এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় যাচ্ছে যেসব বিশ্ববিদ্যালয় (তালিকা) ( Addmission Test All Public University 2022-2023 )
🎯এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় যাচ্ছে যেসব বিশ্ববিদ্যালয় (তালিকা)
🔰দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
🔰এই গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান এ তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেওয়া হবে। এসব পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে সরাসরি ভর্তি পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
🔰গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় যাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে-
💝বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
💝ইসলামী বিশ্ববিদ্যালয়
💝শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
💝খুলনা বিশ্ববিদ্যালয়
💝হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
💝মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
💝নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
💝জগন্নাথ বিশ্ববিদ্যালয়
💝কুমিল্লা বিশ্বদ্যিালয়
💝জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
💝যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
💝বেগম রোকেয়া বিশ্বদ্যিালয়
💝পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
💝বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
💝বরিশাল বিশ্ববিদ্যালয়
💝রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
💝রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
💝বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি
💝শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
🔰উল্লেখ্য, কৃষি বিষয়ক ৭টি বিশ্ববিদ্যালয়ে গতবছর স্নাতক শ্রেণিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
🔰দেশের ১৯ টি সাধারণ বিশ্ববিদ্যালয় গুচ্ছতে যাওয়ার কথা শুনে হয়তো অনেকের রাতের ঘুম হারাম হয়ে গেছে।
🔰বিশ্ববিদ্যালয়গুলো তো গুচ্ছতে চলে গেলো। এখন তোমাদের মনে হয়তো কিছু প্রশ্নের উদয় হয়েছে, সেগুলো হল👇
👉গুচ্ছের প্রিপারেশন কিভাবে নিতে হবে?
👉রিটেন থাকবে কিনা?
👉মানবন্টন কেমন হবে?
👉আবেদন করতে কত পয়েন্ট লাগবে
🔰১৯ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছতে যাওয়ার কথা শুনে এত বিচলিত হওয়ার কিছু নেই।অন্যান্য বছর তোমরা যেভাবে প্রিপারেশন নিয়েছিলে এইবার তার অনুরূপ প্রিপারেশনই নিবে।
💠বাণিজ্য বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তাদের প্রথম কাজ হচ্ছে বোর্ড বইয়ের প্রতিটি লাইন বুঝে বুঝে পড়া এবং খুব ভালভাবে শেষ করা।
💠তারপর তোমাকে সহায়ক বই হিসেবে কিছু বই ফলো করতে হবে যেগুলো তোমাকে ভর্তিযুদ্ধে অন্য ১০ জনের চেয়ে এগিয়ে রাখবে।
📚Bangla Power
📚English Power
📚Power Business Studies
📚Unique Admission Vocabulary
🔰রিটেন থাকবে কিনা এ ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলেনি। আপডেট পাওয়া মাত্রই জানানো হবে।
🔰 বাণিজ্য বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তারা ধরে নিতে পারো ১০০ নম্বরের পরীক্ষা হবে এবং সেক্ষেত্রে English, Accounting,Management থেকে প্রশ্ন করার সম্ভাবনা বেশি থাকবে।
🔰উপরোক্ত তিনটি বিষয়ের যদি পরীক্ষা হয় তাহলে প্রতিটি বিষয়ের মান প্রায় সমপরিমাণ হতে পারে।
🔰বাণিজ্য বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তাদের আবেদন করতে ৭.৫ এর বেশি লাগবে না।
🔰অনেকেই হয়তো ভাবছো চান্স পাওয়ার সুযোগটা একটু কমে গেল না তো 🤔🤔
🔰আমি বলবো না, বরং বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছতে গিয়ে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে।
🔰আমরা তোমাদের যে গাইডলাইন দিচ্ছি সেটি মেনে যদি পড়াশোনা করে যাও এবং পরীক্ষার হলে যদি তোমার লাক ফেভার করে তাহলে এইটুকু বলা যায় গুচ্ছতে একটি সিট তোমার জন্য নিশ্চিত হয়ে যাবে।
No comments: