দিল্লির দাঙ্গা-সহিংতার প্রতিবাদে বায়তুল মোকাররমে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

দিল্লির দাঙ্গা-সহিংতার প্রতিবাদে
বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
দিল্লির দাঙ্গা-সহিংতার প্রতিবাদে বায়তুল মোকাররমে  ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

দিল্লিতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করেছেন মুসল্লীরা। সমমনা ইসলামী দলগুলোর ব্যানারে মসজিদের গেটে এই বিক্ষোভ হয়। সমাবেশ শেষে তারা মিছিল বের করেন। এসময় মুসল্লিরা বিভিন্ন স্লোগান দেন। এরআগে বায়তুল মোকাররম মসজিদের আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। মসজিদে বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। নামাজ শেষে তাদের অনেকে বিক্ষোভে যোগ দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মুসলমানদের ওপর নির্যাতনকারী মোদিকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না। যেকোন মূল্যে মোদিকে প্রতিহত করা হবে।
মোদি যদি বাংলাদেশে আসে তাহলে তাকে স্বাগত জানাতে আমরা কাফনের কাপড় পড়ে বায়তুল মোকাররম থেকে বিমানবন্দর পর্যন্ত দাঁড়াব। হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি ও ঢাকা মহানগরীর আমির আল্লামা নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সভাপতি আল্লামা আব্দুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমীসহ আরো অনেকে।
বায়তুল মোকাররমে মুসলিম প্রাণ ভাইরা সকল আছেন যত সকলেই কম-বেশি দিয়ে এক হয়েছেন ঐখানে শুধু তাদের একটাই দাবী দিল্লিতে আর যেন কোন ভাই-বোন মুসলিম যেন মারা আর না যায়, আর মুজিব বর্ষ উপলক্ষে যেন নরেন্দ্র মোদি যেন বাংলাদেশনা আসেন  
  
দিল্লির দাঙ্গা-সহিংতার প্রতিবাদে বায়তুল মোকাররমে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দিল্লির দাঙ্গা-সহিংতার প্রতিবাদে বায়তুল মোকাররমে  ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে Reviewed by NINDOOK LIFE on February 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.