🔰 স্বপ্ন যাদের ইসলামী বিশ্ববিদ্যালয়🔰
🔴 আজকে আমরা ছোট এই পোস্টের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে সকল তথ্য জেনে নিব। আজকের এই পোস্টে ইসলামী বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষার যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি, ইউনিট বিস্তারিত এর সবকিছুই উল্লেখ করা আছে।
🤔 ভাইয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কি সেকেন্ড টাইম চালু আছে??
- সেকেন্ড টাইম চালু আছে।সেহেতু যারা সেকেন্ড টাইমার আছো তোমরা তোমাদের স্বপ্নপূরণে কাজ চালিয়ে যাও 😍
🤔 ভাইয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কত নম্বরের পরীক্ষা নেয়া হয়??
- এই বিশ্ববিদ্যালয়ে মোট ১২০ নম্বরের পরীক্ষা নেয়া হয়। এর মধ্যে এমসিকিউ ৬০ নম্বর (পাশ মার্কস ২৬,কোটা ধারী ২০) এবং লিখিত ২০(পাশ মার্কস ৭,কোটা ৫) এবং জিপিএ এর উপর (২০+২০) নম্বর।
🔴 ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোট ৮টি অনুষদের অধীনে ৩৩টি ডিপার্টমেন্ট এর জন্য চারটি ইউনিটে [ A, B, C, D ] মোট ২৪৬৬ আসনে [মূল ২৩০৫ +কোটা ১৬১] পরীক্ষা নেয়া হয়।
🤔 ভাইয়া কোন ইউনিটে আবেদন করতে কিরকম যোগ্যতা লাগবে??
🔴 ক / A ইউনিট (সবাই আবেদন করতে পারবে)
বিজ্ঞান - ৭.০০(3.25+3.25) (চতুর্থ বিষয় সহ)
ব্যবসায় - ৬.৭৫ (3.25+3.25)
মানবিক - ৬.৫০ (3.00+3.00)
কারিগরি - ৬.৭৫ (3.25+3.25)
🔴 খ / B ইউনিট ( সবাই আবেদন করতে পারবে)
বিজ্ঞান - ৭.০০(ssc3.25+hsc3.25) (চতুর্থ বিষয় সহ)
ব্যবসায় - ৬.৭৫ (3.25+3.25)
মানবিক - ৬.৫০ (3.00+3.00)
কারিগরি - ৬.৭৫ (3.25+3.25)
🔴 গ / C ইউনিট ( সবাই আবেদন করতে পারবে)
বিজ্ঞান - ৭.২৫( ssc3.50+hsc3.50) (চতুর্থ বিষয় সহ)
ব্যবসায় - ৬.৭৫ (3.25+.3.25)
মানবিক - ৬.৭৫ (3.25+3.25)
কারিগরি - ৬.৭৫ (3.25+3.25)
🔴 ঘ / D ইউনিট (শুধুমাত্র বিজ্ঞান ও কারিগরি স্টুডেন্টসরা আবেদন করতে পারবে)
বিজ্ঞান - ৭.৫০ (ssc 3.50+hsc 3.50)
কারিগরি - ৭.৫০
👉 ইউনিট পরিচিতিঃ-
A ইউনিটঃ- থিওলজি ও ইসলামিক স্টাডিজ
B ইউনিটঃ- মানবিক ও সমাজ বিজ্ঞান/আইন ও শরীয়াহ
C ইউনিটঃ- ব্যবসায় প্রশাসন
D ইউনিটঃ- ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি
👉 আসন সংখ্যাঃ-
🔴 A ইউনিট মোট আসন ২৪০ টি
১. আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ (৮০)
২. দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ (৮০)
৩. আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ (৮০)
🔴 B ইউনিট মোট আসন ১০৬৫ টি
🌲 মানবিক ও সমাজবিজ্ঞানঃ-
১. বাংলা (৮০)
২. ইংরেজি (১০০)
৩. অর্থনীতি (৭৫)
৪. লোক প্রশাসন (৭৫)
৫. রাষ্ট্রবিজ্ঞান (৭৫)
৬. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৮০)
৭. আরবি ও ভাষা সাহিত্য (৮০)**
৮. ডেভেলপমেন্ট স্টাডিজ (৭৫)
৯. সোশ্যাল ওয়েলফেয়ার (৭৫)
১০. ফোকলোর স্টাডিজ (৮০)
১১.ফাইন আর্টস/চারুকলা ( ৩০)
🌲 আইন ও শরীয়াহঃ-
১. আইন (৮০)
২. আল ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ (৮০)**
