এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দুটি কথা
*হাতে আছে মাত্র দুই মাস সময়,,এই দুই বছর কি করছো জানি না তবে এই দুই মাস যদি ভালোভাবে পড়াশোনায় মনোযোগী হও তাহলে ও কিন্তু ভাল রেজাল্ট করা সম্ভব
*এই দুই মাস তোমাকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ পরিশ্রম করার,,যত পড়তে পারবে তত রেজাল্ট ভালো করতে পারবে
*তোমরা তো সবাই জানো এইচএসসি পরীক্ষার পরেই তোমরা জীবনের একটা বড় যুদ্ধক্ষেত্রে নামবে
*এই যুদ্ধক্ষেত্রেই তোমার ভবিষ্যত নির্ধারিত হবে
*তুমি যখন এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবা তখন বুঝতে পারবা এতদিন যে পরীক্ষা গুলো দিয়েছি সেগুলো আসলে কোন পরীক্ষাই না । এখানে তোমাকে একটি সিটের জন্য হাজার হাজার ব্রিলিয়ান্ট ছাত্র-ছাত্রীদের সাথে লড়াই করতে হবে।
*একটা বিষয় মনে রাখবে এই ভর্তি পরীক্ষায় 0.25 মার্কের জন্য তুমি কয়েক হাজার র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকবে
*এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপিএ এর উপর প্রায় সব বিশ্ববিদ্যালয়ের নাম্বার থাকে,,, তাই বলবো হেলায় সময় নষ্ট না করে সামনের এসএসসি পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নাও
**এই এইচএসসির রেজাল্ট খারাপ হলে সারা জীবন আফসোস করবে আমার মত,,,, যখন দেখবে একটুর জন্য তোমার চান্স হচ্ছেনা।
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দুটি কথা
Reviewed by NINDOOK LIFE
on
January 28, 2020
Rating:

No comments: