🔰 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিস্তারিত 🔰
🔴 ইউনিট-১ (বিজ্ঞান শাখা)-এর জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৮.০ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নিচে নয়) থাকতে হবে। এই ইউনিটের জন্য পরীক্ষার বিষয়গুলো হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান।
🔴 ইউনিট-২ (মানবিক শখা)-এর জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৭.০ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নিচে নয়) থাকতে হবে। এই ইউনিটের জন্য পরীক্ষার বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও সাময়িক বিশ্ব এবং সাধারণ বুদ্ধিমত্তা।
🔴 ইউনিট-৩ (বাণিজ্য শাখা)-এর জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৭.৫ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নিচে নয়) থাকতে হবে। এই ইউনিটের জন্য পরীক্ষার বিষয়গুলো হলো হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ব্যবসায় নীতি ও প্রয়োগ, গাণিতিক বুদ্ধিমত্তা এবং ভাষাজ্ঞান (সমসাময়িক ব্যবসায় ও অর্থনীতি সংক্রান্ত বিষয়ে বাংলা এবং ইংরেজিতে সীমিত সংখ্যক বাক্য লিখতে হবে)।
🔴 বিশেষায়িত বিভাগে (সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন) আবেদনের জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.০ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২.৫ এর নিচে নয়) থাকতে হবে। এই ইউনিটের জন্য ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা নেয়া হবে।
🔰 পরীক্ষার পদ্ধতি ও নাম্বার বণ্টনঃ-
🔴 ইউনিট-১ (বিজ্ঞান শাখা)
🔴 ইউনিট-২ (মানবিক শাখা)
🔴 ইউনিট-৩ (বাণিজ্য শাখা)
🔴 মেধার ভিত্তিতে বাছাইকৃত ২৫ হাজার শিক্ষার্থীর লিখিত ভর্তি পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার সময়কাল হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। লিখিত পরীক্ষায় ৭২ নম্বর, এসএসসি থেকে ১২ নাম্বার, এইচএসসি থেকে ১৬ নাম্বার মোট ১০০ নাম্বার।
🔴 ইউনিটসমূহে প্রত্যেক বিষয়ে প্রশ্ন থাকবে ৬টি। প্রতি প্রশ্নের মান ৪ নাম্বার করে এক বিষয়ে ২৪ নাম্বার হবে এবং তিনটি বিষয়ে সর্বমোট ৭২ নাম্বারের লিখিত পরীক্ষা হবে।
🔴 বিশেষায়িত সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন এই চারটি বিভাগে লিখিত পরীক্ষা হবে না। শুধু বিষয়ভিত্তিক ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগে নেয়া হবে। এই বিভাগগুলোতে এসএসসি থেকে ২০ নাম্বার, এইচএসসি থেকে ৩০ নাম্বার এবং ৫০ নাম্বারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে।
📚 ইউনিট ভিত্তিক বই সাজেশনঃ-
ইউনিট-১ঃ বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দিবা তারা Biology Power, Math Power, Physics Power & Chemistry Power বই গুলো সংগ্রহ করে নিবা তাহলেই ইউনিট-১ এর প্রস্তুতি ওকে। আর এই বইগুলোর সাথে অবশ্যই অবশ্যই মেইন বই পড়বা।
ইউনিট-২ঃ যারা ইউনিট-২ তে পরীক্ষা দিবা অর্থাৎ মানবিক বিভাগে পরীক্ষা দিবা তারা “বাংলা পাওয়ার” “ইংরেজি পাওয়ার” এবং সাধারণ জ্ঞান এর জন্য “ GK Power” বইটি পড়বা তাহলেই সব কাজ ওকে।
ইউনিট-৩ঃ যারা বাণিজ্য এর গ্রুপে পরীক্ষা দিবা তারা অবশ্যই অবশ্যই “পাওয়ার বিজনেস স্টাডিজ ” বইটা সংগ্রহ করে নিবা। আর বাংলা ইংরেজি এসব এর জন্য বরাবরের মতই বাংলা পাওয়ার ও ইংরেজি পাওয়ার বইটি পড়ে নিবা। তাহলেই ওকে 😍
এছাড়াও তোমরা যেকোন বিশ্ববিদ্যালয় ভর্তির সহায়ক হিসেবে ইউনিক ভার্সিটি সল্যুশন বইটি পড়বা 😍
🔴 আসন সংখ্যা সর্বমোট ২,৭৬৫টি আসনঃ-
👉 ইউনিট ১ (বিজ্ঞান শাখা)-৮২৫টি
👉 ইউনিট-২ (মানবিক শাখা)- ১,২৭০টি,
👉 ইউনিট-৩ (বাণিজ্য শাখা)- ৫২০টি
👉 বিশেষায়িত চারটি বিভাগসহ (সংগীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ- মোট ১৫০টি)
🔴 এই ছিলো আজকের এই পোস্ট। এখানে যাবতীয় তথ্য ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের উপর ভিত্তি করে দেয়া। নতুন সার্কুলার এ যদি কোন পরিবর্তন আসে তাহলে সেটা অবশ্যই অবশ্যই জানিয়ে দেয়া হবে।
No comments: