1000+ রমজান সম্পর্কিত উক্তি, রোজা শুভেচ্ছা, স্ট্যার্টাস। Ramadan Mubarak 2022

1000+ রমজান সম্পর্কিত উক্তি, রোজা শুভেচ্ছা, স্ট্যার্টাস। Ramadan Mubarak 2022

Ramadan Mubarak 2022

আপনি কি Ramadan Mubarak 2022 (রমজান সম্পর্কিত উক্তি) রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, এসএমএস ও পিকচার ইত্যাদি সম্পর্কে আকর্ষণীয ইসলামিক উক্তি খুঁজছেন? আপনি কি আপনার প্রিয়জনের কাছে আবেগ অনুভূতি গুলোকে উক্তির মাধ্যমে প্রকাশ করতে চান বা শেয়ার করতে চান? আপনি কি আপনার জীবনে সাফল্য অর্জনের জন্য গুগলে বাংলায় অনুপ্রেরণামূলক উক্তি খুঁজছেন?, তাহলে আপনি সঠিক ওয়েবসাইটে প্রবেশ করেছেন। আমরা এখানে অনেক মহান ব্যক্তি তাদের মধ্যে দৃঢ় সংকল্প, ধারাবাহিকতা, ইতিবাচক মনোভাব এবং সফল ব্যক্তিত্বের গুণাবলীর কারণে সাফল্য অর্জন করেছিলেন তাদের কিছু বিখ্যাত উক্তি তুলে ধরেছি।

রমজান মোবারক ২০২২

আমরা আজকে, Ramadan Mubarak 2022 (রমজান সম্পর্কিত উক্তি) সম্পর্কে আমরা সবচেয়ে সুন্দর বাংলা উক্তি প্রদান করবো।ভালোবাসা ও কল্যাণের চেতনায়, বিশ্বাসে ভাই-বোনদের উল্লাসমূলক কথায় উত্সাহিত করা সঠিক। তাই এই উক্তি বা উদ্ধৃতি গুলো আপনার জীবন সম্পর্কে চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারে। আমাদের জীবনে জ্ঞান অর্জনের চেয়ে বড় আকাঙ্ক্ষা আর কি হতে পারে? তাই আমাদের বাছাইকৃত এই ছোট উক্তির মাধ্যমে হৃদয়ের অনুভূতি প্রকাশ করা খুবই সহজ। এসব অনুপ্রেরণামূলক উক্তি বা বাণী আমাদের জীবন পথ চলার জন্য অনুপ্রেরণা যোগাবে। এখন আসুন সবচেয়ে অনুপ্রেরণামূলক এবং প্রেরণাদায়ক কিছু অভাবনীয় বাংলা শর্ট ক্যাপশন Ramadan(রমজান সম্পর্কিত উক্তি) আপনাদের সাথে শেয়ার করব।

১০০০+ রমজান স্ট্যার্টাস ২০২২

(০১) ღ꧁ শপথ নিলাম আজকে সবাই রাখবো সকল রোজা, মিথ্যে কথা বলবো না আর কমবে পাপের বোঝা ꧂ღ

(০২) ღ꧁ কোরআন পড়ুন,নামাজ পড়ুন রাখুন ত্রিশ রোজা কাঁধ থেকে নেমে যাবে পাপের সকল বোঝা ꧂ღ

– রমাজন মোবারাক

(০৩) ღ꧁💛 হে মুমিনগণ! তোমাদের জন্য সিয়াম ফরজ করা হল যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা মুত্তাকী হতে পার 💛꧂ღ

(আল বাকারাহ্ঃ ১৮৩)

(০৪) ღ꧁ღ💚 হে আল্লাহ আমাদের এই রমজান মাসে আমদের সকলের রোজা কবুল করুন । 💚ღ꧂ღ

শুভ রমজান

(০৫) ╰⊱♥⊱╮💛 সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ 💛╰⊱♥⊱╮

(আল বাকারাহঃ ১৮৭)

(০৬) ╭⊱ꕥ💚 সাহল ইবনু সা দ (রাঃ) হতে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ লোকেরা যতদিন শীঘ্র ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে 💚ꕥ⊱╮

হাদিস নং – ১৯৫৭

(০৭) ❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ💐 সাহল (রাঃ) হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জান্নাতে রাইয়্যান নামক একটি দরজা আছে এ দরজা দিয়ে কিয়ামতের দিন সওম পালনকারীরাই প্রবেশ করবে তাদের ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না 💐❤Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ

(হাদিস নং – ১৮৯৬)

(০৮)  ღ꧁🌸 সালমা ইবনু আকওয়া (রহ ) হতে বর্ণিত যে আশূরার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এ বলে লোকদের মধ্যে ঘোষণা দেয়ার জন্য পাঠালেন যে যে ব্যক্তি খেয়ে ফেলেছে সে যেন পূর্ণ করে নেয় অথবা বলেছেন সে যেন সওম আদায় করে নেয় আর যে এখনো খায়নি সে যেন আর না খায় 🌸꧂ღ

