ঢাকা বিশ্ববিদ্যালয় 'চ' ইউনিটের বিস্তারিত তথ্যঃ_( Admission test All Public University 2022-2023 )


 ঢাকা বিশ্ববিদ্যালয় '' ইউনিটের বিস্তারিত তথ্যঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় '' ইউনিট বা চারুকলা অনুষদের অধীনে টি বিভাগের জন্য মোট ১৩৫ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা নিবে।

আবেদনের নূন্যতম যোগ্যতাঃ

 দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) পরীক্ষায় অংশগ্রহন করা যাবে না।

শিক্ষাগত যোগ্যতাঃ

পরীক্ষার্থীকে অবশ্যই চতুর্থ বিষয় সহ এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে . এবং এইচএসসি/সমমান পরীক্ষায় . এবং দুটায় মিলিয়ে কমপক্ষে . পেতে হবে।

ভর্তি পরীক্ষার বিষয় সমূহঃ

ভর্তি পরীক্ষা দুইটি ধাপে অনুষ্ঠিত হবে

১। সাধারণ জ্ঞান ৫০ নম্বর

২। অঙ্কন (ফিগার ড্র্যয়িং) ৭০ নম্বর

মানবন্টনঃ

ভর্তি পরীক্ষা - ১২০ মার্ক। এই ইউনিটে/ '' ইউনিটে জিপিএ এর উপর কোন মার্ক নির্ধারণ হবে না। ভর্তি পরীক্ষা দুইটি অংশে অনুষ্ঠিত হবে।

প্রথম অংশ ভর্তি পরীক্ষায় ৫০ টি MCQ প্রশ্ন থাকবে। যার প্রতিটির মান অর্থাৎ ৫০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মোট সময় ঘন্টা।

*অর্থাৎ প্রতিটি প্রশ্ন উত্তর করার জন্য সময় পাবে মাত্র ৭২ সেকেন্ড।

প্রথমাংশের ফলাফলের ভিত্তিতে প্রথম ১৫০০ জনকে অঙ্কন পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হবে। এই পরীক্ষার নম্বর ৭০ অর্থাৎ অঙ্কন (ফিগার ড্র্যয়িং) ৭০ নম্বর। এবং সময় মাত্র ঘন্টা ৩০ মিনিট।

*মোট ১২০ মার্ক হতে ৪৮ পেলেই কেবল মাত্র পরীক্ষার্থী পাশ করেছে বলে গন্য করা হবে।

মোস্ট ডিমান্ডেড সাবজেক্টঃ

১। গ্রাফিক ডিজাইন

২। ভাস্কর্য

৩। কারুশিল্প

৪। প্রিন্টমেকিং

৫। অঙ্কন চিত্রায়ন

বিষয় আসন সংখ্যাঃ

১। অঙ্কন চিত্রায়ন - ৩০

২। গ্রাফিক ডিজাইন - ২৫

৩। শিল্পকলার ইতিহাস - ১৮

৪। কারুশিল্প - ১৫

৫। প্রাচ্যকলা - ১৫

৬। প্রিন্টমেকিং - ১২

৭। ভাস্কর্য - ১০

৮। মৃৎশিল্প - ১০

মোট আসন সংখ্যা ১৩৫ টি।

ঢাকা বিশ্ববিদ্যালয় 'চ' ইউনিটের বিস্তারিত তথ্যঃ_( Admission test All Public University 2022-2023 ) ঢাকা বিশ্ববিদ্যালয় 'চ' ইউনিটের বিস্তারিত তথ্যঃ_( Admission test All Public University 2022-2023 ) Reviewed by NINDOOK LIFE on December 04, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.