নিউমার্কেট ঢাকা কলেজ সংঘর্ষ

নিউমার্কেট ঢাকা কলেজ সংঘর্ষ
নিউমার্কেট ঢাকা কলেজ সংঘর্ষ

 নিউমার্কেটের ব্যবসায়ীদের এমন বর্বর আচরণ নতুন কিছু না।  আজ তারা ঢাকা কলেজের ভাইদের উপর যেই বর্বর আক্রমণ  চালাচ্ছে, এমনকি একটা এম্বুলেন্সকেও তারা ছাড় দিলো না 😢 


ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেছেন_

ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর নিউ মার্কেট ডাকাত ব্যবসায়ী ও পুলিশের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, একইসাথে উক্ত ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার চাই।

ইতিমধ্যে ঢাবি ও ৭কলেজের সব কলেজ ও আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের পক্ষে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ জানাচ্ছে।


যারা ঢাকা কলেজের ছাত্রদের ঢালাওভাবে চাঁদাবাজ বলছেন; তারা দয়া করে নিজের মা, বোন, বউ, মেয়েকে জিজ্ঞেস করেন। নিউমার্কেট আর গাউসিয়ায় যেয়ে দোকানী ও তার কর্মচারীদের দ্বারা হেনস্থার শিকার হয়নি এমন কোন মেয়ে আছে কিনা ?


ইয়াসমিন হাসি

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।


প্রথম ছবিতে এম্বুল্যান্স কে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যেতে দিলেও ব্যবসায়ীরা এম্বুল্যান্স কে ভাঙচুর এবং দীর্ঘক্ষণ আটকে রাখে..

দ্বিতীয় ছবিতে ঢাকা কলেজের শিক্ষকরা ছাত্রদের কে ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যেতে আসলে সেখানেও শিক্ষকদের গায়ে ইট পাটকেল নিক্ষেপ করে ব্যবসায়ীরা..

শিক্ষিত আর অশিক্ষিতদের মধ্যে পার্থক্য কোথায় সেটা আপনি এবার নিজেই বিবেচনা করুন..


আর সবশেষ তৃতীয় ছবিটা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে..

কিছু বলার নাই ভাই..একটা শিক্ষাপ্রতিষ্ঠানের দিক অস্ত্র তাক করা মানে দেশের প্রত্যেকটা শিক্ষার্থীর বুকে অস্ত্র তাক করা।

এর চেয়ে খারাপ আর কিছু হতে পারেনা..পুলিশ যেখানে উভয় পক্ষ কে নিরপেক্ষভাবে শান্ত করার কথা সেখানে পুলিশ নিজেই শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ,টিয়ারশেল নিক্ষেপ করছে..


অবৈধ ব্যবসায়ীরা বোধহয় ভুলে গিয়েছে ছাত্র আন্দোলনের ভয়াবহতা..


এক ছাত্রের সাথে ঘটনা যাওয়া সত্য ঘটনা শেয়ার করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে _

ভাই শার্টটার দাম কত?

নেন ভাই। অনেক ভালো কাপড়। 

দাম কেমন পড়বে?

একদম আনকমন মাল। কোথাও খুজে পাবেন না।

দামটা বলেন আগে।

এই নেন বোতাম ছাড়িয়ে দিলাম। গায়ে দিয়ে দেখেন।

দাম বলেন। তারপর পড়বো।

পড়েন। দেখেন একদম ফিটিং হবে।

সবই ঠিক আছে। দামটা বলেন না?

ভাই, দামাদামি করবো না। একটা দাম বলে দেবো যদি ভালো লাগে নিবেন না হয় রেখে যাবেন।

জী বলুন।

শুধু শার্টই নিবেন না আরও কিছু? এই ভাইরে প্যান্ট দেখা তো।

না ভাই, আপনি শুধু এই শার্টটার দামই বলেন।

শার্ট কী একটাই? না আরেকটা দিবো?

না, এটার দাম বলেন।

একদাম পড়বে ১৮০০ টাকা।

বলেন কী? এই শার্ট ১৮০০?

কেন ভাই? অসম্ভব কি হলো? বেশী বলছি?

না ভাই লাগবে না। 

আরে ভাই শুনেন।

কত দিবেন?

না ভাই, আমার এতোটাকা বাজেট নাই।

ওই মিয়া ফাজলামো করেন?

বাজেট নাই তো মার্কেটে আইছেন কিল্লেগা। আমরা কী মস্করার দোকান খুইলা বইছি?

ঠিক আছে থাকেন।

থাকেন কী? শার্টের দাম বলেন।

এতো টাকার শার্ট কেনা সম্ভব না।

সম্ভব না, তাহলে এতো সময় নষ্ট করলেন কেন?

