৯৬ তম বিজিবি সিপাহী (জিডি) মাঠে কেমন হবে?

৯৬ তম বিজিবি সিপাহী (জিডি) মাঠে কেমন হবে? বা প্রথমে কি কি করাবে...? আর কবে মাঠে যাওয়ার এসএমএস আসবে? বা মাঠে কি কি হবে? বা কোন কোন সমস্যা থাকলে বিজিবি সিপাহীর পদে চাকরি হবে না?


৯৬ তম বিজিবি সিপাহী (জিডি) মাঠে কেমন হবে? বা প্রথমে কি কি করাবে...? আর কবে মাঠে যাওয়ার এসএমএস আসবে? বা মাঠে কি কি হবে? বা কোন কোন সমস্যা থাকলে বিজিবি সিপাহীর পদে চাকরি হবে না?

বিজিবি প্রাথমিক মেডিকেল...

যে সকল সমস্যার কারনে আপনি বিজিবিতে প্রাথমিক মেডিকেলে বাদ পড়েন।

() উচ্চতা নূন্যতম ." হতে হবে
() নাকে পলপাস
() V আকৃতি করলে দুই হাটু লেগে যাওয়া
() গায়ে সাদা সাদা ছোলির দাগ
() চুল পাকা
() পায়ের তালু সমান থাকলে
() হাত-পায়ের বৃদ্ধাঙ্গুলে কোণি বাড়া
() পায়ের রগ বের হয়ে থাকা যাকে বলা হয় ভেরিকজ
() চোখের দৃষ্টি / হতে হবে ঝাপসা দেখলে সমস্যা,
(১০) বুক স্বাভাবিক অবস্থায় ৩০ হতে হবে, বুক ফোলানো অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে,
(১১) দাঁতে সমস্যা(দাঁত বেশী ফাকা অথবা দাঁতে পোকা লাগা)
(১২) অপারেশন করা থাকলে মেডিকেল অফিসার কোনো ক্ষেত্রে বাদ দিতে পারেন।
(১৩) বড় কোনো কাঁটার দাগ থাকলে বাদ পড়বেন।
(১৪) হাত অথবা পা যদি বাকা হয় বাদ পড়বেন।
(১৫) শরীরে ঘাঁ পচড়ার দাগ থাকলে বাদ পড়বেন

() রিটেন পরীক্ষা:
** বাংলাদেশ বিষয়াবলীঃ
সাধারণ জ্ঞান, জাতিসংঘ, বিভিন্ন সামরিক জোট, NATO, UN, UNICEF, ভৌগোলিক উপনাম, বিজিবি হেডকোয়ার্টার, ট্রেনিং সেন্টার, বিজিবির বর্তমান মহাপরিচালক,বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠন,BGB এর পূর্ণরূপ?


গণিতঃ
বেশি বেশি বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক এবং উৎপাদক শিখে যাবেন ৷
 ইংরেজিঃ
Preposition, Article, Right form of verb, correct Sentence, voice
ইংরেজি তে একটা চিঠি লিখতে হবে, যে কোনো টপিক নিয়ে।

() চূড়ান্ত মেডিকেল:
চূড়ান্ত মেডিকেলে আপনার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ দেখবে এবং সমস্যা হলে বাদ দিতে দিয়ে দিবে। অশ্ব রোগ, পেনিস ভেরিকেস,
() অবশেষে সাঁতার
আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে

* প্রথম দিন প্রাথমিক মেডিকেল।
* দ্বিতীয় দিন রিটেন পরীক্ষা
* তৃতীয় দিন চূড়ান্ত মেডিকেল এবং সাঁতার


Any Question Everybody Comment To Me?
৯৬ তম বিজিবি সিপাহী (জিডি) মাঠে কেমন হবে? ৯৬ তম বিজিবি সিপাহী (জিডি) মাঠে কেমন হবে? Reviewed by NINDOOK LIFE on July 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.