৩. ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট (৮০)
🔴 C ইউনিট মোট আসন ৪৫০ টি
১. ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (৭৫)
২. হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা (৭৫)
৩. মার্কেটিং (৭৫)
৪. ম্যানেজমেন্ট (৭৫)
৫. হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (৭৫)
৬. ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
(৭৫)
🔴 D ইউনিট মোট আসন ৫৫০ টি
১. ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
(৫০)
২. ফলিত রসায়ন ও কেমিকৌশল (৫০)
৩. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৫০)
৪. ইনফরমেশন অ্যান্ড কমিনিউকেশনে টেকনোলজি (৫০)
৫. বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক
ইঞ্জিনিয়ারিং (৫০)
৬. ফলিত পুষ্টি ও খাদ্য ইঞ্জিনিয়ারিং (৫০)
৭. ফার্মেসী (৫০)
৮. গণিত (৫০)
৯. পরিসংখ্যান (৫০)
১০. বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (৫০)
১১. এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি(৫০)
👉 ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার মানবন্টনঃ-
🔴 A ইউনিটঃ- ধর্মতত্ত্ব অনুষদ ভূক্ত ৩টি বিভাগের ভর্তি পরীক্ষায় আরবীতে ১০, আল কুরআনে ১৫, আল হাদীসে ১৫, দাওয়ায় ১০, ইসলামী শিক্ষায় ৫, আল-ফিক্হে ৫, ইসলামের ইতিহাসে ৫, বাংলায় ৫, ইংরেজিতে ৫ এবং সাধারন জ্ঞানে ৫ নম্বর থাকবে।
📚 বই সাজেশনঃ- বাংলার জন্য “বাংলা পাওয়ার” ইংরেজির জন্য “ ইংরেজি পাওয়ার” এবং সাধারণ জ্ঞান এর জন্য " GK Power"
আর বাকিসব বিষয় এর জন্য যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তারা তখনকার সিলেবাস হিসেবে ভালো করে পড়বা!!
🔴 B ইউনিটঃ- কলা ও সমাজিক বিজ্ঞান অনুষদের ১০টি বিভাগে ভর্তির জন্য বাংলায় ৩০, ইংরেজিতে ৩০, এবং সাধারণ জ্ঞানে ২০ নম্বর থাকবে।
এর মধ্যে বাংলা বিভাগে ভর্তির জন্য বাংলা বিষয়ে নূন্যতম ১৮ নম্বর পেতে হবে। ইংরেজি বিভাগে ভর্তির জন্য ইংরেজি বিষয়ে নূন্যতম ১৮ নম্বর পেতে হবে এবং মাধ্যমিক/ সমমান ও উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় ইংরেজি বিষয়ে নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। আরবী বিভাগে ভর্তির জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় ক্ষেত্রে আরবী ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। ইসলামের ইতিহাস বিভাগে ভর্তির জন্য ইংরেজি বিষয়ে নূন্যতম ১৩ নম্বর পেতে হবে।
অর্থনীতি, লোকপ্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান ও ডেভোলপমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তির জন্য ইংরেজিতে ৩০, সাধারন জ্ঞানে ৩০ এবং বাংলায় ২০ নম্বর থাকবে। এর মধ্যে অর্থনীতি, লোকপ্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান ও ডেভোলপমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তির জন্য ইংরেজিতে নূন্যতম ১২ নম্বর পেতে হবে। সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে ভর্তির জন্য ইংরেজিতে নূন্যতম ১৫ নম্বর পেতে হবে।