আমি তো প্রথমেই বলেছি দাম কত? আপনিই তো প্যাচাইলেন।

আমার তো কাস্টমারের অভাব। আপনার লগে প্যাচাপেচি করুম।

স্যরি ভাই। আমার লাগবে না। আমি যাচ্ছি।

কিয়ের যাচ্ছি? দাম বলতে অইবো।

আসলে আমি একটু কমের মধ্যে নিতে চাচ্ছি।

কত কম? বলেন শুনি।

এই মনে করেন ৩০০-৩৫০ এর মধ্যে।

এই দামে কিনতে হলে রাস্তায় ভ্যান আছে না? ওই ভ্যান থেকে নিবেন। মার্কেটে ঢুকবেন না।

ঠিকাছে।

ওই মিয়া কই যান? এদিকে আয়েন। একটু বাড়ায়েবুড়ায়ে বলেন। শার্টটা নিয়ে যান।

বললাম তো আমার বাজেট কম।

আচ্ছা, ১৫০০ না একদম ১০০০ দেন। ওই প্যাকেট করে দে।

না ভাই, পারবো না।

পারবেন কত? হেইডা বলেন।

৩৫০ হলে নিবো।

এই শার্ট ৫০০ টাকায় কোনোদিন কিনতে দেখছেন?

দেখি নাই। রেখে দেন।

খাড়ান মিয়া। ৭০০ হলে পারবেন?

বললাম তো বাজেট নেই।

নেন লাভ করনের দরকার নাই ৫০০ টাকাই দিলাম। ৫০০ টাকার একটা শার্ট পইড়া দেখেন।

না ভাই, আমি যে দাম বললাম ওইটা হলে পারবো।

ওই মিয়া যান কেন? এদিক আয়েন। সেই এক দাম বইলা দাঁড়ায়ে আছেন। আরেকটু আগান।

আমি হাইয়েস্ট ৪০০ দিতে পারবো। এর বেশী না। ভালো থাকেন।

রাগ কইরেন না। এদিক আয়েন। দেন ৪০০ টাকাই দ্যান। ওই বাইরে প্যাকেট কইরা দে।



এভাবেই দিনের পর দিন কাস্টমারদের জিম্মি করে ব্যবসা করছে নিউমার্কেটের ব্যবসায়ীরা। সাধারণ মানুষ লজ্জা ভয়ে প্রতিবাদ করে না। যারা অন্যায় অনিয়ম মানতে পারে না তারা প্রতিবাদী হয়ে ওঠে। আর এই প্রতিবাদী শ্রেণীটির নাম 'ছাত্র'।


নিউমার্কেটে ব্যাবসায়ী-ছাত্র সংঘর্ষে আমরা ন্যায়ের পক্ষে।


হুম, ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেয়াদব 😶

পুলিশ এবং সংবাদমাধ্যমের প্রতিবেদনে আপনি হয়তো এটাই ধরে নিবেন।পেছনের কারণ গুলো কেউ খুঁজবেনা। ***নিউমার্কেটের ব্যবসায়ীদের অমানবিক, অসাধু ব্যবসায়ের বিরুদ্ধে কেউ কথা বলার নেই। 

৩৫০টাকার প্যান্ট ১৮০০৳ দাম চাইবে, আপনি নতুন হয়ে থাকলে ঐ পন্য টা নিশ্চয়ই ১০০০-১২০০ এর ভেতর দামাদামি করবেন! এখানে কিন্তু আপনি ৬০০-৭০০৳ ঠকবেন। আপনি যখনই ৩৫০৳ দাম বলবেন ওরা আপনাকে এমনভাবে ব্যঙ্গ করবে যা সহ্য করা সম্ভব নয়। আমার সাথে কয়েকবার এমন হয়েছে, "পন্য দেখছির মাল নিবি না মানে! এই বলে আমাকে হেনস্তা করার এক পর্যায়ে ছেড়ে দেয়। সঠিক দাম আপনার জানা থাকলেও অনেক সময় আপনি পন্য ক্রয় করেত পারবেন না বরং বিদ্রুপের শিকার হবেন। 

 কিন্তু গ্রাম থেকে উঠে আসা মধ্যবিত্তশ্রেণির সাধারণ শিক্ষার্থীর কথা একবার ভাবুন;- যে ১০টাকা বাঁচাতে পায়ে হেটে টিউশনি করে এই শহরে টিকে আছে😒 তাদের তো ফিউচার পার্ক / বসুন্ধরায় যাওয়ার  ability  নেই। বাড়িতে ছোটভাই-বোন মুখিয়ে আছে কবে ভাইয়া আসবে, আমার লাইগা নতুন জামা আনবে"

"ভাইয়া যে পুলিশের নির্মমতার শিকার, নরপিশাচরা কুপিয়ে জখম করেছে 😪 ঈদ হয়তো হাসপাতালে কাটবে নাহয় সাদা কাপড়ে জরিয়ে যাবে😑

তাদের অমানবিক কার্যক্রমের বিরুদ্ধে কিছুটা কথা বলতে পারে ঢাকা কলেজ'ই, তাই বারবার তাদের সাথেই ক্যাচাল লাগে। তার মানে এই নয় যে ঢাকা কলেজ'ই অরাজকতা করে থাকে।  এর পেছনে বহুদিনের জমে থাকা ক্ষোভ আছে।তার প্রমাণ  ব্যবসায়ী'রা মাঝ রাতে ২৫-৩০জনকে কুপিয়ে জখম করছে এটা তো পূর্ব প্রস্তুতি ছাড়া সম্ভব না🤕

  জানিনা বিষয়টা কে কোনভাবে নিচ্ছে, বাট আমি বাস্তবতা থেকেই বলছি"

নিউমার্কেট ঢাকা কলেজ সংঘর্ষ নিউমার্কেট ঢাকা কলেজ সংঘর্ষ Reviewed by NINDOOK LIFE on April 19, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.