BTS |
BTS কী?
এমন প্রশ্ন আপনার মনে জাগবে এটাই স্বাভাবিক কারন আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ও মানুষের মুখে প্রায় সময় শুনা যায় যে BTS বা BTS LOVER এমন শব্দ, যা কিনা কৌতুকহল বসতেই জানতে চায় মন? আসলেই BTS মানেটা কি? ওরা কি করে? কোন দেশে থাকে? ওদের কাজ কি? ওরা কি কোন জাতি? ওরা কি কারোর উপহার করে? এটা কি কোন কোম্পানির নাম? নাকি এটা কোন ব্রান্ড এমন সকল ইত্যাদির প্রশ্নর উত্তর খোঁজবো এই পোস্টে।
BTS এর পুরো নাম কি?
BTS দক্ষিণ কোরিয়ার একটি কে-পপ ব্যান্ড। এর পুরো নাম Bangtan Boys বা Bangtan Sonyandan.BTS দক্ষিণ কোরিয়ার একটি কে-পপ ব্যান্ড। এর পুরো নাম Bangtan Boys বা Bangtan Sonyandan. এর সদস্য সংখ্যা ৭ জন। এরা হলেন, Kim nam-joon (RM) , Jung ho-seok (J-Hope), Kim seok (Jin), Min yoon-gi (Suga), Park ji-min (jimin), Jeon jung-crackpot (jungkook), Kim tae-hyung (V).
বিটিএস প্রতিষ্ঠা পায় ২০১৩ সালে। ২০১৫ এর দিকে ওয়ার্ল্ড ট্যুরে এটি সারা বিশ্বে পরিচিতি পেতে শুরু করে। তারা তাদের গানগুলোর পেছনের প্রায়ই চলমান সামাজিক সমস্যাগুলো নিয়ে কোনো বার্তা দেয়। যাদের কে-পপ সম্পর্কে ধারণা আছে তারা খুব ভালোভাবে জানবেন এটা বাইরের দেশে খুব জনপ্রিয়।
এরপর তারা অনেক রেকর্ড ভেঙেছে, অনেক গড়েছে। বাংলাদেশে-ইন্ডিয়াই বছর দু-তিন আগে এলেও, ২০১৫ থেকেই সারা বিশ্বে আগে পরিচিতি পায়। বর্তমানে তাদের এ জনপ্রিয়তা আকাশচুম্বী। এবং এটি দিন দিন বাড়ছে।
BTS এর প্রভাব?
আজ প্রায় ৫-৬ মাস আগে থেকেই আমি লক্ষ করছি বাংলাদেশের কিছু ছেলে-মেয়ে দিন দিন BTS ব্রেন্ডের প্রতি আকৃষ্ট হচ্ছে, সেখানে অধিকাংশ মেয়ে! ওদের প্রতিদিন ফলো করছে ওদের মতো হওয়ার চেস্টা করছে।
BTS সামাজিক যোগাযোগমাধ্যমে?
ফেসবুকের মাঝে মাঝে কয়েকটা ভিডিও দেখলাম, BTS এর জন্য Bf-Gf দের Breakup হচ্ছে, BTS সম্পর্কে কিছু বললে মেয়েরা রেগে আগুন। এতে কৌতুহল আরো বাড়তে লাগলো। আসলেই বিষয়টা কি গভীরে গিয়ে জানতে হবে?
আসলে আকৃষ্টের কারণ কি এদের সুন্দর চেহারা? নাকি অন্য কিছু?
BTS দের গান গুলা সামাজিক হলেও, এদের গানের কিছু স্লো-মোশন ভিডিও, এদের অঙ্গী ভঙ্গী এবং এদের ড্রেস - আপ আপনাকে এদের ফ্যান হতে বাধ্য করবেই। যা একধরনের ব্রেইন-ওয়াস করা হচ্ছে, হয়তো তারজন্য এমনটা হচ্ছে।
BTS সমালোচনা
কিছু দিন আগে আমরা দেখেছি Abrarul Haque Asif সাহেব BTS এর বিরুদ্ধে কথা বলায়, তাকে অনেক মুসলিম ভাই বোনদের গাল-মন্দ শুনতে হয়ছে! যে যেভাবে পেড়েছে বলেছে।
পরে সম্ভবত একটা ভুলের কারনে, তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ডিলিট করতে করতে বাধ্য হয়।
BTS তর্ক
PUBG, FREE FIRE, TIKTOK, এবং Likee নিয়ে মিডিয়া সবাই কথা বললেও BTS ব্র্যান্ড নিয়ে চুপ, কারণ BTS সরাসরি সামাজিক কাজে সম্পর্কিত থাকলেও, মানুষের অগোচরে অধিকাংশ মেয়েদের কাছে একটা নেশার নাম BTS, যা viras এর মতো পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। বিশ্বাস না হলে BTS ফ্যানদের পরীক্ষা করতে পারেন। কিছু মেয়েদের স্ট্যাটাস দেখে বুঝলাম, এই নেশার কারনে অনেক মেয়ে নিজ দেশের ছেলেদের প্রতি আকর্ষন হারাচ্ছে। ওদের মত ব্যবহার আর চালচল করছে
চলুন এবার ইসলাম এই বিষয়ে BTS কি ব্যাখ্যা করে?
BTS কেনো হারাম🚫
-একজন মুসলিম হিসেবে কেনো BTS ত্যাগ করা দরকার 🚫
-ঐসব পুরুষদের... রাসুল (সাঃ) অভিশাপ করেছেন!!
-পুরুষ হয়ে নারীর বেশভুয়া ও চলাফেরায় নারীদের সাজ অনুসরণ করেন।
[ আবু দাউদ-৪০৯৭..ইবনে মাজাহ - ১৯০৪ ]
-যা BTS সদস্য দের মধ্য চিহ্ন পাওয়া যায় নাক, কান ফোরানো মেয়েদের মত সাজ সজ্জা ইত্যাদি
রাসুল বলেন - কিয়ামতের দিন তাদের সাথেই তোমাদের হিসাব যাদের তোমরা ফলো করো এবং ভালোবাসবে
[বুখারী - ৩৬৮৮]
-এখন আপনি বলুন!! একজন মুসলিম হয়ে আপনি কি চাইবেন হাশরের ময়দানে বিধর্মীয় কাতারে দাড়াতে😐
-BTS এর ব্যাপারে অল্প অল্প বিষয় তুলে ধরলাম..
আল্লাহ আমাদের সঠিক ঠাই বুঝার তৌফিক দান করুক
No comments: