 'আম্মা দিছে। বলেছে শোয়ার আগে খাইতে। তাহলে নাকি দ্রুত বাচ্চা হবে।'
আরেকদিন দেখি, খুব ভোরে উঠে অদ্ভুত এক ব্যায়াম করতেছে। এটাও নাকি বাচ্চা হওয়ার জন্য।'
আমি হাসবো নাকি কাঁদবো বুঝে উঠিনা।
.
আরো কিছুদিন পর সূচি বলে, 'গাইনি বিশেষজ্ঞের সিরিয়াল দিছি। বিকালে নিয়ে যাবা৷ অনেকের সমস্যা থাকে বলে বাচ্চা হয়না। তাদের ডাক্তার দেখাতে হয়।'
.
জীবনে অকাজে টাকা খরচ কম করিনাই। কিন্তু এই গাইনি ডাক্তারের ফির মত হুদাই যে কোনোদিন টাকা নষ্ট হয়নাই এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।
.
গাইনি ডাক্তার দুজনের অনেক পরীক্ষা করায়ে রিপোর্ট দেখে বলে, 'আশ্চর্য! কোনো সমস্যাই তো নেই। দুজনই খুব সুস্থ। তাহলে বাচ্চা কেন হবেনা? আমি তো কিছুই বুঝতেছিনা।'
আমি দীর্ঘশ্বাস ফেলে বলি, 'ম্যাডাম, চিকিৎসা বিজ্ঞান খুব সীমাবদ্ধ একটা জিনিস। আপনাদের জানার বাইরেও দুনিয়ায় যে আরো কতকিছু আছে আপনি ভাবতেও পারবেন না।'
.
চেম্বার থেকে বের হয়ে রিক্সায় উঠে সূচি কাদো কাদো গলায় বলে, 'আমি স্যরি সোহাইল। আমি তোমাকে বাচ্চা দিতে পারিনি। তুমি চাইলে আরেকটা বিয়ে করতে পারো।'
আমি হতাশ গলায় বলি, 'বাচ্চা লাগবে না। পাঁচ বছর যখন পেরেছি, বাকি পঞ্চাশ বছরও কাটায় দিতে পারবো।'
সূচী জীবনে প্রথমবারের মত আমার হাত ধরে বলে, 'থ্যাংক ইউ সোহাইল। আই লাভ ইউ।'
আমি সুযোগ বুঝে রিক্সার মধ্যেই চুমু দিতে যাই। সূচি রাগ করে বলে, 'আমি আছি বাচ্চার দুঃখে তার মধ্যেও তোমার মাথায় বাজে চিন্তা ঘুরে? তুমি কোনোদিন ভালো হবা না। তুমি এতো খারাপ বলেই আমাদের বাচ্চা হচ্ছেনা। সব তোমার পাপের শাস্তি।'
.
আমি হতাশ হয়ে এপাশ ওপাশ মাথা নাড়াই। বলি, 'আচ্ছা স্যরি, আর কোনোদিন এসব করার চেষ্টা করবো না। তুমি বলো, আমি যদি ভালো হয়ে যাই তাহলে কি বাচ্চা হবে?'
সূচি খুশি খুশি গলায় বলে, 'তাহলে নিশ্চয় হবে।'
.
আমি দীর্ঘশ্বাস ছাড়ি; 'হ, বালডা হবে!'
বছরের_সেরা_গল্প বছরের_সেরা_গল্প Reviewed by NINDOOK LIFE on December 09, 2019 Rating: 5

ভাই নতুন কালেকশন কি কি আছে?

December 09, 2019
- ভাই নতুন কালেকশন কি কি আছে?
- আপা এই ড্রেসটা দেখেন, একদম নিউ কালেকশন। এবার আসছে। প্রচুর চলতেছে। কুড়ি পিস আনছিলাম আর মাত্র দুই পিস আছে।
- নাহ তাইলে তো কমন হয়ে গেছে। সবাই কিনতেছে। আপনি আনকমন কিছু দেখান।
- তাইলে এইটা দেখেন। গত তিনবছর ধরে দোকানে পড়ে আছে বিক্রি হয়না। একদম আনকমন।
- নাহ এইটার রংটা বেশি গাঢ়। সিম্পিলের মধ্যে কিনবো।
- আচ্ছা, এটা কেমন?
- বেশি হালকা। দাদী নানীদের কালার লাগে। আরেকটু গর্জিয়াস দেখান।
- তাইলে এই মালটা দেখেন। ইমপোর্টের। চায়নিজ কাপড়।
- ধুর, এই সেম ড্রেস গত সপ্তায়ই টিনা কিনে ফেলছে। আপনি এক্সক্লুসিভ কিছু বের করেন।
- এই লালটা কেমন? আপনি ফর্সা মানুষ, লাল আপনাকে মানাবে।
- কি যে বলেন, কই আর ফর্সা। তাছাড়া লাল কেমন খ্যাত খ্যাত কালার।
- এই টিয়াটা কেমন? আরো দুইটা কালার আছে, পার্পেল আর পিংক।
- নাহ, সবই কমন কালার। আজকাল সব মেয়ে পরতেছে। আনকমন কোনো কালার হবেনা?
- আনকমন কালার বলতে? কোন ধরনের লাগবে বলেন।
- ইট অনেক্ষন ভিজিয়ে রেখে তার সাথে কলাপাতা ঘষলে যে কালারটা হয় ঐটা হবে?
- না ম্যাডাম ঐটা হবেনা।
- তাইলে বেশি তেল মশলা দিয়ে গরুর মাংস রান্না করলে যে কালারটা আসে, ঐ কালার পাওয়া যাবে?
- হুম্মম, মাংসে ঝাল বেশি হবে নাকি কম?
- ঐ মিয়া ফাইজলামি করেন?
- স্যরি ম্যাডাম, আমাদের কালেকশনে ঐধরনের কালার নেই।
- আপনাদের কালেকশনে আছেই কোন ঘোড়ার ডিম।
- আপনি আমাকে কনফিউজ করে দিচ্ছেন। ঠিকভাবে বলুন আপনার কেমন ড্রেস চাই।
- উফ, কিভাবে যে বুঝাই। ইয়ে, মানে.. আনকমন টাইপ।
- বুঝেছি। আপনার নিশ্চয় সিম্পিলের মধ্যে গর্জিয়াস চাই। রাইট?
- আরে না না। ঐটা আজকাল খুবই কমন হয়ে গেছে। সবাই কিনতেছে। আমার আরো আনকমন লাগবে। আমার লাগবে গর্জিয়াসের মধ্যে সিম্পিল ডিজাইন। আর কালার লাগবে হালকার মধ্যে গাঢ়। কাপড় হতে হবে সিল্কের মধ্যে সূতি। সবমিলিয়ে সস্তার মধ্যে একটা দামী ড্রেস দেখান।
- নাহ, এরকম কিছু হবেনা আমাদের কাছে। স্যরি।
- তো যা যা দেখালেন এইগুলোই জাস্ট?
- হ্যা, আর কিছু দেখেন দেয়ালের সাথে ডিসপ্লে দেয়া।
- উমমম...ঐ নীচের দিকে কর্নারেরটা বেশ ভালো লাগতেছে। ঐযে সাদাকালোর মধ্যে শ্যাওলা রঙের ছোপ ছোপ। ঐটা আগে দেখাননি কেন? বের করেন তো। কালার ডিজাইন দুইটাই আনকমন।
- স্যরি ম্যাডাম, ঐটা বিক্রির জন্য না।
- কেন, কেন, স্পেশাল নাকি?
- জ্বি ম্যাডাম, ঐটা দিয়ে আমরা দোকানের মেঝে পরিস্কার করি।

ভাই নতুন কালেকশন কি কি আছে?  ভাই নতুন কালেকশন কি কি আছে? Reviewed by NINDOOK LIFE on December 09, 2019 Rating: 5

আমি চোখে দেখা শুরু করেছি

December 09, 2019
না পড়লে চরম মিসঃ
এক
মহিলা ঢাকা শহরে দুপুর
বেলায় ফ্লাট
বাসায় দরজা লাগিয়ে সব
কাপড় খুলে গোসল
করছে।
হঠাৎ দরজায় নক পড়লো।
মহিলা দরজার
ফুটো দিয়ে দেখলো যে পাশের
বাড়ির অন্ধ
ছেলেটা দাঁড়িয়ে আছে।
মহিলা ভাবলো,আমি তো লেংটা
এটা তো আর
ও দেখতে পাবে না। কারণ
ওতো অন্ধ।
মহিলা দরজা খুলে বলল,
কি বাবা কি হয়েছে?
অন্ধ ছেলেটাঃ আন্টি আম্মু
এই
মিষ্টি গুলো পাঠিয়েছে।
মহিলাঃ মিষ্টি কেনো বাবা?
.
.
.
.
.
.
অন্ধ ছেলেঃ 😃আন্টি আজ
সকাল
থেকে আমি চোখে দেখা শুরু
করেছি.😜.!!
মহিলা: কিইইইইইইইইই!!!!!!😭
আমি চোখে দেখা শুরু করেছি আমি চোখে দেখা শুরু করেছি Reviewed by NINDOOK LIFE on December 09, 2019 Rating: 5

বল্টু বিবাহিত হওয়া স্বত্বেও

December 09, 2019
বল্টু বিবাহিত হওয়া স্বত্বেও
বউকে লুকিয়ে অন্য
মেয়ের সাথে
প্রেম করে,
..
..
একদিন চুমু খাওয়ার সময়.
.
.
গার্লফ্রেন্ড তাকে বলল.
.
.
.
‘‘তোমার দাড়ি সেভ কর,
দেখতে বাজে লাগে
বল্টু মনে মনে ভাবল.
.
বউ ভালবেসে এই দাড়ি রাখতে
বলেছে
.
.
আমি সেভ
করলে সে আমাকে মেরে
ফেলবে..
.
.
বলল.. ;
অসুবিধা আছে, দাড়ি সেভ
করা যাবে না.
.
.
রেগে গিয়ে গার্লফ্রেন্ড বললঃ
হয় দাড়ি সেভ করবে..
নইলে
এই বন মানুষের মত দাড়িওলা
মুখ
আমার সাথে আর দেখা করবে না..”
.
.
নিরুপায় হয়ে রাতে বাড়ি
ফেরারপথে
বল্টু সেলুনে দাড়ি কেটে ফেলল..
!
!
!
বউ-এর গালি খাওয়ার ভয়
নিয়ে বাড়ি এসে দেখে!
!
!
বউ সব আলো নিভিয়ে ঘুমিয়ে
পড়েছে...!
!
!
.
বল্টু চুপিচুপি ঘরে ঢুকে
দরজা
আটকে
বউ-এর পাশে শুয়ে পড়ে..!
!
কিছুক্ষন পর...
.
বল্টুর বউ পাশ ফিরে তার
গালে
হাত
বুলিয়ে
চমকিয়ে বলে ওঠে.
!
!
!
.
.
.
.
.
.
.
.
.
“ আবুল তুমি এখনো যাওনি..?
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
একটু পরেই আমার
স্বামী এসে পড়বে পালাও
তাড়াতাড়ি...!!!!!!!!!
এটা শুনে বল্টু বেহুশ
এতদূর যখন
এসেছেন, তাহলে একটা Cmnt
তো চাই ।
বল্টু বিবাহিত হওয়া স্বত্বেও বল্টু বিবাহিত হওয়া স্বত্বেও Reviewed by NINDOOK LIFE on December 09, 2019 Rating: 5

ছোটবেলায় যারা কুকুরের প্রেমে ডিল মারতো

December 09, 2019
আজ সপ্নে দেখছি আরেক জনের বউ👸 নিয়া পালাইতেছি।😎
যাই হোক বউটা 👸 কিন্তু দেখতে #হেব্বি ছিল।😛😜😂

2.
৩ জন রিকশাতে উঠলে সবসময় আমাকেই উপরে বসতে হয়😒
এটাই হলো মধ্যবিত্ততা🐸

3.
- দুর্বল নেট😥
- রিলেশনের জন্য ক্ষতিকর😢
- ইহা সন্দেহ সৃষ্টি করে🤔

4.
I Wish
আমার বেস্টুর যেন এক ডজন
বাচ্চা হয়....!!😂

5.
সিরিয়াস টাইমে ও আমার হাসি পায়😂😂

6.
পাগল হয়ে যাবোরে আমি, পাগল হয়ে যাবো😜

7.
Mon kharap thakly ki koro?
Me: tahiri ar dailog sune 😁

8.
অভিনন্দন🤗
আপনার চ্যাট লিস্টের প্রথম ব্যক্তির
সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে🙄

9.
সুখী মানুষগুলা কখনো রাত জাগেনা
~রাত জাগে "ভাল আছি" বলা মুখোশ পরা মানুষগুলা💔

10.
-Love React ইজ আলগা পিরিত😪😪
-HaHa React ইজ ভালোবাসা😌😌🐸

11.
মোবাইলে প্রিয় মানুষটির নাম্বার কি দিয়ে Save করা📱📱

12.
Bf কে বর ভাবা
আর
হারপিক এর বোতল কে জুস ভাবা এক কথা

13.
সেহেরীর আগে🙄
মা-বাবার ভয়ে ঘুমের ভং ধরে থাকাও একটাহ ট্যালেন্ট😐

14.
ammu: তুই যে কোনো কাজ করস না জামাই বাড়ি গেলে ভাত পাবি??
me: ঠিকি বলছ আমারো ভাত খেতে ভালো লাগে না,,বিরিয়ানী খাবো।

15.
ছোটবেলায় যারা কুকুরের প্রেমে
ডিল মারতো.!🐸
আজ তারা কুকুরের অভিশাপে
Single.!🤓🤣

16.
- লুইচ্চা.!🐸
- অনেক বড় লুইচ্চা.!🙈
- যারা সিনিয়র আপুর সাথে প্রেম
করতে চায়.!🤣

17.
-Mention A Friend 😂
-যে কি না প্রেম করার জন্য লাফালাফি করতাছে 😇

18.
জনি সিন্স বাংলাদেশে জন্মায়লে নাম হইতো সাকিল 😑

19.
লজ্জার কিছু নাই...
আপনি এখন কত টাকার মালিক'
আমি ৫০০....💵

20.
👉এর মধ্যে কোন খবরটা শুনলে আপনি
অনেক বেশি খুশি হবেন।
১-- মোবাইলে কলরেট ১ টাকা ঘন্টা।😇
২-- লটারীতে ৫ লক্ষ টাকা পাইছেন।😶
৩-- পৃথিবীতে আর মশা নাই।😱
৪-- যদি শুনেন পুলিশের গুলিতে দুই নায়ক নিহত।😈
৫-- সারা দিন ইন্টারনেট সংযোগ ফ্রি পাইছেন।😎
৬-- বলিউডের কোন নায়ক বা নায়িকা আপনাকে বিয়ে করবে।😅
৭--কাল থেকে সারা বিশ্ব ইসলাম মোতাবেক চলবে।💚
৮-- আপনার পছন্দের টিম বিশ্বকাপ জিতেছে।😍
৯ -- পরীক্ষা নামক যন্ত্রণা পৃথিবীতে নেই।😱
১০-- আপনার পছন্দের মানুষের সাথে আপনার
বিয়ে হয়ে গেছে।
১১-- পছন্দের দেশটিতে যাওয়ার সুযোগ পেলেন।
যে কোন ১টি বলবেন।😇



ছোটবেলায় যারা কুকুরের প্রেমে ডিল মারতো ছোটবেলায় যারা কুকুরের প্রেমে ডিল মারতো Reviewed by NINDOOK LIFE on December 09, 2019 Rating: 5

প্রেমিকা নিয়োগ বিগ্যপ্তি :-

December 07, 2019
প্রেমিকা নিয়োগ বিগ্যপ্তি :-
''এই ঈদের জন্য একটা গার্লফ্রেন্ড চাই'''
সুবিশাল অফার চলছে। সীমিত সময়ের জন্য অফারটি চলবে।
সে চাইলে সারাজীবনও থাকাতে পারে।
-
শিক্ষাগত যোগ্যতা :
class:6--- Inter 2nd year.
এই উপরে হওয়া যাবে না।
-
উচ্চতা: যাই হোক সমস্যা নেই,
(তাই বলে ফুটবলের মত গোল হওয়া যাবে না বা তাল গাছের মত লম্বা)
ওজন: 35-50kg
(মুটকি গ্রহনযোগ্য নয়)
-
গায়ের রং:
শ্যম বর্ণ হলে ভালো হয়,ফর্সা হলেও কোন সমস্যা নেই,কালো হলেও চলবে, কিন্তু মুখটা মায়াবী হতে হবে।
-(ভুতের মত কালো গ্রহনযোগ্য নয়)
মানসিকতা:
মেয়ের মন মানসিকতা ভালো হতে হবে,হাসি খুসি হওয়া লাগবে,420 মেয়েরা দয়া করে আবেদন করবেন না। 420 মেয়েদের সাথে প্রেম করার চেয়ে সিঙ্গেল থাকা অনেক ভালো।
মেয়ের বয়স 15---20হতে হবে।
(বড় আপু গ্রহনযোগ্য নয়)
-
সুযোগ সুবিধা:
বেতন নাই,তবে মাঝে মধ্যে বেড়াতে যাওয়া, রোমান্স করা,আইসক্রিম-আচার-ফুচকা খাওয়ানো হবে। তবে সবসময় আমি একা খরচ করতে পারব না মাঝে মাঝে তাকেও খরচ করতে হবে।
-
100% লাইফটাইম গ্যারান্টি.....
পদের সংখ্যা : মাত্র একটি (০১)
-(তারপর বিবেচনা করা হবে)
Experience :
experience থাকলে আবেদন করার দরকার নেই...!
-
" "
যোগাযোগ করার ঠিকানা:- আগ্রহী প্রার্থীরা গোপনে ইনবক্স করো...!!
প্রেমিকা নিয়োগ বিগ্যপ্তি :- প্রেমিকা নিয়োগ বিগ্যপ্তি :- Reviewed by NINDOOK LIFE on December 07, 2019 Rating: 5
Powered by Blogger.