বছর কয়েক আগে খুব কাছের এক মানুষের উপর রাগ করেছিলাম, ভুল মানুষের প্রেমে পড়েছ বলেই তোমার শহরে আজ শুধুই বিষন্নতা।

 বছর কয়েক আগে খুব কাছের এক মানুষের উপর রাগ করেছিলাম, ভুল মানুষের প্রেমে পড়েছ বলেই তোমার শহরে আজ শুধুই বিষন্নতা। 


বছর কয়েক আগে খুব কাছের এক মানুষের উপর রাগ করেছিলাম৷

খুবই সামান্য বিষয়ে৷মানুষটাকে যা তা অপমানও করেছিলাম,বলেছিলাম চেহারাও দেখতে চাইনা তার৷

তারপর কথা হয়নি অনেকদিন ...

একদিন রাস্তায় সে আমাকে দেখে মুচকি হেসে বললো - 'কেমন আছো ? '

আমি সেদিন অহেতুক একটু ভাব নিয়েছিলাম, উত্তর দেইনি আর৷ ভেবেছিলাম দু'একদিন পর নিজেই গিয়ে কথা বলে ঠিক করে নেবো৷

মানুষটা দু'দিন পরই হঠাৎ বাইক এক্সিডেন্টে মারা গেলো!

আমার আর ঠিক করা হলো না বন্ধুত্বের সম্পর্কটা৷ বিষয়টা আজও আমায় গভীর ভাবে নাড়া দেয়! নিজেই নিজেকে ক্ষমা করতে পারিনা৷ চোখ বন্ধ করলেই মনে হয় ,সে যেনো মুচকি হেসে বলছে - 'সেদিন একটু ভালো করে কথা বললে তোমার কি খুব ক্ষতি হতো ? '

মানুষের জীবন আর কঁচুপাতার পানির মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই৷ কখন কে কিভাবে জিবন থেকে হারিয়ে যাবে,ক্ষমা চাওয়ার সুযোগটাও হয়তো হবেনা৷ ক্ষণস্থায়ী জীবনে মান অভিমানগুলোও পুষে রাখাটা বোকামী৷ কখন যে কে কাকে বিবেকের কাছে অপরাধী করে দুনিয়ার মায়া ত্যাগ করবে বলা মুশকিল৷

যতক্ষণ পর্যন্ত সুযোগ আছে ততক্ষণ পর্যন্ত মিলেমিশে থাকা উচিত৷

নিজেকে খুব বেশি বিশেষ কিছু ভাবার মাঝে মহত্ব নেই৷হারিয়ে যাওয়া মানুষ বা প্রিয় জিনিসটাকে স্মৃতিতে খুঁজে বেড়ানোটা আসলেই ব্যাপক মূর্খতা৷

 

ভুল মানুষের প্রেমে পড়েছ বলেই তোমার শহরে আজ শুধুই বিষন্নতা। 🍁

তুমি তাকে যতই তোমার সবটুকু দিয়ে আঁকড়ে ধরে থাকতে চেয়েছ সে ততই গুটিয়ে নিয়েছে তার সত্ত্বাটিকে। 🌿

তুমি যাকে চেয়েছ সে হয়তো চেয়েছে অন্য কাউকে।এভাবেই কিছু সরল সমীকরণ বুঝতে না পেরেই অনেক গরমিল করে নিয়েছ নিজের সুখের সাথে।💔

তার দেওয়া সহজ অবহেলার স্বীকারোক্তি গুলো বুঝেও না বুঝার ভান করে থেকে অন্যায় করেছ নিজের সাথেই।🍀🍀

যে চলে যেতে চায় তাকে বেঁধে না রেখে বাঁধন ছেড়ে দিতে হয়।

সঠিক সময়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কিছু স্বীদ্ধান্ত নিতে হয়।🌸🌸


বছর কয়েক আগে খুব কাছের এক মানুষের উপর রাগ করেছিলাম, ভুল মানুষের প্রেমে পড়েছ বলেই তোমার শহরে আজ শুধুই বিষন্নতা। বছর কয়েক আগে খুব কাছের এক মানুষের উপর রাগ করেছিলাম, ভুল মানুষের প্রেমে পড়েছ বলেই তোমার শহরে আজ শুধুই বিষন্নতা। Reviewed by NINDOOK LIFE on September 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.