আজ ও মনে পড়ে সেই চেনা সুরটা..
*** আজ ও মনে পড়ে সেই চেনা সুরটা.. আজ ও মনে পড়ে সেই চেনা নামটা.. আজ ও মনে পড়ে সেইদিনের breck up কথাটা.. আজ ও মনে পড়ে কেমনে এটা করতে পারলা
***নিজের জীবনের সাথে মিশে যাওয়া মানুষটা কে নিজের জীবন থেকে বাদ দিতে হলে
হয়তো জীবন বাঁচা টাই বাদ পড়ে,,
যায় মানুষ টা কে আর বাদ দেওয়া হয়ে ওঠে না।
*** দুঃখী মানুষের চোখ বড় বেহায়া,,
অশ্রু ফুরিয়ে গেলে
এরা শুকনো চোখে কাদে,,
বাহির থেকে দেখলে মনে হবে
মানুষটা স্বাভাবিক
আসলেই কিছুই স্বাভাবিক না,,
***
কিছু রিলেশন অন্য রিলেশনগুলো থেকে একটু
আলাদা হয়,,
আলাদা হয়,,
তারা ইচ্ছে করলেই দেখা করতে পারে না,,
হাত ধরে বৃষ্টিতে ভিজতে পারে না,,
হাত ধরে বৃষ্টিতে ভিজতে পারে না,,
দূরত্বটা অনেক বেশি হয়,,
কিন্তু তাদের মাঝে ভালোবাসার কমতি থাকে না,,
*** প্রত্যেকের জীবনে একটা গল্প থাকে
কিছু পাওয়া কিছু হারানো নিয়ে
কিছু বলা কিছু না বলা নিয়ে
গল্পের কিছু টা হয়তো
কারো কারো জানা থাকে
তবে পুরোটা নিজে ছাড়া বাকি সবারই অজানা থাকে।
কিছু পাওয়া কিছু হারানো নিয়ে
কিছু বলা কিছু না বলা নিয়ে
গল্পের কিছু টা হয়তো
কারো কারো জানা থাকে
তবে পুরোটা নিজে ছাড়া বাকি সবারই অজানা থাকে।
*** কখনো চাইনী তার সুখের ভাগ.. খুব করে চাইছি তার কষ্টের ভাগ .. কখনো কম করে বাসিনী ভালো .. খুব করে তারে বাসতামি ভালো .. তাও কখনো হয়নি আপন .. তাই সারাজীবন করলা জ্বালাতন
*** যদি ও দিন গুলি হারিয়ে যায়.. তবু ও sriti গুলো রয়ে যায় .. সেগুলা যে শুধুই কাদাঁয়..
আজ ও মনে পড়ে সেই চেনা সুরটা..
Reviewed by NINDOOK LIFE
on
June 22, 2019
Rating:
No comments: