পুলিশ শাস্তি পাবে অপেশাদার আচরণ করা : আইজিপি
সামাজিক দূরত্ব
নিশ্চিতে
দায়িত্বপালনকারী পুলিশ সদস্যদের
মধ্যে
যারা
অপেশাদার
আচরণ
করছে,
তাদের
বিরুদ্ধে
ব্যবস্থা
নেয়া
হবে।
জানিয়েছেন
পুলিশ
মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী।
একই
সঙ্গে
করোনাভাইরাস নিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
নেয়া
হচ্ছে
বলেও
জানান
আইজিপি।
সকালে
করোনা
সংক্রমনরোধে পুলিশের জন্য চাইনিজ
ওভারসিস
এসোসিয়েশনের দেয়া বিভিন্ন নিরাপত্তা
সামগ্রী
গ্রহন
শেষে
এসব
কথা
বলেন
তিনি।
গত
কয়েকদিনের
মতো
আজও
জনসচেতনতায় দায়িত্বপালন করে সশস্ত্রবাহিনীসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
সাধারণ ছুটির
চতুর্থ
দিনে
চট্টগ্রামের সড়কে বেড়েছে সাধারণ
মানুষের
আনাগোনা।
সড়কে
ছিলো
রিকশা,
মোটরসাইকেলসহ ব্যক্তিগত গাড়ির আধিপত্য।
সড়কে
বের
হওয়া
মানুষগুলোর
দাবি,
জীবিকার
তাগিদে
বাধ্য
হয়েই
বের
হয়েছেন
তারা।
হোম
কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি সামাজিক
দূরত্ব
বজায়
রাখতে
মাঠে
ছিল
সেনাবাহিনী,
পুলিশ
ও
র্যাবের
সদস্যরা।
পুলিশ শাস্তি পাবে অপেশাদার আচরণ করা : আইজিপি
 
        Reviewed by NINDOOK LIFE 
        on 
        
March 29, 2020
 
        Rating: 
      
 
        Reviewed by NINDOOK LIFE 
        on 
        
March 29, 2020
 
        Rating: 

No comments: