ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

যখন আমরা এইচএসসি পরীক্ষা দিয়ে শেষ করে ফেললেই রেজাল্টের আশায় বসে থাকি তখন আবার অনেকে ভাবি যে পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আমাদের কোন কোন বইগুলো পড়া দরকার বা কোথায় কোথায় পড়তে হবে? কেউ কেউ কোচিং সেন্টারে ভর্তি হয় বা যার সামর্থ্য নেই সে চিন্তা করে যে কোন একটা ভালো যদি বই পাই, তাহলে আমার জন্য ভাল হয় আমি পড়তে পারব বা আমি কোন ভার্সিটিতে চান্স পেতে পারি?

এখন যেহেতু দেশের পরিস্থিতি ভালো না তার কারণে মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন সকল এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাস বা জেএসসি ও এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে রেজাল্টের মূল্যায়ন করা হবে সে ক্ষেত্রে আমাদের হাতে সময় খুব কম কারণ সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আর নয় শেষের সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে?  ভার্সিটির ভর্তি কার্যক্রম শুরু হয়ে যেতে পারে জানুয়ারি থেকেই সে ক্ষেত্রে আমাদের হাতে সময় খুব কম এখন যা করতে হবে আমাদের তাহলে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে কি করে কোন একটা ভার্সিটিতে চান্স পাওয়া যায়? আর এখন আমরা সে বিষয়ে কথা বলব কোন কোন বই পড়লে ভালো হবে নাকি কি করলে কিভাবে পড়লে ভালো হবে সেটা সম্পর্কে একটু ধারনা দেওয়ার চেষ্টা করব?

২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে ঢাবি ভর্তি পরীক্ষায় নতুন পদ্ধতি চালু করা হয়েছে উক্ত ভর্তি পরীক্ষা থেকে এমসিকিউ   লিখিত পরীক্ষার প্রচলন করা হয়। আজকে ঢাবি ভর্তি পরীক্ষার নতুন পদ্ধতি অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা

ক ইউনিট আসন সংখ্যা

১৭৪০ টি

খ ইউনিট আসন সংখ্যা

২৩৬৩ টি

গ ইউনিট আসন সংখ্যা

১২৫০ সিট

 

 ঘ ইউনিট আসন সংখ্যা

 


১৬১০ সিট।

বিজ্ঞান বিভাগের জন্য   ১১৪৭ টি

মানবিক বিভাগের জন্য ৫৩ টি

ব্যবসা শিক্ষা বিভাগের জন্য  ৪১০ টি

চ ইউনিট আসন সংখ্যা

১৩৫ সিট।

আইবিএ আসন সংখ্যা

১২০ সিট।

মোট আসন সংখ্যা

৭২১৮জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা

যাদের কোন সাবজেক্টে বি গ্রেডের কম আছে, অর্থাৎ সি ডি গ্রেড আছে এবং এস এস সি এইস এস সি রেজাল্ট সাইন্স কমার্সের শিক্ষার্থীদের যদি . এর উপরে আলাদা ভাবে থাকে তাহলে তারা নিজেদের স্ব স্ব ইউনিটে পরীক্ষা দিতে পারবে।

-ইউনিট (বিজ্ঞান বিভাগ)

বিজ্ঞান কৃষিবিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বাের্ডের বিজ্ঞান শাখায় আলিম IGCSE/O Level এবং IAL/GCE A Level পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএদ্বয়ের যােগফল ন্যুনতম . (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ . থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।

-ইউনিট (মানবিক বিভাগ)

মানবিক শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বাের্ডের  উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম . (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ . থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।

-ইউনিট (ব্যবসায় শিক্ষা বিভাগ)

ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম . (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ . থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের একাউন্টিং বিষয়টি অবশ্যই থাকতে হবে এবং উক্ত বিষয়ে ন্যূনতম বি-গ্রেড (গ্রেড-পয়েন্ট .) হতে হবে।

-ইউনিট ( সমন্বিত কিভাগ)

মানবিক শাখার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মদ্রাসা শিক্ষা বাের্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থীর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম . (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম . থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।

বিজ্ঞান, কৃষিবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা শিক্ষা বাের্ডের বিজ্ঞান শাখা থেকে আগত যে সকল প্রার্থীর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম . (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম . থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।

ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের মধ্যে যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম . (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম . থাকতে হবে) আছে কেবল তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কোন বিষয়ে বি-গ্রেড (গ্রেড পয়েন্ট .) এর নিচে আবেদন গ্রহণযােগ্য হবে না।।

-ইউনিট (চারুকলা বিভাগ)

, অঙ্কন চিত্রায়ণ . গ্রাফিক ডিজাইন . প্রিন্টমেকিং . প্রাচ্যকলা . মৃৎশিল্প . ভাস্কর্য . কারুশিল্প . শিল্পকলার ইতিহাস। | উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার যে কোন শাখায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ)

প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম . (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ . | থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।

সুতরাং কারও যদি দূর্ভাগ্যবশতও গ্রেড পয়েন্ট SSC অথবা HSC তে . এর নিচে আছে তাদের আর কোন ভয় নেই। তোমরা নিজেদের ইউনিটে পরীক্ষা দিতে পারবে শুধু ইউনিট বাদে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ Reviewed by NINDOOK LIFE on October 12, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.