(হাদিস নং – ১৯২৪)

(০৯)  ღ꧁ღ🌷 শীত কালে গাছের পাতা ঝড়ে, রমজান মাসে বান্দার গুনা ঝড়ে 🌷ღ꧂ღ

শুভ রমজান

(১০) ╰⊱♥⊱╮🍀 রোজার সর্বশেষ রাত্রে আল্লাহ তার সকল বান্দাগণকে মাফ করে দিবেন। 🍀╰⊱♥⊱╮

আল হাদিস

(১১)  ╭⊱ꕥ🌹 রোজার সবচেয়ে বড় ফজিলত হচ্ছে,রোজার প্রতিদান আল্লাহ্‌ নিজের হাতে দিবেন 🌹ꕥ⊱╮

শুভ রমজান


(১২) ❤🔶 রোজার একটি অন্যতম ফজিলত হলো রোজার মাধ্যমে আচার আচরণ ও চরিত্র সুন্দর হয়। 🔶❤

আল হাদিস

(১৩) ღ꧁🔷 রোজার উপহার, মহান আল্লাহ নিজের হাতে দিবেন 🔷ღ꧁

শুভ রমজান

(১৪) ღ꧁ღ🔸 রোজা হলো আত্মসংযম যা আমাদেরকে সকল মন্দ কাজ থেকে বিরত রাখে। 🔸ღ꧁ღ

আল হাদিস

(১৫) ╰⊱♥⊱╮🔹 রমজান হলো ইমান কে তাজা করার মহা সুযোগ । 🔹╰⊱♥⊱╮

শুভ রমজান

(১৬) ╭⊱ꕥ🌺 রমজান হল ধৈর্যের মাস আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত । 🌺╭⊱ꕥ

শুভ রমজান

(১৭) ❤💙 রমজান মাসই একমাত্র মাস, যে মাসে শয়তানরা অনেক কষ্ট পায় 💙❤

শুভ রমজান

(১৮)  ღ꧁💜 রমজান মাস এমন একটি মাস, যে মাসে ১টি আমল করলে ৭০ বেশি আমলনামায় লেখা হয় 💜ღ꧁

শুভ রমজান

(১৯)  ღ꧁ღ⚜️ যায়দ ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সাহরী খাই এরপর তিনি সালাতের জন্য দাঁড়ান বর্ণনাকারী বলেন আমি জিজ্ঞেস করলাম আযান ও সাহরীর মাঝে কতটুকু ব্যবধান ছিল? তিনি বললেন পঞ্চাশ আয়াত (পাঠ করা) পরিমাণ ⚜️ღ꧁ღ

(হাদিস নং – ১৯২১)

(২০) ╰⊱♥⊱╮✨ মুসলমান হতে হবে সব সময়ের জন্য শুধু রমাজন মাসের জন্য নয় । ✨╰⊱♥⊱╮

শুভ রমজান

(২১) ╭⊱ꕥ🌟 মানুষের কাছে গুনাহ মোচনের সবথেকে বড় মাধ্যম হচ্ছে রোজা। 🌟╭⊱ꕥ

আল হাদিস

(২২) ❤🔶 বান্দার ও আল্লাহ্‌র সাথে সম্পর্ক জোরদার করার মাস হল রমজান মাস 🔶❤

শুভ রমজান

(২৩) ღ꧁🔷 পবিত্র ধর্মের পবিত্র মাস, সে যে মাহে রমজান মাস 🔷ღ꧁

শুভ রমজান

(২৪) ღ꧁ღ🔸 নামাজ পড়ো রোজা রাখ কলমা পড় ভাই তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই । 🔸ღ꧁ღ

কাজী নজ্রুল ইসলাম

(২৫) ╰⊱♥⊱╮🔹 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়িশাহ্ (রাযি ) হতে বর্ণিত যে হামযাহ ইবনু আমর আসলামী (রাঃ) অধিক সওম পালনে অভ্যস্ত ছিলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন আমি সফরেও কি সওম পালন করতে পারি? তিনি বললেনঃ ইচ্ছা করলে তুমি সওম পালন করতে পার আবার ইচ্ছা করলে নাও করতে পার 🔹╰⊱♥⊱╮

(হাদিস নং – ১৯৪৩)

(২৬) ╭⊱ꕥ😳 জাহান্নামের দরজা বন্ধ ও জান্নাতের দরজা খোলার মাস হল একমাত্র রমজান মাস 😳╭⊱ꕥ

শুভ রমজান

(২৭) ❤😁 জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষের সবথেকে বড় ঢাল হলো রোজা। 😁❤

আল হাদিস

(২৮) ღ꧁🌐 কম ঘুমান । বেশী পার্থনা করুন । 🌐ღ꧁

শুভ রমজান

(২৯) ღ꧁ღ🌞 একমাত্র রমজান মাসেই, সকল মানুষের কবরের আজাব বন্ধ থাকে 🌞ღ꧁ღ

শুভ রমজান

(৩০) ╰⊱♥⊱╮🌝 উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাসের মত তাঁর স্ত্রীদের সাথে ঈলা করলেন ঊনত্রিশ দিন অতিবাহিত হওয়ার পর সকালে বা সন্ধ্যায় তিনি তাঁদের নিকট গমন করলেন তাঁকে জিজ্ঞেস করা হল আপনি তো এক মাস পর্যন্ত না আসার শপথ করেছিলেন? তিনি বললেন মাস ঊনত্রিশ দিনেও হয়ে থাকে 🌝╰⊱♥⊱╮

(হাদিস নং – ১৯১০)

(৩১) ╭⊱ꕥ🔥 উমার ইবনু খাত্তাব (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন রাত্র সে দিক হতে ঘনিয়ে আসে ও দিন এ দিক হতে চলে যায় এবং সূর্য ডুবে যায় তখন সায়িম ইফতার করবে 🔥╭⊱ꕥ

হাদিস নং – ১৯৫৪

(৩২) ❤💧 ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি একই সঙ্গে হাজ্জ ও উমরাহ পালনের সুযোগ লাভ করল সে আরাফাত দিবস পর্যন্ত সওম পালন করবে সে যদি কুরবানী না করতে পারে এবং সওমও পালন না করে থাকে তবে মিনার দিনগুলোতে সওম পালন করবে 💧❤

হাদিস নং – ১৯৯৯

(৩৩) ╭⊱ꕥ✨ ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশূরার দিন সিয়াম পালন করেছেন এবং এ সিয়ামের জন্য আদেশও করেছেন পরে যখন রমাযানের সিয়াম ফরজ হল তখন তা ছেড়ে দেওয়া হয় আবদুল্লাহ (রহ ) এ সিয়াম পালন করতেন না তবে মাসের যে দিনগুলোতে সাধারণত সিয়াম পালন করতেন তার সাথে মিল হলে করতেন ✨ꕥ⊱╮

(হাদিস নং – ১৮৯২)

(৩৪) ღ꧁ღ🌟 ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যখন তোমরা তা (চাঁদ) দেখবে তখন সওম রাখবে আবার যখন তা দেখবে তখন ইফ্তার করবে আর যদি আকাশ মেঘলা থাকে তবে সময় হিসাব করে (ত্রিশ দিন) পূর্ণ করবে 🌟ღ꧁ღ

(হাদিস নং – ১৯০০)

(৩৫) ╰⊱♥⊱╮🌍 ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে সকলের চেয়ে দানশীল ছিলেন রমাযানে জিবরাঈল (আঃ) যখন তাঁর সঙ্গে সাক্ষাত করতেন তখন তিনি আরো অধিক দান করতেন রমাযান শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতেই জিবরাঈল তাঁর সঙ্গে একবার সাক্ষাত করতেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে কুরআন শোনাতেন জিবরাঈল যখন তাঁর সঙ্গে সাক্ষাত করতেন তখন তিনি রহমতসহ প্রেরিত বায়ুর চেয়ে অধিক ধন সম্পদ দান করতেন 🌍╰⊱♥⊱╮

(হাদিস নং – ১৯০১)

(৩৬) ╭⊱ꕥ🌎 ইফতারের পূর্ব পর্যন্ত প্রতিটি রোজাদারের জন্য ফেরেশতা দোয়া করতে থাকে। 🌎╭⊱ꕥ

আল হাদিস

(৩৭) ❤🌏 আল্লাহ্‌ বান্দাদের সব চাইতে বড় উপহার, রমজান মাস। 🌏❤

শুভ রমজান

(৩৮) ღ꧁☘️ আল্লাহর রহমত, মাগফেরাত, নাজাতের মাস হল রমজান মাস ☘️ღ꧁

শুভ রমজান

(৩৯) ღ꧁ღ❇ আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য রমজান মাসের রোজায় হল সেরা মাধ্যম ❇ღ꧁ღ

শুভ রমজান

(৪০) ╰⊱♥⊱╮❇ আল্লাহর আদেশে রোজাদার ব্যাক্তিদের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়। ❇╰⊱♥⊱╮

আল হাদিস

(৪১) ╭⊱ꕥ⚘ আল্লাহ বলেন রাতের আগমন পর্যন্ত সিয়াম পূর্ণ কর ⚘╭⊱ꕥ

(আল বাকারাহ : ১৮৭)

(৪২) ❤⚜ আলকামাহ (রহ ) হতে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহ (রাঃ) এর সঙ্গে চলতে ছিলাম তখন তিনি বললেন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম তিনি বললেনঃ যে ব্যক্তির সামর্থ্য আছে সে যেন বিয়ে করে নেয় কেননা বিয়ে চোখকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে সংযত করে আর যার সামর্থ্য নেই সে যেন সওম পালন করে সওম তার প্রবৃত্তিকে দমন করে ⚜❤

(হাদিস নং – ১৯০৫)

(৪৩) ღ꧁ღ❈ আর যারা তাদের স্ত্রীদের সাথে যিহার করে অতঃপর তারা যা বলেছে তা থেকে ফিরে আসে তবে একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাস মুক্ত করবে এর মাধ্যমে তোমাদেরকে উপদেশ দেয়া হচ্ছে আর তোমরা যা কর সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত কিন্তু যে তা পাবে না সে লাগাতার দু মাস সিয়াম পালন করবে একে অপরকে স্পর্শ করার পূর্বে ❈ღ꧁ღ

(আল – মুজাদালাঃ ৩ ৪)

(৪৪) ╰⊱♥⊱╮✥ আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত যে জাহিলী যুগে কুরায়শগণ আশূরার দিন সওম পালন করত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পরে এ সওম পালনের নির্দেশ দেন অবশেষে রমাযানের সিয়াম ফরজ হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যার ইচ্ছা আশূরার সিয়াম পালন করবে এবং যার ইচ্ছা সে সওম পালন করবে না ✥╰⊱♥⊱╮

(হাদিস নং – ১৮৯৩)

(৪৫) ╭⊱ꕥ❀ আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: সওমের কাযা যিম্মায় রেখে যদি কোন ব্যক্তি মারা যায় তাহলে তার অভিভাবক তার পক্ষ হতে সওম আদায় করবে ❀╭⊱ꕥ

(হাদিস নং – ১৯৫২)

(৪৬) ❤❇ আয়িশাহ্ (রাযি ) হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমের অবস্থায় চুমু খেতেন এবং গায়ে গা লাগাতেন তবে তিনি তার প্রবৃত্তি নিয়ন্ত্রণে তোমাদের চেয়ে অধিক সক্ষম ছিলেন ❇❤

(হাদিস নং – ১৯২৭)

(৪৭) ღ꧁❇ আয়িশাহ্ (রাযি ) হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল যে সে তো জ্বলে গেছে তিনি বললেনঃ তোমার কি হয়েছে? লোকটি বলল রমাযানে আমি স্ত্রী সহবাস করে ফেলেছি এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে (খেজুর ভর্তি) ঝুড়ি এল যাকে আরাক ( সা পরিমাণ) বলা হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ অগ্নিদগ্ধ লোকটি কোথায়? লোকটি বলল আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ গুলো সদাকাহ করে দাও ❇ღ꧁

(হাদিস নং – ১৯৩৫)

(৪৮) ღ꧁ღ⚘ আয়িশাহ্ (রাযি ) হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আশূরার দিনে সওম পালনের নির্দেশ দিয়েছিলেন পরে যখন রমাযানের সওম ফরজ করা হলো তখন যার ইচ্ছা ( আশূরার) সওম পালন করত আর যার ইচ্ছা করত না ⚘ღ꧁ღ

হাদিস নং – ২০০১

(৪৯) ╰⊱♥⊱╮⚜ আয়িশাহ্ (রাযি ) ও ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত তাঁরা উভয়ে বলেন যাঁর নিকট কুরবানীর পশু নেই তিনি ব্যতীত অন্য কারও জন্য আইয়্যামে তাশরীকে সওম পালন করার অনুমতি দেয়া হয়নি ⚜╰⊱♥⊱╮

হাদিস নং – ১৯৯৭

(৫০) ╭⊱ꕥ❈ আয়িশাহ (রাযি ) হতে বর্ণিত তিনি বলেন বিলাল (রাঃ) রাতে আযান দিতেন তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ ইবনু উম্মু মাকতূম (রাঃ) আযান না দেয়া পর্যন্ত তোমরা পানাহার কর কেননা ফজর না হওয়া পর্যন্ত সে আযান দেয় না ❈╭⊱ꕥ

(হাদিস নং – ১৯১৮)

1000+ রমজান সম্পর্কিত উক্তি, রোজা শুভেচ্ছা, স্ট্যার্টাস। Ramadan Mubarak 2022 1000+ রমজান সম্পর্কিত উক্তি, রোজা শুভেচ্ছা, স্ট্যার্টাস। Ramadan Mubarak 2022 Reviewed by NINDOOK LIFE on March 27, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.