প্রেম ও ভালোবাসা নিয়ে জীবনানন্দ দাশের উক্তি
প্রেম ভালোবাসা নিয়ে কিছু লিখে যাননি এমন কবি সাহিত্যিক নেই বললেই চলে। তবে সবার প্রেম ও ভালোবাসাবোধ একরকম নয়। কারো কারো ভীষণ গভীর। গভীর প্রেমবোধ সম্পন্ন কবি জীবনানন্দ দাশের প্রেম উক্তি সমূহ নিম্নরুপ-“একদিন—একরাত করেছি প্রেমের সাথে খেলা!
তবু তোমাকে ভালোবেসে
মুহূর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকূলে জেগে রয়
ঘড়ির সময়ে আর মহাকালে
যেখানেই রাখি এ হৃদয়
মুহূর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকূলে জেগে রয়
ঘড়ির সময়ে আর মহাকালে
যেখানেই রাখি এ হৃদয়
তুমি একা! তোমারে কে ভালোবাসে! — তোমারে কি কেউ
বুকে করে রাখে!
জলের আবেগে তুমি চলে যাও —
জলের উচ্ছ্বাসে পিছে ধু ধু জল তোমারে যে ডাকে!
বুকে করে রাখে!
জলের আবেগে তুমি চলে যাও —
জলের উচ্ছ্বাসে পিছে ধু ধু জল তোমারে যে ডাকে!
আবার আকাশের অন্ধকার ঘন হয়ে উঠেছে
:
আলোর রহস্যময়ী সহোদরার মতো এই অন্ধকার।
যে আমাকে চিরদিন ভালোবেসেছে
অথচ যার মুখ আমি কোনদিন দেখিনি,
সেই নারীর মতো
ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়েছে উঠছে।
আলোর রহস্যময়ী সহোদরার মতো এই অন্ধকার।
যে আমাকে চিরদিন ভালোবেসেছে
অথচ যার মুখ আমি কোনদিন দেখিনি,
সেই নারীর মতো
ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়েছে উঠছে।
কী কথা তাহার
সাথে?
– তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ :
তার প্রেম ঘাস হয়ে আসে।
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ :
তার প্রেম ঘাস হয়ে আসে।
কারা কবে কথা
বলেছিলো,
ভালোবেসে এসেছিলো কাছে,
তা’রা নেই, তাদের প্রতীক হয়ে তবু,
প্রাচীন কয়েকটি গাছ আছে
ভালোবেসে এসেছিলো কাছে,
তা’রা নেই, তাদের প্রতীক হয়ে তবু,
প্রাচীন কয়েকটি গাছ আছে
রাতের বাতাস আসে
আকাশের নক্ষত্রগুলো জ্বলন্ত হয়ে ওঠে
যেন কাকে ভালোবেসেছিলাম-
তখন মানবসমাজের দিনগুলো ছিল মিশরনীলিমার মতো
আকাশের নক্ষত্রগুলো জ্বলন্ত হয়ে ওঠে
যেন কাকে ভালোবেসেছিলাম-
তখন মানবসমাজের দিনগুলো ছিল মিশরনীলিমার মতো
সুজাতাকে ভালোবাসতাম আমি
—
এখনো কি ভালোবাসি?
সেটা অবসরে ভাববার কথা,
অবসর তবু নেই
এখনো কি ভালোবাসি?
সেটা অবসরে ভাববার কথা,
অবসর তবু নেই
একদিন এক রাত করেছি প্রেমের সাথে খেলা | জীবনানন্দ দাশের সেরা প্রেমের উক্তি |
Reviewed by NINDOOK LIFE
on
April 08, 2020
Rating:
Khub sundor kisu kta chilo! Onek valo lageche
ReplyDelete