গ্রামের রাস্তায়
একটু ভালো করে লক্ষ করুণ! মোটরসাইকেল চালক পেছনে বসা বয়স্ক লোকটিকে গামছা দিয়ে বেঁধে রেখেছেন
আমার মোটরসাইকেলটা সামনের দিকে নিয়ে জিজ্ঞেস করলাম, ভাই গামছা দিয়ে বেঁধে রেখেছেন কেন? চালক উত্তরে বললেন, "উনি আমার আব্বা। বয়স হয়েছে। চোখে কম দেখে, আবার মোটরসাইকেলে উঠলে আব্বার মাথা ঘুরায়! এজন্য আব্বাকে আমার সাথে বেঁধে রেখেছি যাতে পড়ে না যায়! আব্বা তো!
আমার আব্বার কাছেও আমি খুবই দুর্বল! আব্বা যদি কোন কিছু বলে তাহলে না করতে পারি না। এক সময় আব্বা আমাদের জন্য অনেক অনেক কষ্ট করেছেন। একটা সময় যদি আমরা আব্বাদের সম্মান, শ্রদ্ধা আর তাদের চাহিদা গুলো পূরণ করতে না পারি তাহলে সন্তান হিসেবে ব্যর্থতার দায় নিতে হবে আমাদের
প্রিয় বাবারা ভালো থাকুক, ভালো থাকুক বৃদ্ধ বাবারা...
No comments: