পাওয়ার ব্যাংক সম্পর্কে জেনে রাখুন




পাওয়ার ব্যাংক সম্পর্কে জেনে রাখুন ,
পাওয়ার ব্যাংকের সাহায্যে স্মার্টফোন,
ট্যাবলেট, আইপড, এমপি থ্রিসহ নানা
ডিভাইস
চার্জ দেওয়া যায়। ডেস্কটপ কম্পিউটার বা
ল্যাপটপে ইউএসবি কেবল দিয়ে পুরোপুরি
চার্জ দেওয়া যায় পাওয়ার ব্যাংকটিকে।
একবার সম্পূর্ণ চার্জ দিলে এটির সাহায্যে
স্মার্টফোনে চার থেকে পাঁচবার চার্জ
করা
যায়। তবে মডেলে অনুযায়ী বিভিন্নতা
রয়েছে কার্যক্ষমতার।
১. পাওয়ার ব্যাংক কেনার আগে এর
ওয়ারেন্টি আছে কিনা দেখে নিন।
২. একেবারে কম দামে বেশি ধারণক্ষমতার
পাওয়ার ব্যাংক কেনার আগে সতর্ক থাকুন।
৩. বাজারে এখন নকল পাওয়ার ব্যাংক
পাওয়া যায়। ই-কমার্স সাইট থেকে পাওয়ার
ব্যাংক কেনার আগে সতর্ক থাকুন।
৪. পাওয়ার ব্যাংকের বড় সমস্যা হলো
‘অ্যাম্পিয়ার’ ঠিক না থাকা। পণ্যটি
রিফ্রাবিশড কি না দেখে নিন।
৫. ফোনের ব্যাটারির চেয়ে বেশি
ধারণক্ষমতার পাওয়ার ব্যাংক কিনুন।
পাওয়ার ব্যাংক দেখে কিনুন
বাজারে পাওয়ার ব্যাংক তৈরি করে না
এমন অনেক ব্র্যান্ডের পণ্যও আছে। এগুলো
রিফ্রাবিশড পণ্য। এ ধরনের পাওয়ার
ব্যাংক
ব্যবহার করলে স্মার্টফোনের ক্ষতি হতে
পারে। বাংলাদেশে প্রযুক্তি পণ্য
বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার
সোর্সের
বিপণন বিভাগের প্রধান তারিক-উল-হাসান
বলেন, পাওয়ার ব্যাংক
কেনার আগে কয়েকটি বিষয় মনে রাখা
জরুরি। একটি হচ্ছে ব্র্যান্ডের পণ্য কেনা।
রিফ্রাবিশড পণ্য না কেনা। দেখতে চকচকে
হলেও বাজারে নিম্নমানের যে পাওয়ার
ব্যাংক রয়েছে তার ভেতরে থাকে
রিচার্জেবল ব্যাটারি। এতে মোবাইল
ফোনে
ঠিকমতো চার্জ হয় না। এ ছাড়া ব্যাটারি
বিস্ফোরণ ঘটার আশঙ্কাও থাকে।
পাওয়ার ব্যাংক কেনার আগে তা ধাতব
কাঠামোর তৈরি কি না এবং তাতে
লিথিয়াম পলিমারের ব্যাটারি আছে কি
না
তা দেখে নিন। বাজারে লিথিয়াম আয়ন
ব্যাটারির পাওয়ার ব্যাংকও রয়েছে। তবে
লি-পলিমার ব্যাটারির পাওয়ার ব্যাংক
ভালো। ওয়ারেন্টি আর ব্যান্ডের পাওয়ার
ব্যাংক কিনলে প্রতারিত হওয়ার সুযোগ
নেই।
সূত্র : প্রথম আলো
পাওয়ার ব্যাংক সম্পর্কে জেনে রাখুন পাওয়ার ব্যাংক সম্পর্কে জেনে রাখুন Reviewed by NINDOOK LIFE on June 27, 2019 Rating: 5

4 comments:

Powered by Blogger.