Results for কবিতা

একদিন এক রাত করেছি প্রেমের সাথে খেলা | জীবনানন্দ দাশের সেরা প্রেমের উক্তি |

April 08, 2020

একদিন এক রাত  করেছি প্রেমের সাথে খেলা | জীবনানন্দ দাশের সেরা প্রেমের উক্তি | Broken heart | N I N D O O K

প্রেম ভালোবাসা নিয়ে জীবনানন্দ দাশের উক্তি

প্রেম ভালোবাসা নিয়ে কিছু লিখে যাননি এমন কবি সাহিত্যিক নেই বললেই চলে। তবে সবার প্রেম ভালোবাসাবোধ একরকম নয়। কারো কারো ভীষণ গভীর। গভীর প্রেমবোধ সম্পন্ন কবি জীবনানন্দ দাশের প্রেম উক্তি সমূহ নিম্নরুপ-“একদিনএকরাত করেছি প্রেমের সাথে খেলা!

তবু তোমাকে ভালোবেসে
মুহূর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকূলে জেগে রয়
ঘড়ির সময়ে আর মহাকালে
যেখানেই রাখি হৃদয়


তুমি একা! তোমারে কে ভালোবাসে! — তোমারে কি কেউ
বুকে করে রাখে!
জলের আবেগে তুমি চলে যাও
জলের উচ্ছ্বাসে পিছে ধু ধু জল তোমারে যে ডাকে!


আবার আকাশের অন্ধকার ঘন হয়ে উঠেছে :
আলোর রহস্যময়ী সহোদরার মতো এই অন্ধকার।
যে আমাকে চিরদিন ভালোবেসেছে
অথচ যার মুখ আমি কোনদিন দেখিনি,
সেই নারীর মতো
ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়েছে উঠছে।



কী কথা তাহার সাথে? – তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ :
তার প্রেম ঘাস হয়ে আসে।


কারা কবে কথা বলেছিলো,
ভালোবেসে এসেছিলো কাছে,
তারা নেই, তাদের প্রতীক হয়ে তবু,
প্রাচীন কয়েকটি গাছ আছে


রাতের বাতাস আসে
আকাশের নক্ষত্রগুলো জ্বলন্ত হয়ে ওঠে
যেন কাকে ভালোবেসেছিলাম-
তখন মানবসমাজের দিনগুলো ছিল মিশরনীলিমার মতো



সুজাতাকে ভালোবাসতাম আমি
এখনো কি ভালোবাসি?
সেটা অবসরে ভাববার কথা,
অবসর তবু নেই


একদিন এক রাত করেছি প্রেমের সাথে খেলা | জীবনানন্দ দাশের সেরা প্রেমের উক্তি | একদিন এক রাত  করেছি প্রেমের সাথে খেলা | জীবনানন্দ দাশের সেরা প্রেমের উক্তি | Reviewed by NINDOOK LIFE on April 08, 2020 Rating: 5

কবিতা

March 12, 2019
ভালোবাসি তোমায় আমি

তোমার থেকেও অনেক অনেক
অনেক বেশি!
মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে
তুমি কি শুধুই আমার স্বপ্ন,
নাকি আমার বাস্তবতা?
তুমি কি আমার ভালোবাসা,
নাকি আকাশে উড়ে যাওয়া কোন
মেঘমালা?

জানতে ইচ্ছে হয় 
তোমাকে কি আমি সত্যিই
এতটা ভালোবাসি?
যতটা না নিজেকে ভালোবাসি!
ইচ্ছে হয়- নিজের অজান্তেই
তোমাকে বলে দেই,
কতটা ভালোবাসি তোমাকে!
পরক্ষণেই কোন এক ভয়
আমাকে আকড়ে ধরে!
সে ভয় আর কিছুই নয়,
সে তোমাকে হারানোর ভয়!
ইচ্ছে হয়, তোমাকে নিয়ে নীল
আকাশে উড়ে বেড়াই
হেঁটে বেড়াই অচেনা গ্রাম্য পথে।
ইচ্ছের ঝুড়িতে বাঁধা পরে,
তোমাকে নিয়ে নদীর জলে খেলা
করার সঁখ, তোমাকে নিয়ে বৃষ্টিতে
ভেঁজার সঁখ অনেক দিনের,
বৃষ্টির জল গুলো হাতের মুঠোয়
নিয়ে দেখবার সঁখ! তা কি তুমি কাছে
থাকার মূহুর্ত গুলোকে মনে আটকে
রাখতে পারবে?
নাকি জলের মতই ঝরে পড়বে অঝর
ধারায়!
ইচ্ছে হয়, তোমাকে নিয়ে জ্যোৎস্না
স্নান করব নিশ্চুপ রাতে
রাতের পথে হেঁটে বেড়াবো তোমার
হাতটি ধরে।
রাতের মিষ্টি প্রহর গুলোকে অনুভব
করব নিজের মাঝে!
আজ সত্যি তোমাকে খুব
বলতে ইচ্ছে করছে,,
ভালোবাসি তোমায় আমি,
তোমার থেকেও
অনেক অনেক অনেক
বেশি!
কবিতা কবিতা Reviewed by NINDOOK LIFE on March 12, 2019 Rating: 5
Powered by Blogger.