হুজুরের ভালোবাসা

হুজুরের ভালোবাসা🌹
হুজুর একটা মেয়েকে খুব ভালোবাসে তাই বলে দিলো I lOVE YOU
মেয়ে : কি করো তুমি
হুজুর: মসজিদে চাকরি করি।
মেয়ে : আছে কি তোমার।
হুজুর: মনের মধ্যে ভালোবাসা আর হালাল কিছু টাকা।
মেয়ে : আমাকে কি খায়াবে।
হুজুর : আল্লাহ রিজিকে যা রাখছে তাই খায়াবো।
মেয়ে : তোমার পরিবারে কে কে আছে।
হুজুর : আমি, বাবা,মা,আর ছোট বোন।
মেয়ে: তো হটাত আমাকে বলার কারণ কি।
হুজুর: কারণ হলো বাবা মা বিয়ে করতে আদেশ দিছে তাই।
মেয়ে : হুম,তো না দিলে কি করতে।
হুজুর : কিছু করতাম না।
মেয়ে : তুমি কি আমাকে সুখী করতে পারবে।
হুজুর: কেন পারবোনা ইনশাআল্লাহ। পারবো
মেয়ে: বিয়ে করে আমাকে কি কিনে দিবে।
হুজুর: তোমাকে বোরকা, তাসবীহ্, কোরআন,মেসওয়াক, জায়নামাজ,ইত্যাদি কিনে দিবো।হবে।
মেয়ে : হুম,হবে।
হুজুর: তুমি কি রাজি।
মেয়ে : রাজি I LOVE YOU 2
হুজুর: না এখন বলবে না কারন আমি তোমার পরিবারের সাথে কথা বলবো আগে।
মেয়ে : কেনো।
হুজুর : কারণ প্রেম তো বিয়ের পরেই করবো। এখন না।
মেয়ে : চলো যাই,
হুজুর: হুম চলো।
( পরিবার রাজি হয়ে গেলো আর ইসলামি মোতাবেক তাদের বিয়ে হলো।তারা সুখে দিন কাটাতে লাগলো) তো যদি সব ভালোবাসা বিয়ের পরে হয় তাহলে তাদের থেকে সুখী কেই হতে পারবেনা।

হুজুরের ভালোবাসা হুজুরের ভালোবাসা Reviewed by NINDOOK LIFE on January 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.