🔥প্রাণীজগতের পর্বগুলির চোদ্দগুষ্টি 🔥
🔴 আমরা সকলেই জানি যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রাণিজগৎ এর নয়টি পর্ব থেকে সব পরীক্ষায় একটা হলেও প্রশ্ন এসে থাকে। কিন্তু যখন আমরা সবগুলি পর্ব এর বৈশিষ্ট্য এবং উদাহরণ মুখস্ত করতে যাই তখন আমাদের মুখস্ত হলেও পরবর্তীতে আমরা সেগুলি গুলিয়ে ফেলি। তাই আজকে আমরা ছোট ছোট ছন্দের মাধ্যমে প্রাণিজগৎ এর পর্বগুলির ৩/৪ টি করে বৈশিষ্ট্য জেনে নিব।
💥 আর পোস্টটিতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলো তুলে ধরা আছে, তাই সবাই শেয়ার করে টাইমলাইনে রেখে দিও, পরবর্তীতে কাজে আসবে, অন্তত পরীক্ষার আগে একবার হলেও দেখে নিতে পারবে।
▪ শুরুতেই আমরা প্রাণিজগৎ এর প্রথম পর্ব পরিফেরা সম্পর্কে জেনে নেই।
🔥 মনে রাখব যে ছন্দটিঃ পরি মনি স্পিক ফর অস্কার।
এখানে, পরি এর " প " তে পরিফেরা
মনি এর " নি " তে নিশ্চল
স্পিক এর " স্প " তে স্পিকিউল, স্পঞ্জিন ও স্পঞ্জোসিল গহ্বর
অস্কার এর " অ " তে অস্টিয়া ও অসকুলাম
অর্থাৎ, পরিফেরা পর্বের প্রাণিরা #নিশ্চল। এদের দেহে #স্পিকিউল #স্পঞ্জিন #স্পঞ্জোসিল গহ্বর রয়েছে। দেহ প্রাচীর #অস্টিয়া নামক ছিদ্রযুক্ত এবং #অসকুলাম নামক ছিদ্রপথ রয়েছে।
উদাহরণঃ Scypha gelatinosum,Spongilla sp. প্রভৃতি।
▪এবারে আমরা প্লাটিহেলমেনথিস পর্ব সম্পর্কে জেনে নিব।
🔥ছন্দঃ পালিয়ে আসলো শিলা & দিপীকা।
এখানে, পালিয়ে এর " প " তে প্লাটিহেলমেনথিস
আসলো এর " আ " তে অ্যাসিলোমেট
শিলা এর " শি " তে শিখা কোষ
দিপীকা এর " দি " তে দ্বি-পার্শীয় প্রতিসম এবং " কা " তে কিউটিকল
অর্থাৎ, প্লাটিহেলমেনথিস পর্বের প্রাণীরা #দ্বি-পার্শীয় প্রতিসম এবং #অ্যাসিলোমেট(সিলোমবিহীন) প্রাণী। এদের রেচনতন্ত্র #শিখাকোষ নিয়ে গঠিত। দেহ #কিউটিকলে আবৃত।
উদাহরণঃ Fasciola hepatica, Taenia solium, প্লানেরিয়া প্রভৃতি।
▪এবারে নেমাটোডা পর্ব সম্পর্কে জেনে নেয়া যাক।
🔥ছন্দঃ নেইমার দিপীকার জন্য স্যাড(দুঃখিত)
এখানে, দিপীকা এর " দি " তে দ্বি-পার্শীয় প্রতিসম এবং " কা " তে কাইটিন
স্যাড এর " স্যা" তে স্যুডোসিলোমেট
অর্থাৎ, নেমাটোডা পর্বের প্রাণীরা #দ্বি-পার্শীয় প্রতিসম,এদের দেহ #স্যুডোসিলোমেট এবং #কাইটিনে আবৃত। এছাড়াও এদের দেহে #সংবহনতন্ত্র ও #শ্বসনতন্ত্র অনুপস্থিত।
উদাহরণঃ Loa loa,Ascaris lumbricoides (গোল কৃমি বা কেচো কৃমি), Enterobius vermicularis (গুড়াকৃমি) প্রভৃতি
