ছোটবেলায় মা হারিয়ে সৎমার কাছে বড় হওয়া কিংবা চোখের সামনে নিজের বাবা মায়ের
ডিভোর্স দেখা সন্তান জানে তার বুকে কতো বড় পাহাড় চাপা যন্ত্রণা।
বর্তমানে ভয়াবহ আকার ধারণ করছে তা হলো একে অপরকে বুঝতে না পারা,এবং সন্দেহ প্রভনতা,এই সন্দেহ প্রভনতার মানুষের সাথে এক বিছানায় বসবাস করা ভয়াবহ মানসিক রোগীর মতো। এক পর্যায় হয়ে যায় কঠিন সিদ্ধান্ত ডিভোর্স! এবং বাচ্চা গুলো হয়ে যায় Alone,, একসময় মা প্রতিশ্রুতি দিয়ে হয়তো বিয়ে হয়,তখন তার নতুন স্বামীর সংসারে এই নিয়ে যাওয়া সন্তান টা শ্বশুর শাশুড়ি সহ অন্যান্য সবার কাছে বোঝা হয়ে উঠে। কারণ প্রতিশ্রুতি দিয়ে কোন সম্পর্ক কিংবা সংসার টিকিয়ে রাখা যায় না। তখন ঐ মা বাধ্য হয়ে সন্তানকে রেখে আসে তার বাবা মার কাছে,ঠিক তখনই বাচ্চা টা বুঝতে শিখে তার ওমের জায়গা মার বুকে তার আর থাকা সম্ভব নয়, প্রতিটা মার শরীর থেকে একটা গন্ধ থাকে, সেই সুন্দর গন্ধ টা একমাত্র সন্তান বুঝতে পারে। যখন রাতে তার মার ওমটা অনুভব করতে না পারে, ঠিক তখনই সন্তানের বিষণ্ণতা বাড়ে।সন্তান বড় হয়,আর বঞ্চিত হয় তার মা বাবার আদর ভালোবাসা থেকে। একসময় এই বাচ্চা টা ঘৃণা করতে শিখে যায় তার সামনে শ্রদ্ধেয় ব্যক্তিদের। তার মন বসেনা লেখা পড়ায়, মন বসেনা খেলাধুলার মাঠে। ইচ্ছে করলেই বাচ্চা টা বায়না ধরতে পারে না, অন্যান্য বাচ্চাদের মত তার বাবা মার কাছে। কারণ মায়ের প্রথম শিক্ষাই শিশুর ভবিষ্যতেের বনিয়াদ। এর থেকে এখনই সজাগ না হলে আগামী দশবছর এর ভিতরে সমগ্র বাংলাদেশে লাখ লাখ শিশুর বড় হওয়া হবে Alone..। দেশ উন্নত হচ্ছে বাড়ছে মানুষ লোপ পাচ্ছে মনুষ্যত্ব, ধবংস হচ্ছে বিবেকের।প্রতিটা পরিবারে বয়ে আনুক অনাবিল সুখ স্বাচ্ছন্দ অনুভূতি আর ভালোবাসা।
বর্তমানে ভয়াবহ আকার ধারণ করছে তা হলো একে অপরকে বুঝতে না পারা,এবং সন্দেহ প্রভনতা,এই সন্দেহ প্রভনতার মানুষের সাথে এক বিছানায় বসবাস করা ভয়াবহ মানসিক রোগীর মতো। এক পর্যায় হয়ে যায় কঠিন সিদ্ধান্ত ডিভোর্স! এবং বাচ্চা গুলো হয়ে যায় Alone,, একসময় মা প্রতিশ্রুতি দিয়ে হয়তো বিয়ে হয়,তখন তার নতুন স্বামীর সংসারে এই নিয়ে যাওয়া সন্তান টা শ্বশুর শাশুড়ি সহ অন্যান্য সবার কাছে বোঝা হয়ে উঠে। কারণ প্রতিশ্রুতি দিয়ে কোন সম্পর্ক কিংবা সংসার টিকিয়ে রাখা যায় না। তখন ঐ মা বাধ্য হয়ে সন্তানকে রেখে আসে তার বাবা মার কাছে,ঠিক তখনই বাচ্চা টা বুঝতে শিখে তার ওমের জায়গা মার বুকে তার আর থাকা সম্ভব নয়, প্রতিটা মার শরীর থেকে একটা গন্ধ থাকে, সেই সুন্দর গন্ধ টা একমাত্র সন্তান বুঝতে পারে। যখন রাতে তার মার ওমটা অনুভব করতে না পারে, ঠিক তখনই সন্তানের বিষণ্ণতা বাড়ে।সন্তান বড় হয়,আর বঞ্চিত হয় তার মা বাবার আদর ভালোবাসা থেকে। একসময় এই বাচ্চা টা ঘৃণা করতে শিখে যায় তার সামনে শ্রদ্ধেয় ব্যক্তিদের। তার মন বসেনা লেখা পড়ায়, মন বসেনা খেলাধুলার মাঠে। ইচ্ছে করলেই বাচ্চা টা বায়না ধরতে পারে না, অন্যান্য বাচ্চাদের মত তার বাবা মার কাছে। কারণ মায়ের প্রথম শিক্ষাই শিশুর ভবিষ্যতেের বনিয়াদ। এর থেকে এখনই সজাগ না হলে আগামী দশবছর এর ভিতরে সমগ্র বাংলাদেশে লাখ লাখ শিশুর বড় হওয়া হবে Alone..। দেশ উন্নত হচ্ছে বাড়ছে মানুষ লোপ পাচ্ছে মনুষ্যত্ব, ধবংস হচ্ছে বিবেকের।প্রতিটা পরিবারে বয়ে আনুক অনাবিল সুখ স্বাচ্ছন্দ অনুভূতি আর ভালোবাসা।
ছোটবেলায় মা হারিয়ে সৎমার কাছে বড় হওয়া
Reviewed by NINDOOK LIFE
on
December 09, 2019
Rating:
No comments: