Android Phone হারিয়ে গেলে কিভাবে তা খুজে বেড় করবেন?

Android Phone হারিয়ে গেলে কিভাবে তা খুজে বেড় করবেন?


যদি আপনার ফোন অনলাইনে থাকে মানে ডাটা কানেকশন চালু থাকে এই অবস্থায় যদি আপনার মোবাইল হারিয়ে যায় তবে আপনি ফোনের লোকেশন জানতে পারবেন এমনকি কত পারসেন্ট চার্জ আছে মোবাইলে তাও দেখতে পারবেন!

অনেক সময় এরকম হয় যে মোবাইল আমরা বাসায় বা অফিসে রাখি সাইলেন্ট করে, কিন্তু ডাটা কানেকশন চালু থাকে। আপনার মোবাইল কোথায় রেখেছেন তা মনে নেই! আপনি পাগলের মতে তখন আপনার প্রিয় মোবাইলটি খুজতে থাকেন। তখন মোবাইটি খুজে পাওয়ার জন্য আপনি যা যা করবেন-

প্রথমেই আপনি আপনার কম্পিউটার বা কার মোবাইলে থেকে আপনার জি-মেইলে লগইন করবেন।

যেহেতু আপনার মোবাইল নম্বর জিমেইলে আছে তাই আপনার ফোনটি গুগল সহজেই চিনতে পারে।

ওয়েব সাইটি তে আপনি আপনার মোবাইলের লোকেশন গুগল ম্যাপে দেখতে পারবেন কিন্তু মোবাইলের ইন্টারনেট এবং জিপিএস/লোকেশন চালু থাকতে হবে।

আপনি এই ওয়েব সাইট থেকে আপনার ফোনে কলও দিতে পারবেন। যদি ফোন সাইলেন্টও থাকে তার পরেও রিং হবে। যদি একেবারেই আপনি হারিয়ে ফেলেন মানে যদি লোকেশন অফ থাকে তাহলে আপনি চাইলে মোবাইল থেকে সমস্ত তথ্য মুছে দিতে পারেন।
Android Phone হারিয়ে গেলে কিভাবে তা খুজে বেড় করবেন? Android Phone হারিয়ে গেলে কিভাবে তা খুজে বেড় করবেন? Reviewed by NINDOOK LIFE on June 27, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.