জলপাইয়ের মিষ্টি আচার
উপকরণ :
🌿 জলপাই ১কেজি
🌿 গুড় /চিনি ১কাপ বা স্বাদ অনুযায়ী,
🌿 পাঁচফোড়ন ১চা চামচ
🌿 জলপাইসেদ্ধ করার জন্য পানি পরিমাণমতো,
🌿 সরিষার তেল ১টে. চামচ।
🌿 ভিনেগার ১টে. চামচ
🌿 লবন স্বাদমত
🌿গুড়া মরিচ আধা চা চামচ
🌿 তেজপাতা ২টি
প্রণালি :
জলপাই ভালো করে ধুয়ে রাখুন। পরিমাণমতো জলপাই সেদ্ধ করে পানি ফেলে দিন।
একটি ফ্রাই প্যানে তেল গরম করে তাতে তেজপাতা, পাঁচ ফোড়ন দিন। এরপর এতে গুড়/চিনি ও সামান্য পানি দিয়ে বাকি সব মসলা মিশিয়ে নাড়তে থাকুন। মিশ্রণ ঘন হলে এতে সেদ্ধ করা জলপাই দিয়ে নাড়তে থাকুন। পানি শুকিয়ে গেলে ভিনেগার দিয়ে নাড়ে নিন,
আচার বেশ
উপকরণ :
🌿 জলপাই ১কেজি
🌿 গুড় /চিনি ১কাপ বা স্বাদ অনুযায়ী,
🌿 পাঁচফোড়ন ১চা চামচ
🌿 জলপাইসেদ্ধ করার জন্য পানি পরিমাণমতো,
🌿 সরিষার তেল ১টে. চামচ।
🌿 ভিনেগার ১টে. চামচ
🌿 লবন স্বাদমত
🌿গুড়া মরিচ আধা চা চামচ
🌿 তেজপাতা ২টি
প্রণালি :
জলপাই ভালো করে ধুয়ে রাখুন। পরিমাণমতো জলপাই সেদ্ধ করে পানি ফেলে দিন।
একটি ফ্রাই প্যানে তেল গরম করে তাতে তেজপাতা, পাঁচ ফোড়ন দিন। এরপর এতে গুড়/চিনি ও সামান্য পানি দিয়ে বাকি সব মসলা মিশিয়ে নাড়তে থাকুন। মিশ্রণ ঘন হলে এতে সেদ্ধ করা জলপাই দিয়ে নাড়তে থাকুন। পানি শুকিয়ে গেলে ভিনেগার দিয়ে নাড়ে নিন,
আচার বেশ
জলপাইয়ের মিষ্টি আচার
 
        Reviewed by NINDOOK LIFE 
        on 
        
December 09, 2019
 
        Rating: 
      
 
        Reviewed by NINDOOK LIFE 
        on 
        
December 09, 2019
 
        Rating: 

No comments: