জীবনে আবার অনুকূল প্রতিকূলের এই সূত্র সব সময় মানে না। এখানে সত্যিকারের সফল তারাই, যারা নিজেরা পরিশ্রম করে। অনুকূলতা দেখে চলতে গেলে বড়জোর ভালো কোন জায়গায় যাওয়া যেতে পারে, শিখরে নয়।
কারো সকল সুবিধা আছে। পড়তে ভাল্লাগেনা। অনেকে আছে যাদের পড়তে ভালো লাগে, কিন্তু সুযোগ পায়না।
পড়ালেখা করে কিছু করার জন্য আসলে ইচ্ছাশক্তিটা দরকার।
কত স্টুডেন্ট কষ্ট করে বড় হয়,খেয়ে না খেয়ে থাকে। তাও পড়াশোনা চালাতে হয়। তোমার খাবার প্রবলেম নেই। বই, স্কুল, টিউটর কিছুর অভাব নেই। তাও যদি পড়তে ভালো লাগে না তো কার লাগবে।
নিজেকে একটু ঘাটানোর চেষ্টা করো অন্তত, সবকিছু রেডিমেড পেয়ে গেলে লাইফে অ্যাডভেঞ্চার বলে কিছু থাকবে না। লাইফ পেয়েছো, থাকা খাওয়া বাড়ি গাড়ি এমনকি বাবা কাকার রেফারেন্স এ বাকি লাইফ চলার কিছু একটা হয়েও যেতে পারবা। তাতে তোমার কৃতিত্ব? তুমি নিজে করলাটা কী!
ভালো কিছু করার চাবিকাঠি পরিশ্রম, নিজের আত্মবিশ্বাস, নিজেকে খুব ছোট ভাবার কিছু নেই। পেছনের দিকে না তাকিয়ে সামনে তাকাও, চেষ্টা করো। ভালো কিছুই হবে।
No comments: