ডায়াবেটিস এ উপকারী করলা

ডায়াবেটিস এ উপকারী করলা
---------------------------------
করলা এডিনোসিন মনোফসফেট অ্যাকটিভেটেড প্রোটিন কাইনেজ নামক একধরনের এনজাইম বৃদ্ধি করে শরীরের কোষগুলোর চিনি গ্রহণের ক্ষমতা বাড়িয়ে দেয়। করলার রস শরীরের কোষের ভিতর গ্লুকোজের বিপাক ক্রিয়াও বাড়িয়ে দেয়। ফলে রক্তের চিনির পরিমাণ কমে যায়। তাই ডায়াবেটিস রোগীরা নিয়মিত করলার রস খেলে উপকার পাবেন।
ডায়াবেটিস এ উপকারী করলা ডায়াবেটিস এ উপকারী করলা Reviewed by NINDOOK LIFE on September 05, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.