এছাড়া আইন ও শরীয়াহ অনুষদের ৩টি বিভাগের ভর্তি পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং সাধারন জ্ঞান ২০ নম্বর থাকবে। আইন ও ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ভর্তির জন্য ইংরেজিতে নূন্যতম ১৫ নম্বর পেতে হবে। আল ফিক্হ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে ভর্তির জন্য অবশ্যই আরবী ভাষায় দক্ষতা থাকতে হবে।
📚 বই সাজেশনঃ- বাংলা ইংরেজি এর জন্য সাধারণ জ্ঞান এর জন্য পাওয়ার সিরিজের কোন তুলনাই নাই। তাই অবশ্যই বাংলা পাওয়ার আর ইংরেজি পাওয়ার সাজেস্ট করব 😍
🔴 C ইউনিটঃ- ব্যবসায় প্রশাসন অনুষদ ভূক্ত ৬ টি বিভাগের ভর্তি পরীক্ষায় ইংরেজি ৪০ বাধ্যতামূলক সকল শাখার জন্য। বাণিজ্য শাখা থেকে আগতদের জন্য ব্যবসায় শিক্ষায় ২০ এবং হিসাব বিজ্ঞানে ২০ নম্বর থাকবে।
অন্যান্য শাখা থেকে আগতদের জন্য সাধারণ গণিতে ২০ এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তায় ২০ নম্বর থাকবে। কৃতকার্য হওয়ার জন্য প্রত্যেক শাখার জন্য ইংরেজি বিষয়ে নূন্যতম ১৬ নম্বর পেতে হবে।
📚 বই সাজেশনঃ- এখানে তোমরা ব্যবসায় শিক্ষার জন্য "পাওয়ার বিজনেস স্টাডিজ" বইটি পড়বা তাহলেই ওকে আর ইংরেজির জন্য English Power বইটি পড়বা 😍
আর যারা অন্যান্য শাখার তারা সাধারণ গণিত এর জন্য Math solution, সাধারণ জ্ঞান এর জন্য GK Power এবং মানসিক দক্ষতার জন্য অবশ্যই অবশ্যই IQ solution বইটি পড়বা। 😍
🔴 D ইউনিটঃ- বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীব বিজ্ঞান অনুষদভূক্ত ৫টি বিভাগের ভর্তি পরীক্ষায় রসায়নে ৩০, জীব বিজ্ঞান/গনিতে ৩০, পদার্থ বিজ্ঞানে ১০ এবং ইংরেজিতে ১০ নম্বর থাকবে।
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ভর্তির জন্য এইচএসসি পর্যায়ে গনিতে জিপিএ-৩.৫ থাকতে হবে এবং রয়াসনে নূন্যতম ১২ নম্বর পেতে হবে।
ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক/সমমান পর্যায়ে অবশ্যই জীব বিজ্ঞান পঠিত বিষয় হিসেবে থাকতে হবে। এমসিকিউ এর জীব বিজ্ঞানে নূন্যতম ১০ পেতে হবে। ফার্মেসি বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় রসায়ন, জীব ও গণিতে জিপিএ-৩.৫ থাকতে হবে এবং এমসিকিউ এর রয়াসন, জীব বিজ্ঞান/গণিতের প্রতিটিতে নূন্যতম ১২ নম্বর পেতে হবে।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ৪০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে এবং কৃতকার্য হওয়ার জন্য প্রত্যেক বিষয়ে নূন্যতম ১৪ নম্বর পেতে হবে।
বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে কৃতকার্য হওয়ার জন্য প্রত্যেক বিষয়ে নূন্যতম ১৪ নম্বর পেতে হবে এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় রসায়ন, জীব বিজ্ঞান ও গণিতে জিপিএ-৩.৫ থাকতে হবে। এছাড়া বাকি ২টি বিভাগের ভর্তি পরীক্ষায় গনিতে ৬০ এবং ইংরেজিতে ২০ নম্বর থাকবে। কৃতকার্য হওয়ার জন্য গনিত বিষয়ে নূন্যতম ২৪ নম্বর এবং ইংরেজিতে ৫ নম্বর পেতে হবে।
No comments: