ইমাম মাহদি (আঃ) এর আত্মপ্রকাশ হয়তো আর বেশি দূরে নয়। এটা ইউরোপের কোন
দেশের চিত্র নয়; এটা হলো সৌদি আরবের বর্তমান চিত্র। সৌদি আরবে এভাবে অতীতে
কখনও বরফ পড়েছিল কি না আমার জানা নেই। বরফে ঢাকা সৌদির চিত্র দেখে মনে পড়ে
গেল নবীজীর সেই ভবিষ্যৎবাণীর হাদিস!!!
রাসূল (সঃ) বলেছেন, কাবা ঘরে পাশে ইমাম মাহদি (আঃ) এর আত্মপ্রকাশ ঘটবে, মুমিনরা দেখে উনাকে চিনতে পারবে। মুমিনরা যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও যেন ইমাম মাহদির হাতে বাইয়্যাত গ্রহণ করে।
সে যুগে কেউ কল্পনাও করতে পারেনি এভাবে বরফ পড়বে সৌদিতে।" হাদিসে রাসুল (সঃ) বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও বাইয়্যাত গ্রহণের নির্দেশ" পৃথিবীবাসী যেন তার বাস্তবতা উপলব্ধি করতে পারছে। নবীজির ভবিষ্যৎবাণী তা আজ বাস্তব হয়েছে।
রাসূল (সঃ) বলেছেন, কাবা ঘরে পাশে ইমাম মাহদি (আঃ) এর আত্মপ্রকাশ ঘটবে, মুমিনরা দেখে উনাকে চিনতে পারবে। মুমিনরা যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও যেন ইমাম মাহদির হাতে বাইয়্যাত গ্রহণ করে।
সে যুগে কেউ কল্পনাও করতে পারেনি এভাবে বরফ পড়বে সৌদিতে।" হাদিসে রাসুল (সঃ) বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও বাইয়্যাত গ্রহণের নির্দেশ" পৃথিবীবাসী যেন তার বাস্তবতা উপলব্ধি করতে পারছে। নবীজির ভবিষ্যৎবাণী তা আজ বাস্তব হয়েছে।
আল্লাহ যেন আমাদেরকে ইমাম মাহদি (আঃ) এর হাতে বাইয়্যাত গ্রহণ করার তাওফিক দেন, উনার সৈনিক হিসেবে কবুল করেন, আমিন।
ইমাম মাহদি (আঃ) এর আত্মপ্রকাশ হয়তো আর বেশি দূরে নয়।
Reviewed by NINDOOK LIFE
on
January 28, 2020
Rating:

No comments: