জাকির বাবুর্চির ১২ কেজি খাসি ও ৫ কেজি বাসমতী চালের কাচ্চি বিরিয়ানি রান্না | Mutton Kacchi Biryani

জাকির বাবুর্চির ১২ কেজি খাসি কেজি বাসমতী চালের কাচ্চি বিরিয়ানি রান্না | Mutton Kacchi Biryani

খাসির গোশত১২ কেজি

বাসমতী চাল কেজি

আলু কেজি

তেলদেড় লিটার

প্রথমে, গোশতে

লবন টেবিল চামুচ

জর্দার রংদেড় চা চামুচ

দিয়ে মেখে ২০/২৫ মিনিট রেখে ধুয়ে নিতে হবে।

আলু ছিলে, পছন্দমতো টুকরা করে,

শাহী জিরাআধা চা চামুচ

জর্দার রংপছন্দমতো

শাহী এলাচি - টা

দারুচিনি/ টুকরা

তেজপাতা টা

এলাচি/  টা

লবনস্বাদ মতো

দিয়ে মেখে নিতে হবে। তেল গরম করে সিকি কাপ চিনি দিয়ে ভেঁজে, চিনি কারামেল হলে আলু তার সাথের সব মশলা দিয়ে ভেঁজে নিতে হবে।

এলাচি২০/২২ টা

দারুচিনি -১৫/১৬ টুকরা

বড় বা শাহী এলাচি টা

জায়ফল টা

জয়ত্রি টেবিল চামুচ

পোস্তদানা টেবিল চামুচ

সব একসাথে বেটে নিয়ে আধা কাপের মতো বানাতে হবে( এই পরিমান মশলায় আধা কাপ না হলে, আনুপাতিক ভাবে মশলা বাড়িয়ে বা যোগ করেআধা কাপকরে নিতে হবে)

গোশত ধুয়ে, এর সাথে একটু জর্দার রং

পেপে বাটা বা কুচি টেবিল চামুচ

লেবুর রস - টেবিল চামুচ

বাদাম বাটাআধা কাপ (যে কোনও বাদাম)

আদা বাটাপৌনে এক কাপ

 রসুন বাটাআধা কাপ

মরিচের গুড়াআধা কাপ

টমেটো কেচাপসিকি কাপ

পিয়াজের বেরেস্তাআড়াই কাপ

টক দইদেড় কাপ

কেওরা জলএক টেবিল চামুচ এর সাথে একটু জাফারান দিয়ে ভিজিয়ে নিতে হবে

লবনস্বাদ মতো

চিনি-সিকি কাপ

মেখে নিতে হবে। এর উপরঃ

ভাঁজা আলু গুলা

মাওয়া - আধা কাপ

গুড়া দুধ কাপ

আলু বোখারা১২/১৫ টা

কিশমিশআধা কাপ

সমান ভাবে ছড়িয়ে দিতে হবে।

চাল ধুয়ে, যথেষ্ট পানি গরম করে, তার মদ্ধে,

এলাচি টা

শাহী জিরা চা চামুচ

তেজপাতা টা

দারুচিনি/ টা

লবনস্বাদ মতো

দিয়ে ৬০-৭০% সিদ্ধ করে নিতে হবে।

এবার গোশতর উপর চাল দিয়ে,  এক বা দেড় কাপ পানি নিয়ে দিয়ে, আধা কাপ ঘিছরিয়ে দিয়ে পাত্রের মুখ আটা দিয়ে সিল করে জ্বাল দিতে হবে ২০/২৫ মিনিট, যতক্ষন না বাস্প বের হয়  তারপর আর দেড় ঘণ্টা দমে রাখতে হবে।

জাকির বাবুর্চির ১২ কেজি খাসি ও ৫ কেজি বাসমতী চালের কাচ্চি বিরিয়ানি রান্না | Mutton Kacchi Biryani জাকির বাবুর্চির ১২ কেজি খাসি ও ৫ কেজি বাসমতী চালের কাচ্চি বিরিয়ানি রান্না | Mutton Kacchi Biryani Reviewed by NINDOOK LIFE on December 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.