ভেলেন্টাইন (ভালোবাসা দিবসের) ডে স্ট্যাটাস, ফেসবুক পোস্ট (valentine day bangla status)

 ভেলেন্টাইন (ভালোবাসা দিবসের) ডে স্ট্যাটাস, ফেসবুক পোস্ট (valentine day bangla status)

ভেলেন্টাইন (ভালোবাসা দিবসের) ডে স্ট্যাটাস, ফেসবুক পোস্ট (valentine day bangla status)
ভেলেন্টাইন (ভালোবাসা দিবসের) ডে স্ট্যাটাস, ফেসবুক পোস্ট (valentine day bangla status)


১। শুধু একবার বলো ভালোবাসি

কখনও হারাতে দেবো না তোমার মুখের হাসি

হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।


২। ভালো একবার যখন বেসেছি,

ছাড়বো না আর হাল

আমি তোমার পাশে ছিলাম, এখনো আছি

এবং থাকবো চিরকাল।


৩। আমায় ভালোবাসতে বলছি না,

শুধু ভালোবাসতে দাও।

তোমাকে ততটাই ভালবাসতে পারি,

যতটা তুমি চাও।

হ্যাপি ভ্যালেন্টাইন ডে।


৪। মনের ঘড়িতে বাজলো এলার্ম

হয়েছে যে সময়।

ভিতর থেকে বলছে হৃদয়

ভালোবাসি তোমায়।

ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইলো। - হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।


৫। এসেছে বসন্ত মাস, ভালোবাসায় ভরপুর

তুমি আর আমি ঘুরবো সারা দুপুর

বস্তনের ফুল গুজে দেবো তোমার খোপায়

ভালোবাসার এটাই তো সেরা সময়।


৬। অস্তিত্বে তুমি যাকে ধারণ করো

আমি সেই রাজকন্যা

তুমি চাইলেই এনে দেবো

ভালোবাসার বন্যা.


৮। দিব তোমায় লাল গোলাপ

স্বপ্নে গিয়ে করবো আলাপ

বলবো খুলে মনের কথা

আছে যত সুখ দুঃখ আর ব্যাথা

বলবো তোমায় ভালোবাসি

থাকবো দু'জন পাশাপাশি।


৯। আচ্ছা, ভালোবাসা কি দিবস মেনে চলে?

ভালোবাসার জন্য কি বিশেষ দিন লাগে?

উপলক্ষ করে কি ভালোবাসার আবেদন করা যায়?

তোমার তরে আমার ভালোবাসা নিবেদন সবসময়।


১০। ভালো লাগে তোমার পরশ

ভালো লাগে তোমার আবেশ

ভালো লাগে তোমার চোখের তারা হয়ে থাকতে।

পারবো না তুমি ছাড়া স্বর্গেও থাকতে।


১১। যত ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে


১২। ভালবাসাএক অদ্ভুত অনুভূতি। কখন যে কাকে ভালো লেগে যায় তা নিজেই বলতে পারে না। আর কাউকে ভালো লাগলে তাকে না বলেও থাকা যায় না। তেমনই আমিও না বলে থাকতে পারলাম না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। I Love You.

ভেলেন্টাইন (ভালোবাসা দিবসের) ডে স্ট্যাটাস, ফেসবুক পোস্ট (valentine day bangla status) ভেলেন্টাইন (ভালোবাসা দিবসের) ডে স্ট্যাটাস, ফেসবুক পোস্ট (valentine day bangla status) Reviewed by NINDOOK LIFE on February 15, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.