▪এবারে প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব মলাস্কা সম্পর্কে জেনে নেয়া যাকঃ
🔥ছন্দঃ মিলা গেলো হিমুর মামার কাছে
এখানে, মিলা এর " ম " তে মলাস্কা
হিমু এর " হি " তে হিমোসিল
মামার " মা " তে ম্যান্টল, " র " তে র্যাডুলা
কাছে এর " কা " তে কাইটিন
অর্থাৎ, মলাস্কা পর্বের প্রাণীরা #ম্যান্টল নামক পাতলা আবরণে আবৃত। দেহ গহ্বর খুবই সংক্ষিপ্ত ও #হিমোসিলে পরিণত হয়েছে। মুখ বিবরে কাইটিন নির্মিত র্যাতি-জিহ্বা বা র্যাডুলা থাকে।
উদাহরণঃ Pila globasa (আপেল শামুক), Octopus vulgaris প্রভৃতি।
▪এবারে প্রাণীজগতের ষষ্ঠ পর্ব অ্যানেলিডা সম্পর্কে জেনে নিবঃ
🔥ছন্দঃ অ্যানি পড়ল সোনার খনিতে
এখানে, অ্যানি এর " অ্যা " তে অ্যানেলিডা
পড়ল এর " প " তে প্যারাপেডিয়া
সোনা এর " স " তে সিটা
খনি এর " খ " তে খন্ডকায়ন ও " নি " তে নেফ্রিডিয়া
অর্থাৎ, অ্যানেলিডা পর্বের প্রাণীদের দেহ খন্ডকায়িত। এদের চলনঅঙ্গ কাইটিনময় সিটি বা পেশল প্যারাপেডিয়া। নেফ্রিডিয়া নামক প্যাচানো নালিকা প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করে।
উদাহরণঃ Hirudinaria manillensis, Metaphire posthuma প্রভৃতি।
▪ সর্বশেষ একাইনোডার্মাটা পর্ব সম্পর্কে জেনে নেয়া যাকঃ
🔥ছন্দঃ একা & হিমেল পালালো এম্বুলেন্সে
এখানে, "একা" তে একাইনোডার্মাটা
হিমেল এর " হি " তে হিমালতন্ত্র
পালালো এর " প " তে পেরিহিমালতন্ত্র
এম্বুলেন্স এর " এ" তে এম্বুলাক্রাল খাদ ও " স" তে সামুদ্রিক
অর্থাৎ, একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা সম্পূর্ণ #সামুদ্রিক। এদের মৌখিক তলে পাচটি #এম্বুলাক্রাল খাদ উপস্থিত। এদের দেহে রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত থাকায়, #হিমালতন্ত্র ও #পেরিহিমালতন্ত্র রক্ত সংবহন এর কাজ করে থাকে।
উদাহরণঃ সমুদ্র তারা,সাগর ডেইজি, সমুদ্র পদ্ম, সাগর আর্চিন প্রভৃতি।
🔴 আজকের এই পোস্টে নিডারিয়া,আর্থপোডা এবং কর্ডাটা পর্ব সম্পর্কে লিখলাম না। কারণ এই পর্বগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা বইয়ে আছে, আর সবাই পড়েও নিয়েছো। তাই বাকি ৬ টি পর্ব সম্পর্কে লিখলাম।
আর হ্যা আমি বলছি উপরের তথ্যগুলি থেকে পরীক্ষায় ১০০% কমন এসে যাবে। তাই বার বার খুজে বের করার চেয়ে পোস্টটি টাইমলাইনে শেয়ার করে রেখে দাও।
আর এরকম নিত্যনতুন পোস্ট পেতে আইডি ফলো করে রাখো।
No comments: