ict এইচএসসি আবশ্যিক ম্যাজিক সাজেশন রিভিউ এইচএসসি পরীক্ষা-২০২০

🔴🔴"এইচএসসি আবশ্যিক ম্যাজিক সাজেশন রিভিউ"🔴🔴

এইচএসসি পরীক্ষা-২০২০
[স্টক খুবই সীমিত।আজকেই শেষ অর্ডার নেওয়া হচ্ছে।আবার ০৫ ফেব্রুয়ারি থেকে অর্ডার নেওয়া হবে।]
বইটি কাদের জন্য-
📵 বোর্ড পরীক্ষায় বাংলা,ইংরেজি,আইসিটিতে পাস করা নিয়ে দুশ্চিন্তায় আছো!
📵তিনটি আবশ্যিক বিষয়ে A+ পেতে চাও!
📵টেস্ট ও বোর্ডপরীক্ষায় কমন না পড়লে কিভাবে লিখবেন এ নিয়ে হতাশায় ভুগছ!
📵বইয়ের গুরুত্বপূর্ণ পড়াগুলো মনে রাখার শর্টকাট ম্যাজিকাল পদ্ধতি খুঁজছ!
[রিভিউ শুরু করার আগে একটি কথা তোমার এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের উপর অনেকাংশ নির্ভর করে তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া।দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যন্ত শিক্ষার্থীদের একবার হলেও "এইচএসসি ম্যাজিক সাজেশন" বইটি হাতে নিয়ে দেখার অনুরোধ রইল।কেউ যদি আর্থিক সমস্যার কারণে বইটি কিনতে না পারে তাহলে তার বন্ধুর থেকে হলেও যাতে বইয়ের important পড়াগুলো ছবি তুলে নিজে অধ্যয়ন করে।]
পূর্ণাঙ্গ রিভিউ শুরু
1~Starting Review
a.বইটির প্রথমে থাকছে একটি পড়ার রুটিন এবং পড়া মনে রাখার ৯ টি বৈজ্ঞানিক কৌশল।
b.এছাড়াও প্রথমেই সংযোজন করে দেওয়া হয়েছে ২০২০ সালের এইচএসসি বোর্ড পরীক্ষার রুটিন।
১.বাংলা প্রথম পত্র রিভিউ
a.বাংলা প্রথম পত্রে থাকছে গদ্য+পদ্যের ম্যাজিক সাজেশন।থাকছে কিভাবে সৃজনশীলে ১০ এ ১০ পাবে তার কৌশল।কিভাবে উত্তর করবে তার কৌশল।থাকছে সময় ব্যবস্থাপনা।
b.থাকছে প্রতিটা গদ্যের ম্যাজিক লাইন(সাংখ্যিক+গুরুত্বপূর্ণ) গুলোকে একই জায়গায় সংকলন।চলো একটু ম্যাজিক সাজেশন বই থেকে ঘুরে আসি(নিচের নমুনাটি ম্যাজিক সাজেশন বই থেকে নেওয়া)
🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴
সংখ্যাবাচক তথ্য:(আংশিক দেওয়া হল এখানে)
*অনুপমের বর্তমান বয়স-২৭
*বিয়ের সময় অনুপমের বয়স ছিল-২৩
*বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল-১৫
*রেলে কল্যানীর সাথে মেয়ে ছিল-(২-৩) টি*কল্যাণীর বর্তমান বয়স-১৯
*অনুপমের চেয়ে মামা -৬ বছরের বড়
3@চাষার দুক্ষু[magic information Collect]
সংখ্যাবাচক তথ্য:
*অভ্রভেদী পাকা বাড়ি-৫ তলা
*ইউরোপের মহাযুদ্ধ-৭ বছরের
*সামান্য অসুখে নাড়ী টিপে-৮/১০ জন ডাক্তার
*টাকায় ৮ সের সরিষার তেল, ৪ সের ঘি পাওয়া যেত-৫০ বছর পূর্বে
*বিহারে কৃষক পত্নী কন্যা বিক্রি করতো-৩০/৩৫ বছর আগে
*পুরুষেরা বহুকষ্টে স্ত্রীদের জন্য যোগাড় করতো -৮/৯ হাত কাপড়
*ট্রামের ভাড়া-৫ পয়সা
4.বায়ান্নর দিনগুলো[magic information Collect]
উক্তিসমূহ
*আপনাদের অন্য জেলে পাঠানোর হুকুম হয়েছে-উক্তি কর্তৃপক্ষ
*ইয়ে কেয়া বাত হ্যায় আপ জেলখানা মে- উক্তি সুবেদার
*এভাবে মৃত্যুবরণ করে কি লাভ হবে?- উক্তি সিভিল সার্জন
🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴
c."বিভীষণের প্রতি মেঘনাদ" এই কবিতার নাম শুনলে অনেকে ভয় পেয়ে যায়।আচ্ছা কেমন হয় আমরা যদি সবগুলো কবিতার লাইন বাই লাইন বাংলা ব্যাখ্যা পেয়ে যায়।তাহলে তো ম্যাজিক সাজেশন বইটির পাতা উল্টাতে হয়(নিচের নমুনাটি ম্যাজিক সাজেশন বই থেকে নেওয়া)
কহ তাত, সহিব কেমনে?
হেন অপমান আমি,- ভ্রাতৃ-পুত্র তব?
তুমিও, হে রক্ষোমণি, সহিছ কেমনে?"
মহামন্ত্র-বলে যথা নম্রশির: ফণী,মলিনবদন লাজে, <<
ব্যাখা:- হে চাচা, আমায় বলুন, এহেন অপমান আমি কি করে সইতে পারি? আপনার ভাইয়ের ছেলে হয়ে! আপনিই বা এসব কিভাবে সহ্য করছেন? মন্ত্রবলে বশীভুত হয়ে সাপ যেমন ফণা নামিয়ে রাখে লজ্জায়, আপনি তার মতই করছেন।
>> উত্তরিলা রথীরাবণ-অনুজ, লক্ষি রাবণ-আত্মজে;"নহি দোষী আমি, বৎস; বৃথা ভর্ৎস মোরে তুমি!নিজ কর্ম-দোষে, হায়, মজাইলাএ কনক-লঙ্কা রাজা, মজিলা আপনি!
<<ব্যাখা:- রথী (অর্থাৎ বিভীষণ) উত্তর দিল। হে বৎস, আমি দোষী নই। তুমি শুধু শুধুই আমায় তিরষ্কার করছ। নিজেদের কর্মদোষে এ সোনার মত লঙ্কারাজ্য হারাতে বসেছ। এখন নিজেদের ও ধ্বংসের দিকে ঠেলছ।
>> বিরত সতত পাপে দেবকুল;
এবে পাপপূর্ণ লঙ্কাপূরী;
প্রলয়ে যেমতি বসুধা
ডুবিছে লঙ্কা এ কালসলিলে!
রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী
তেঁই আমি। পরদোষে কে চাহে মজিতে?" <<
ব্যাখা:- দেবকুল সর্বদা পাপকাজ থেকে বিরত থাকে। এ লঙ্কাপুরী পাপে পূর্ণ হয়েছে। প্রলয় সংঘটিত হলে পৃথিবী যেমন ডুবে যাবে, তেমনি লঙ্কা আজ ডুবতে বসেছে, পাপের ভারে।
>> রুষিলা বাসবত্রাস! গম্ভীরে যেমতি
নিশীথে অম্বরে মন্দ্রে জীমূতেন্দ্র কোপি,কহিলা বীরেন্দ্র বলী, -- <<
ব্যাখা:- মেঘনাদ, যে কিনা ইন্দ্রের ভয়ের কারণ, সে রা..................................
🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴
তাহারে পড়ে মনে(আংশিক দেওয়া হল এখানে)
কহিলাম,"ওগো কবি..!রচিয়া লহ না আজ গীতি বসন্ত বন্দনা তব কন্ঠে শুনি-এ মোর মিনতি✪ শব্দার্থঃ
বন্দনাঃপ্রশংসাজনিত গান
➤কবিভক্ত কবিকে মিনতি করে বলে বসন্তের জন্য বন্দনা করার জন্য। বসন্ত কবির দুয়ার এ এসেছে কবি যেন বসন্ত কে বরণ করে নেয়। আর কবির রচিত গান শুনতে কবিভক্ত আগ্রহী হয়ে রয়েছে
◑কহিল সে ম্রিদু মধু স্বরে
নাই হলো, না হোক এবারে_
➤কবি অভিমান করে বলল যে এবার না হয় গান রচনা না হলো,,
◑আমারে গাহিতে গান,বসন্তেরে আনিতে বরিয়া
রহেনি, সে ভুলেনি তো,
এসেছে সে ফাগুন স্মরিয়া
✪বরিয়া-বরণ করে
স্মরিয়া -স্মরণ করে
➤কবি বললেন বসন্ত তো তার জন্য অপেক্ষা করেনি।বসন্ত তো আসতে ভুলে যায়নি।ফাগুন মাস এর সাথে সাথে বসন্ত এসে গেছে।আলোচ্য উক্তি দ্বারা আরো বোঝানো হয়েছে যে প্রাকৃতিক নিয়ম কারো জন্য অপেক্ষা করেনা.......................................
🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴
d.বইটিতে থাকছে কবিদের জন্ম-মৃত্যু সাল মুখস্থ করার টেকনিক,থাকছে কোন কবিতা কোন ছন্দে রচিত তার টেকনিক।সংযোজন করা হয়েছে কবিদের কাব্য ও রচনাবলি মনে রাখার কৌশল।
e.লালসালু উপন্যাস ও সিরাজউদ্দৌলা নাটক পুরোটা পরে শেষ করেছে এরকম শিক্ষার্থীর সংখ্যা খুব কম।শেষ করলেও রিভিশন দেওয়া হয়না ধৈর্য্য কম থাকার কারণে।তাদের জন্য ম্যাজিক পদ্ধতিতে পুরো উপন্যাস ও নাটককে ৭-৮ পেইজের মধ্যে নিয়ে আসা হয়েছে।প্রতিটা চরিত্রের বর্ণনা,মূল কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে ম্যাজিক পদ্ধতিতে।পরীক্ষার পূর্বরাতে যখন তোমার হাতে সময় খুব কম থাকবে তখন ম্যাজিকের মত কাজ করবে এই বইয়ের লালসালু ও সিরাজউদ্দৌলা।
f.বাংলা প্রথম পত্রে আরও অনেক কিছু সংযোজন করা হয়েছে যা রিভিউতে লিখবনা।লিখলে রিভিউ যে বই হয়ে যাবে!
২.বাংলা দ্বিতীয় পত্র রিভিউ
a.বাংলা দ্বিতীয় পত্রে থাকছে বোর্ড পরীক্ষায় সর্বাধিক কমন উপযোগী ব্যাকরণ+লিখিত অংশের চৃড়ান্ত ম্যাজিক সাজেশন।
b.সংযোজন করা হয়েছে সাম্প্রতিক ছোটগল্প "চকবাজার ট্রাজেডি"(গল্পটি বিস্তারিত ম্যাজিক সাজেশন বইয়ে পাবে।
c.থাকছে ব্যাকরণ অংশের গুরুত্বপূর্ণ টপিকগুলোর ম্যাজিকাল ব্যাখ্যা।যেমন:ব্যাকরণিক শব্দ শ্রেণী,সমাসের ম্যাজির রুলস,১৪৪ টি গুরুত্বপূর্ণ সমাস সংযোজন,বাংলা বানানের বোর্ড পরীক্ষায় আসার মতো শব্দগুলোকে একত্রে সংযোজন।
d.সংযোজন করা হয়েছে বিগত ৮ বছরের বোর্ডে আসা সব পারিভাষিক শব্দ যেগুলো থেকেই টেস্ট ও বোর্ড পরীক্ষায় প্রায় শতভাগ কমন পরবে।
e.বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে উত্তর করবে থাকবে তার ম্যাজিক তথ্য।চলো একটু ঘুরে আসি বাংলা ২য় পত্র ম্যাজিক সাজেশন বই থেকে।(নিচের নমুনাটি ম্যাজিক সাজেশন বই থেকে নেওয়া)
🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴
ক্ষুদে বার্তা/ইমেইল: এই দুইটা সব থেকে মজার। কিছুই পড়তে হবে না। জাস্ট নিয়ম অনুযায়ী কতটা সুন্দরভাবে লিখতে পারো সেটাই মেইন! এই দুইটা বক্স আকারে লিখলে স্যার ১০ এ ১০ দিতে বাধ্যে হবে। এই দুইটার সিম্পল তৈরি করে আমি কমেন্টে দিবো। দেখে নিও। জাস্ট ওই নিয়ম অনুযায়ী লিখলেই ১০ এ ১০ দিবে। এখানে গনিতের মত ফুল নাম্বার পাওয়া যায়।
*সারমর্ম /ভাবসম্প্রসারন: সারমর্ম কমন আসলে আর কিছু চিন্তা না করে সেটা লিখে দিবা। অনেক টাইম বেঁচে যাবে। আর যদি কমন না আসে ভাব-সম্প্রসারন লিখবা। সারমর্ম পাঁচ লাইনের মধ্যে লেখার চেষ্টা করবা।
*সংলাপ/ক্ষুদে গল্প : এটাও অনেক মজার। সংলাপ মানেই ইংরেজির ডায়লোগ,ক্ষুদে গল্প মানে ইংরেজির স্টোরি! যে যেটা ভালো পারে দিবা। তবে সংলাপ দেওয়াই ব্যাটার। মিনিমাম দুই থেকে আড়াই পাতা লিখবে।
*রচনা: এটা খুবই গুরুত্বপূর্ণ। রচনা দুইভাবে লিখা যায়।..................
🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴
৩.ইংরেজি প্রথম পত্র রিভিউ
a.ইংরেজি প্রথম পত্রের শুরুতেই থাকছে Reading 60 এবং Writing 40 এর উপর একটি (7 star) সুপার গ্রান্টেড ম্যাজিকাল সাজেশন।এই সাজেশন থেকে বোর্ড ও টেস্ট পরীক্ষায় সর্বাধিক কমনের নিশ্চয়তা দেওয়া হল।Graph Chart/poem/theme/summery/information transfer/with clause/without clause/Email/Re-arrange কিছুই বাদ যায়নি ম্যাজিন সাজেশনটিতে।
b.12 টি কবিতার summery খুব সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের কষ্টের কথা মাথায় রেখে।এজন্য তাদেরকে গাইড বই বা ম্যাইন বই খুঁজতে হবেনা।চলো একটা poem দেখে আসি।(নিচের নমুনাটি ম্যাজিক সাজেশন বই থেকে নেওয়া)
🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴
6.[unit:02 lesson:03]
★"The Traffic Police "
★summary-: In this poem,the poet highlights the life of a traffic police man.The traffic police man suffers from different problems at the time of his duties. He never cares the worst weather in his duty time.He ensures the safety and security of general people on the road. He never thinks of his personal problems while doing his job.
7.[unit:05 lesson:03]
★"The School Boy" by William Blake
★summary-: The poem highlights the unwillingness of a school boy to go to school.It also shows the boring and strict educational system.Every child wants to get joyful and entertaining lessons. Because boring learning will become unfruitful in future.So the poet wants to ruin the cruelty of teachers towards students.
🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴🎴ম্যাজিক সাজেশনে সংযোজন করে দেওয়া হয়েছে diaspora paragraph টি(এই বইতেই পুরোটা পাবে)
c.সংযোজন করা হয়েছে টেস্ট ও বোর্ড পরীক্ষায় কমন না পড়লে Summery+theme+graph লেখার দূর্দান্ত কৌশল।[নরমাল স্টুডেন্ট+ব্রিলিয়ান্ট স্টুডেন্ট] এই দুইটা ম্যাজিক মেথড দেওয়া হয়েছে যার মাধ্যমে শিক্ষার্থীরা graph,theme,summery,rearrangr,information transfer বানিয়ে লিখতে পারবে।
d.একমাত্র ম্যাজিক সাজেশন বইটিতে পাবে with clause+without clause এর 29 magic rule.
e.চমক থাকছে Flow chart এবং Graph chart নিয়ে।একটি মুখস্থ করলে যে কোন graph লিখা যাবে।দূর্বল ও মেধাবীদের জন্য ২টি পদ্ধতি সংযোজন করা হয়েছে।
৪.ইংরেজি দ্বিতীয় পত্র রিভিউ
a.ইংরেজি ২য় পত্রের প্রথমেই থাকছে 12 টি grammar item এর ম্যাজিক্যাল রুলস।যথা:Article+Preposition+Right form of verb+Completing sentence+Connector+Phrases+Modifier+Pronoun refference+Narration+Transformstion of sentence এর গতানুগতিক একগাদা rules না দিয়ে ম্যাজিক পদ্ধতিতে magic rules (বোর্ড পরীক্ষায় যে রুলস গুলো থেকে প্রশ্ন আসে) সংযোজন।
b.Written অংশের উপর একটি ম্যাজিক সাজেশন দেওয়া হয়েছে(বোর্ড পরীক্ষায় আসার মতো)
c.শিক্ষার্থীরা সাপ্রতিক paragraph কোথাও খুঁজে পায়না।তাই বইতে Dengue Fever/Bangobondhu Satellite/Rohinga crisis/The padma bridge লিখে দেওয়া হয়েছে।যাতে শিক্ষার্থীর কষ্ট লাঘব হবে।
d.ইংরেজি ২য় পত্রের সবচেয়ে বড় সংযোজন writing magic suggestion.সংযোজন করা হয়েছে~
একটি paragraph দিয়ে একাধিক paragraph লেখার কৌশল।
একটি Reportদিয়ে একাধিক Report লেখার কৌশল।
একটি Application/Email দিয়ে একাধিক Application/Email লেখার কৌশল।
একটি Composition দিয়ে একাধিক Compositionলেখার কৌশল।
৫.আইসিটি রিভিউ
a.প্রথমেই থাকছে আইসিটি কিভাবে পড়বে তার চমকপ্রদ ব্যাখ্যা।থাকছে জ্ঞানমূলক+অনুধাবনমূলক+প্রয়োগ+উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের ম্যাজিক সাজেশন।
b.থাকছে আইসিটি কঠিন অধ্যায়ের ম্যাজিক্যাল ব্যাখ্যা।তৃতীয় অধ্যায়ের গাণিতিক ম্যাজিক রুলস।এছাড়াও থাকছে ক্যালকুলেটর ব্যবহার করে bin to dec to hex
c.html+c-Programm+database এর মূল বিষয়গুলো ম্যাজিক পদ্ধতিতে তুলে ধরা হয়েছে(যেখান থেকে হুবহু কমন পরতে পারে বোর্ড পরীক্ষায়।)
d.গল্প আকারে আইসিটির কঠিন বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।
এবার উপসংহার করি কেমন।
🍭বইটির মূল্যঃ 350 টাকা🍭

ict এইচএসসি আবশ্যিক ম্যাজিক সাজেশন রিভিউ এইচএসসি পরীক্ষা-২০২০ ict এইচএসসি আবশ্যিক ম্যাজিক সাজেশন রিভিউ এইচএসসি পরীক্ষা-২০২০ Reviewed by NINDOOK LIFE on January 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.