কোনো মানুষই প্রতিনিয়ত অবহেলা সহ্য করতে পারে না

"আপনি যখন কাউকে এড়িয়ে চলবেন তখন সেই মানুষটার মনে আপনার প্রতি আগ্রহ আরেকটু বেড়ে যাবে... কিন্তু আপনি যদি এই এড়িয়ে চলাটা ধারাবাহিক ভাবেই চালিয়ে যান তাহলে আপনার প্রতি তার আগ্রহটাও ধীরে ধীরে কমতে শুরু করবে... এক পর্যায়ে এসে আপনার প্রতি তার কোনো আগ্রহ কাজ করবে না !!
.
কোনো মানুষই প্রতিনিয়ত অবহেলা সহ্য করতে পারে না... কোনো একটা নির্দিষ্ট সময় এসে বদলে যায়... তোমার বাড়ির পাশে কুকুরটাকে নিয়ম করে তাড়িয়ে দেখো, কিছুদিন পর কুকুরও তোমার এলাকা ছেড়ে পালাবে !!
.
সবকিছুর একটা পর্যাপ্ত পরিমাণ লিমিট আছে... যেটা অতিক্রম করলেই তার ফল কখনো ভালো হয় না... আপনি কারোর উপর রাগ করে তাকে এড়িয়ে চলছেন, অবহেলা করছেন ঠিক আছে কিন্তু আপনার এই এড়িয়ে চলা ও অবহেলা করাটা ঠিক ততটুকুই করুন যতটুকু তার প্রাপ্য... যতটুকু সে সহ্য করার ক্ষমতা রাখে... অতিরিক্ত কোনো কিছুই ভালো না !!
.
তেমনিভাবে একটা মানুষের প্রতি আপনি ঠিক ততটুকুই আগ্রহ দেখাবেন যতটুকু দিলে সে আপনার আগ্রহের মূল্য দেয়... আপনি দিনের পর দিন আগ্রহ দেখিয়েই যাচ্ছেন অথচ বিনিময়ে কোন মূল্যই পাচ্ছেন না কিংবা আপনাকে এড়িয়ে চলছে, তখন আপনার উচিত আর আগ্রহ না দেখিয়ে উল্টো আপনি তাকে এড়িয়ে চলুন !!
.
আপনি কাউকে যদি তার প্রাপ্য এর চেয়ে বেশি মূল্য দিতে যান তাহলে সে আপনাকে মূল্যহীন মনে করবে... ব্যক্তিত্বহীন মনে করবে... ব্যক্তিত্ব বড় দামী সম্পদ... এটা অযত্নে, অবহেলায় কারো কাছে বিলিয়ে দিবেন না... ব্যক্তিত্ব ধরে রাখতে শিখুন, ফলাফল অবশ্যই ভালো হবে !!
.
যে কোন সম্পর্কের মাঝে একটু ভুল বুঝাবুঝি ও মান-অভিমান হতেই পারে, তবে এর জন্য কাউকে অতিরিক্ত কঠোর হওয়া আবার কাউকে অতিরিক্ত দুর্বল হলেও চলবে না... কারো জীবন থেকে একেবারে হারিয়েও যাবেন না, আবার কারোর গোলামও হতে যাবেন না... ঠিক এমনটাই করুন যে, দু'জনের মাঝে একটি কাচের দেয়াল আছে ঠিক দু'জন দুজনকে দেখতেছে কিন্তু কেউ কারোর কাছে যেতে পারছে না !!
.
কেউ একজন আপনাকে প্রচণ্ড ভালোবাসে, তারমানে এই নয় যে আপনি তাকে কিনে ফেলছেন... আপনি কাউকে প্রচণ্ড ভালোবাসেন তারমানে এটাও নয় যে সে আপনাকে কিনে ফেলছে !!
.
ভালোবাসা, মান-অভিমান, অনুভূতি এসব সমানে সমানে হতে হয়... একপক্ষ বেশি বা কম হয়ে গেলে অপরপক্ষ সেটা ধরে রাখা ভীষণ কঠিন... মনে রাখবেন একটি নৌকায় দুই পাশেই সমান ভর রেখে চলতে হয়, নতুবা সামান্য একটু ঝড়েই নৌকা ডুবে যাবে, তীরে আর যাওয়া হবে না !!"

কোনো মানুষই প্রতিনিয়ত অবহেলা সহ্য করতে পারে না কোনো মানুষই প্রতিনিয়ত অবহেলা সহ্য করতে পারে না Reviewed by NINDOOK LIFE on December 13, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.